Mehul Choksi: মেহুল চোকসি সহ নক্ষত্র ব্র্যান্ড লিমিটেড এবং গীতাঞ্জলি জেমস লিমিটেডের বিরুদ্ধে এফআইআর দায়ের
পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের কর্ণধারের অভিযোগের ভিত্তিতেই নতুন করে ৬ হাজার কোটি টাকার প্রতারণার অভিযোগ দায়ের হল চোকসির বিরুদ্ধে। নক্ষত্র ব্র্যান্ড লিমিটেড এবং গীতাঞ্জলি জেমস লিমিটেড-এর নামও রয়েছে অভিযোগপত্রে।
নয়াদিল্লি: পিএনবি কেলেঙ্কারিতে অভিযুক্ত হীরা ব্যবসায়ী মেহুল চোকসির বিরুদ্ধে নতুন করে এফআইআর দায়ের করল সিবিআই। শুক্রবারে নক্ষত্র ব্র্যান্ড লিমিটেড এবং গীতাঞ্জলি জেমস লিমিটেডের কর্ণধার মেহুল চোকসির নামে দুটি এফআইআর দায়ের করেছে সিবিআই। পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের কর্ণধারের অভিযোগের ভিত্তিতেই নতুন করে ৬ হাজার কোটি টাকার প্রতারণার অভিযোগ দায়ের হল চোকসির বিরুদ্ধে।
সিবিআই সূত্রে জানা গিয়েছে, পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের মুম্বই শাখার জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার বিজয় কুমার ওয়াধওয়া নতুন করে মেহুল চোকসির বিরুদ্ধে দুটি অভিযোগ দায়ের করেছেন। প্রথম অভিযোগপত্রে জানানো হয়েছে, ২০১০-এর ২১ জানুয়ারি থেকে ২০১০-এর ১ এপ্রিলের মধ্যে মেহুল চোকসি সহ গীতাঞ্জলি জেমস লিমিটেড এবং নক্ষত্র ব্র্যান্ড লিমিটেড পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের ৮০৭ কোটি ৭২ লক্ষ টাকার প্রতারণার ব্যাপারে চক্রান্ত করেছেন।
দ্বিতীয় অভিযোগপত্রে গীতাঞ্জলি জেমস লিমিটেড, মেহুল চোকসি, ধানেশ ব্রাজিয়াল শেঠ সহ আরও কয়েকজনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন বিজয় কুমার ওয়াধওয়া। এই অভিযোগপত্রে জানানো হয়েছে, ২০১০-এর ১ এপ্রিল থেকে ২০১৮-এর ৩১ জানুয়ারি পর্যন্ত আইসিআইসি ব্যাঙ্ক মারফত ,৫৫৬৪ কোটি ৫৪ লক্ষ টাকা প্রতারণা করা হয়েছে। এই দুটো অভিযোগপত্রেই মেহুল চোকসি সহ নক্ষত্র ব্র্যান্ড লিমিটেড এবং গীতাঞ্জলি জেমস লিমিটেড-এর মত বিখ্যাত দুই জুয়েলারি সংস্থার নাম উল্লেখ করা হয়েছে।
প্রসঙ্গত, ২০১৮ সালের জানুয়ারি থেকে দেশ ছাড়া পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের ১৩ হাজার কোটি টাকা প্রতারণার ঘটনাটি প্রকাশ্যে আসার পর থেকে মেহুল চোকসি এবং তাঁর ভাইপো নীরব মোদী দেশছাড়া। তাঁদের দেশে ফেরাতে কেন্দ্রীয় সরকার তৎপর হলেও এখনও পর্যন্ত সেটা সম্ভব হয়নি।