RD interest rates: বাড়ল সুদের হার, আরডি অ্যাকাউন্ট খোলার এটাই সেরা সময়! কিন্তু কোন ব্যাঙ্কে করবেন?

RD interest rates: রিজার্ভ ব্যাঙ্ক রেপো রেট বাড়ানোর পর বেশ কয়েকটি ব্যাঙ্কে রেকারিং ডিপোজিটের সুদের হারও বাড়ানো হয়েছে। ফলে আরডি অ্যাকাউন্ট খোলার এটাই সেরা সময়। কিন্তু, কোন ব্যাঙ্কে খুলবেন?

RD interest rates: বাড়ল সুদের হার, আরডি অ্যাকাউন্ট খোলার এটাই সেরা সময়! কিন্তু কোন ব্যাঙ্কে করবেন?
প্রতীকী ছবি
Follow Us:
| Edited By: | Updated on: Jun 21, 2022 | 9:15 AM

নয়া দিল্লি: রেকারিং ডিপোজিট বা আরডি (RD) অ্যাকাউন্ট গ্রাহকদের নিয়মিত তাদের নিজের ইচ্ছামত তহবিল সঞ্চয়ের সুযোগ দেয়। ফিক্সড ডিপোজিট অ্যাকাউন্ট খুলতে গেলে এক লপতে অনেকটা অর্থের প্রয়োজন হয়। কিন্তু আরডি অ্যাকাউন্ট একদিকে মিউচুয়াল ফান্ড এসআইপি-র মতো মাসিক ভিত্তিতে বিনিয়োগ করতে দেয়, আবার এতে ফিক্সড ডিপোজিট বা স্থায়ী আমানতের সমান সুদের হারও পাওয়া যায়। আরডি-র ক্ষেত্রে অন্যান্য আমানতের মতো ৫ লক্ষ টাকা পর্যন্ত বিমার সুরক্ষাও পাওয়া যায়। আর, রিজার্ভ ব্যাঙ্ক রেপো রেট ৪.৯ শতাংশে উন্নীত করার পর, বর্তমানে বেশ কয়েকটি ব্যাঙ্কে রেকারিং ডিপোজিটের সুদের হারও বাড়ানো হয়েছে। ফলে আরডি অ্যাকাউন্ট খোলার এটাই সেরা সময়। কিন্তু, কোন ব্যাঙ্কে খুলবেন? আসুন তুলনা করে দেখা যাক, কারা সুদের হার সবথেকে বেশি দিচ্ছে –

এইচডিএফসি ব্যাঙ্ক

গত ১৭ জুন এইচডিএফসি ব্যাঙ্ক (HDFC Bank) একটি নির্দিষ্ট সময়ের জন্য আরডি-র সুদের হার সংশোধন করেছে। ব্যাঙ্ক এখন নিয়মিত গ্রাহকদের জন্য সর্বোচ্চ ৫.৭৫ শতাংশ এবং প্রবীণ নাগরিকদের জন্য ৬.৫০ শতাংশ হারে সুদ দিচ্ছে আরডি অ্যাকাউন্টে। সুদের হারের বিশদ জানতে ক্লিক করুন

আইসিআইসিআই ব্যাঙ্ক

আইসিআইসিআই ব্যাঙ্কে (ICICI Bank) ৬ মাস থেকে ১০ বছরের মেয়াদের জন্য আরডি অ্যাকাউন্ট খোলা যায়। গত ১৬ জুন রেকারিং ডিপোজিটের সুদের হার সংশোধন করে নিয়মিত নাগরিকদের জন্য সর্বোচ্চ ৫.৭৫ শতাংশ এবং প্রবীণ নাগরিকদের জন্য ৬.৫০ শতাংশ সুদের হার দিচ্ছে। সুদের হারের বিশদ জানতে ক্লিক করুন

ইন্ডাসইন্ড ব্যাঙ্ক

৯ থেকে ৬১ মাস বা তার বেশি মেয়াদের জন্য আরডি খোলা যায় ইন্ডাসইন্ড ব্যাঙ্কে (IndusInd Bank)। ১ জুন, রেকারিং ডিপোজিটের সুদের হার সংশোধন করেছে ব্যাঙ্কটি। এখন নিয়মিত গ্রাহকরা সর্বোচ্চ ৬.৫০ শতাংশ হারে এবং প্রবীণ নাগরিকরা সর্বাধিক ৭ শতাংশ হারে রিটার্ন পাচ্ছেন। সুদের হারের বিশদ জানতে ক্লিক করুন

আরবিএল ব্যাঙ্ক

সর্বনিম্ন ৭ দিন থেকে সর্বোচ্চ ২৪০ মাসের মেয়াদে আরডি অ্যাকাউন্ট খোলা যায় আরবিএল ব্যাঙ্কে (RBL Bank)। গত ৮ জুন, আরবিএল ব্যাঙ্ক রেকারিং ডিপোজিটের সুদের হার সংশোধন করেছে। ২৪ মাস থেকে ৩৬ মাসেরও কম মেয়াদে ম্যাচিওর করা আরডি-র ক্ষেত্রে, আরবিএল সর্বোচ্চ ৬.৫০ শতাংশ সুদ দিচ্ছে। আর প্রবীণ নাগরিকরা সর্বোচ্চ ৭ শতাংশ সুদ পাবেন। সুদের হারের বিশদ জানতে ক্লিক করুন

কোটাক মাহিন্দ্রা ব্যাঙ্ক

কোটাক মাহিন্দ্রা ব্যাঙ্কে (Kotak Mahindra Bank) ৬ মাস থেকে ১০ বছরের মেয়াদের জন্য রেকারিং অ্যাকাউনট খোলা যায়। ১০ জুন ব্যাঙ্কটি সুদের হার সংশোধন করার পর, এখন সাধারণ গ্রাহক এবং প্রবীণ নাগরিকরা যথাক্রমে সর্বোচ্চ ৫.৯০ শতাংশ এবং ৬.৪০ শতাংশ হারে সুদ পাবেন। সুদের হারের বিশদ জানতে ক্লিক করুন

ইয়েস ব্যাঙ্ক

গত ১৮ জুন রেকারিং ডিপোজিটের সুদের হার সংশোধন করেছে ইয়েস ব্যাঙ্ক (Yes Bank)। এখন সাধারণ গ্রাহকরা সর্বোচ্চ ৬.৫০ শতাংশ এবং প্রবীণ নাগরিকরা ৭.২৫ শতাংশ হারে সুদ পাবেন। সুদের হারের বিশদ জানতে ক্লিক করুন