PM Kisan Yojana: এই কাজ না করলে মিলবে না কিষাণ সম্মান নিধি যোজনার টাকা, শেষ তারিখ ৩১ অগস্ট
PM Kisan Samman Nidhi: এই প্রকল্পের উপভোক্তাদের নির্দিষ্ট সময়ের আগে এই প্রক্রিয়া শেষ করার আবেদন জানানো হয়েছে, সরকারি ওয়েবসাইটে এমনটাই প্রকাশিত হয়েছে।
কেন্দ্রীয় সরকার প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার আওতায় ই-কেওয়াইসি প্রক্রিয়া পূরণ করার সময়সীমা বৃদ্ধি করেছে। ৩১ অগস্ট ২০২২ এর মধ্যে ই-কেওয়াইসি প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে। এই প্রকল্পের উপভোক্তাদের নির্দিষ্ট সময়ের আগে এই প্রক্রিয়া শেষ করার আবেদন জানানো হয়েছে, সরকারি ওয়েবসাইটে এমনটাই প্রকাশিত হয়েছে। ওয়েবসাইট অনুযায়ী এই প্রকল্পে নথিভুক্ত সকল কৃষকদের ই-কেওয়াইসি প্রক্রিয়া সম্পূর্ণ করা বাধ্যতামূলক। পিএম কিষাণ পোর্টালে ওটিপি ভিত্তিক ই-কেওয়াইসি প্রক্রিয়ার পদ্ধতি রয়েছে অথবা নিকটবর্তী সিএসসি সেন্টারে যেতে হবে। সেখানে বায়োমেট্রিক পদ্ধতিতে এই প্রক্রিয়া সম্পন্ন হবে।
কীভাবে সম্পন্ন করবেন এই প্রক্রিয়া?
- প্রথমেই পিএমকিষাণের অফিসিয়াল ওয়েবসাইট pmkisan.nic.in এ যেতে হবে।
- এবার ‘eKYC’-র নিচে ‘Farmers Corner’ সেকশনে ক্লিক করতে হবে।
- ‘OTP Based eKYC’ সেকশনের নিচে নিজের আধার নম্বর দিন এবং সার্চ অপশনে ক্লিক করুন।
- এবার আধারের সঙ্গে নথিভুক্ত মোবাইল নম্বর দিয়ে ‘Get OTP’-তে ক্লিক করুন।
- এবার আপনার নথিভুক্ত মোবাইল নম্বরে ওটিপি আসবে। এবার সেই ওটিপি দাখিল করুন।
- আপনার ই-কেওয়াইসি প্রক্রিয়া সম্পন্ন হবে।
- কোনও ধরে সাহায্য অথবা সহায়তার জন্য 011-24300606,155261 নম্বরে ফোন করতে পারেন।