Coromandel Express Accident: বালেশ্বর ট্রেন দুর্ঘটনার ক্ষতিগ্রস্তরা সহজে পাবেন বিমার টাকা, বিশেষ উদ্যোগ নিল LIC
দুর্ঘটনায় মৃতদের শংসাপত্রের বিষয়েও জানানো হয়েছে এলআইসি-র তরফে। রেল কর্তৃপক্ষ, কোনও রাজ্য। সরকার এবং কেন্দ্রের কোনও দফতরের তরফে জারি করার ডেথ সার্টিফিকেট দিয়েই বিমার টাকা দাবি করা যাবে। এ ক্ষেত্রে মৃতদের আত্মীয়দের রেজিস্টার্ড ডেথ সার্টিফিকেটের দরকার হবে না।
নয়াদিল্লি: ওড়িশার বালেশ্বরে ট্রেন দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তরা যাতে সহজে বিমার পলিসি দাবি করতে পারেন, সে জন্য বিশেষ পদক্ষেপ নিল এলআইসি (Life Insurance Corporation of India)। বিমার পলিসি দাবি করার পদ্ধতি আরও সহজ করা হল ট্রেন দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের জন্য। এ নিয়ে শনিবারই একটি বিজ্ঞপ্তি জারি করেন এলআইসি-র চেয়ারম্যান সিদ্ধার্থ মোহান্তি। সেই বিজ্ঞপ্তিতেই দুর্ঘটনাগ্রস্তদের জন্য নিয়মের জটিলতা শিথিল করার কথা জানানো হয়েছে। এলআইসি-র তরফে জানানো হয়েছে, এলআইসির বিমা দাবির জন্য জটিলতার মুখে পড়তে হবে না বালেশ্বর ট্রেন দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের। এ জন্য এলআইসি জীবনবিমা পলিসি, প্রধানমন্ত্রী জীবন জ্যোতি বিমা এবং প্রধানমন্ত্রী সুরক্ষা বিমা যোজনার নিয়ম সহজ করা হয়েছে।
দুর্ঘটনায় মৃতদের শংসাপত্রের বিষয়েও জানানো হয়েছে এলআইসি-র তরফে। রেল কর্তৃপক্ষ, কোনও রাজ্য। সরকার এবং কেন্দ্রের কোনও দফতরের তরফে জারি করার ডেথ সার্টিফিকেট দিয়েই বিমার টাকা দাবি করা যাবে। এ ক্ষেত্রে মৃতদের আত্মীয়দের রেজিস্টার্ড ডেথ সার্টিফিকেটের দরকার হবে না। এর পাশাপাশি বিমার টাকা দাবির ব্যাপারে তথ্যগত সহায়তার জন্য একটি হেল্পডেস্কও খোলা হয়েছে এলআইসি-র তরফে। সেই হেল্পডেস্ক থেকে করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের বিমা দাবির ব্যাপারে বিস্তারিত সহায়তা করা হবে।
ওড়িশার বালেশ্বরে ভয়াবহ দুর্ঘটনায় ২৭৫ জনের মৃত্যু হয়েছে বলে জানানো হয়েছে রেলের তরফে। সেই দুর্ঘটনায় আহতের সংখ্যা ১১০০-র বেশি। এই দুর্ঘটনা নিয়ে শোকপ্রকাশ করেছেন এলআইসি-র চেয়ারম্যান। শুক্রবার সন্ধ্যায় দুর্ঘটনার কবলে পড়ে দ্রুত গতিতে ছুটে চলা চেন্নাইগামী করমণ্ডল এক্সপ্রেস। লুপলাইনে ঢুকে লাইনচ্যুত হয় ওই ট্রেন। পাশে দাঁড়িয়ে থাকা মালগাড়িতে ধাক্কা মারে। সে সময় বেঙ্গালুরু থেকে হাওড়াগামী এক্সপ্রেস ট্রেন ধাক্কা মারে করমণ্ডলের পডড়ে থাকা বগিতে। যার জেরে লাইনচ্যুত হয় ওই ট্রেনের কয়েকটি বগি।