Treasures: ডুবন্ত জাহাজের ধ্বংসাবশেষ থেকে মিলল ‘গুপ্তধন’
Ancient Coins: কেবল মুদ্রা নয়, প্রাচীন শহর সিজারিয়ার কাছ থেকে উদ্ধার হওয়া সামগ্রীর মধ্যে বিভিন্ন মূর্তি, ঘণ্টা এবং কিছু ধাতব সামগ্রী ছিল। ধাতব সামগ্রীগুলি জাহাজের বলে মনে করা হচ্ছে।
জেরুজালেম: ভূমধ্যসাগর উপকূলে উদ্ধার হয়েছে দুটি জাহাজের ধ্বংসাবশেষ। আর সেই ধ্বংসাবশেষের ভিতরেই মিলেছে শত শত রোমান এবং মধ্যযুগীয় রৌপ্যমুদ্রা (Roman coins)। সম্প্রতি প্রাচীন শহর সিজারিয়ার কাছ থেকে উদ্ধার হওয়া মুদ্রাগুলি সম্পর্কে এমনটাই জানিয়েছে ইজরায়েলের প্রাচীন মূল্যবাণ সামগ্রী সংরক্ষক দফতর কর্তৃপক্ষ (AAI)। ইতিমধ্যে উদ্ধার হওয়া মুদ্রাগুলির বয়স খতিয়ে দেখেছেন সে দেশের প্রত্নতাত্ত্বিকেরা। তাঁদের দাবি, প্রাচীন শহর সিজারিয়ার কাছ থেকে উদ্ধার হওয়া মুদ্রাগুলি প্রায় ১৭০ ও ৬০০ বছর আগের। এর মধ্যে রয়েছে শত শত রোমান রৌপ্য ও ব্রোঞ্জের মুদ্রা, যা তৃতীয় শতাব্দীর মাঝামাঝি সময়কার। এছাড়া পলির মধ্যে পাওয়া ৫০০টিরও বেশি রৌপ্যমুদ্রা মধ্যযুগের সময়কার।
জানা গিয়েছে, মাস দুয়েক আগে IAA (ইজরায়েল অ্যান্টিকুইটিস অথরিটি)-র মেরিন আর্কিওলজি ইউনিটের তরফে ভুমধ্যসাগরে উপকূল সংলগ্ন জলের নীচে জরিপ করা হয়। সেই সময়ই এই জাহাজের ধ্বংসাবশেষ সহ প্রাচীন মুদ্রা উদ্ধার হয়েছে বলে জানিয়েছেন ইউনিটের প্রধান জ্যাকব শারভিট।
কেবল মুদ্রা নয়, প্রাচীন শহর সিজারিয়ার কাছ থেকে উদ্ধার হওয়া সামগ্রীর মধ্যে বিভিন্ন মূর্তি, ঘণ্টা এবং কিছু ধাতব সামগ্রী ছিল। ধাতব সামগ্রীগুলি জাহাজের বলে মনে করা হচ্ছে। কেননা জাহাজে যেমন পেরেক, লোহার নোঙ্গর থাকে সেগুলিও উঠে এসেছে। উদ্ধার হওয়া সামগ্রী ও জাহাজের ধ্বংসাবশেষের শিল্পকর্ম থেকে শারভইটের অনুমান, এটি আদতে রোমান জাহাজ এবং ইতালি থেকে এসেছিল। সমুদ্রের গভীরে বালির মধ্যে এই কাঠের জাহাজটির কোনও অংশ রয়েছে কিনা তা এখনও স্পষ্ট নয় বলে জানিয়টেছেন তিনি।
প্রসঙ্গত, এর আগে একটি অসাধারণ প্রাচীন শিল্পকর্ম সমন্বিত একটি রোমান সোনার আংটি উদ্ধার হয়েছিল। গতবছর ক্রিসমাসের কয়েকদিন আগে IAA-র তরফে এটির কথা ঘোষণা করা হয়। অসাধারণ দেখতে আংটিতে সবুজ রঙের একটি মূল্যবাণ পাথর খচিত এবং একটি ভেড়া বহনকারী রাখালের ছবি খোদাই করা। যেটিকে “অসাধারণ” তকমা দিয়েছেন IAA-র মুদ্রা বিভাগের প্রধান রবার্ট কুল। তাঁর মতে, এটি খ্রিস্টধর্মের প্রাচীনতম প্রতীকগুলির মধ্যে একটি।
Israeli archaeologists find treasures in ancient shipwrecks