DA Hike: DA নিয়ে বড় খবর, পুজোর আগেই মালামাল হবেন সরকারি কর্মীরা
Central Government: পুজোর মাঝেই বা দশেরার আগেই বর্ধিত ডিএ ঘোষণা করা হতে পারে। দিওয়ালির আগেই যাতে কেন্দ্রীয় সরকারি কর্মীদের পকেট ভর্তি হয়, তার জন্যই আগেভাগে এই ঘোষণা করা হতে পারে। সরকারি রিপোর্ট অনুযায়ী, সরকার ৪ শতাংশ বর্ধিত ডিএ ঘোষণা করতে পারে।
নয়া দিল্লি: পুজোর আগেই দারুণ খবর। উৎসবের মরশুমে খরচের চিন্তাভাবনা দূর হবে মাথা থেকে। কারণ এক ধাক্কায় বেশ অনেকটা বেতন বাড়তে চলেছে সরকারি কর্মীদের (Government Employees)। সূত্রের খবর, কেন্দ্রীয় সরকার শীঘ্রই কর্মীদের জন্য় বর্ধিত মহার্ঘ ভাতা বা ডিএ (DA) ঘোষণা করতে চলেছে। সপ্তম পে কমিশনের (7th Pay Commission) অধীনেই এই বর্ধিত ডিএ ধার্য করা হবে। একইসঙ্গে অবসরপ্রাপ্ত কর্মীদের জন্য ঘোষণা করা হবে ডিয়ারনেস রিলিফ বা ডিআর-ও (DA & DR Hike)।
সূত্রের খবর, পুজোর মাঝেই বা দশেরার আগেই বর্ধিত ডিএ ঘোষণা করা হতে পারে। দিওয়ালির আগেই যাতে কেন্দ্রীয় সরকারি কর্মীদের পকেট ভর্তি হয়, তার জন্যই আগেভাগে এই ঘোষণা করা হতে পারে। সরকারি রিপোর্ট অনুযায়ী, সরকার ৪ শতাংশ বর্ধিত ডিএ ঘোষণা করতে পারে। তবে সরকার এখনও এই বিষয়ে চূড়ান্ত কোনও ঘোষণা করেনি।
যদি সরকার ৪ শতাংশ হারে ডিএ বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয়, তবে সরকারি কর্মীদের ডিএ-র হার ৪২ শতাংশ থেকে বেড়ে ৪৬ শতাংশে পৌঁছবে। তবে মূল্য়বৃদ্ধির কথা মাথায় রেখে সরকার ৩ শতাংশ বৃদ্ধি করতে পারে।
সরকার বর্ধিত ডিএ ঘোষণা করলে তা ১ জুলাই, ২০২৩ থেকে কার্যকর হবে। নভেম্বর মাস থেকে কেন্দ্রীয় সরকারি কর্মীদের বেতন বাড়বে। এর পাশাপাশি জুলাই থেকে অক্টোবর মাসের বর্ধিত ডিএ-র এরিয়ারও আসবে। ডিএ ও ডিআর ঘোষণা হলে লাভবান হবেন ৪৭ লক্ষ কর্মী ও ৬৮ লক্ষ পেনশনপ্রাপ্তরা।
যদি কারোর বেতন ১৮ হাজার টাকা হয়, তবে ৪২ শতাংশ ডিএ-র হারে অতিরিক্ত ৭৬৫০ টাকা ভাতা পান। যদি ৪ শতাংশ ডিএ বৃদ্ধি পায়, তবে ৪৬ শতাংশ হারে অতিরিক্ত ৮২৮০ টাকা পাবেন কর্মীরা।