Special train: দীপাবলি, ছটপুজোর জন্য চালু হচ্ছে স্পেশাল ট্রেন, শীঘ্রই টিকিট বুক করুন
Indian Rail: দীপাবলি এবং ছটপুজায় বিহার এবং উত্তরপ্রদেশের ট্রেনে অতিরিক্ত ভিড়ের কথা মাথায় রেখে চণ্ডীগঢ়, ফিরোজপুর এবং বাতিন্ডা থেকে বিশেষ উৎসব ট্রেন চালু করবে ভারতীয় রেল। ফলে যে সমস্ত যাত্রীরা এখনও সাধারণ ট্রেনের টিকিট পাননি তাঁরা এই বিশেষ ট্রেনগুলিতে টিকিট বুক করতে পারবেন।
নয়া দিল্লি: কর্মসূত্রে বিহার এবং উত্তরপ্রদেশের বহু সংখ্যক লোক ভিন রাজ্যে, এমনকি বিদেশেও থাকে। তবে যে যেখানেই থাকুক না কেন, দীপাবলি ও ছট পুজোর সময় বাড়ি ফিরতে কারও ভুল হয় না। ফলে দু-মাস আগে থেকেই বিহার এবং উত্তরপ্রদেশগামী সমস্ত ট্রেনের টিকিট বুক হয়ে যায়। তবে চাহিদা অতিরিক্ত থাকায় অনেকেরই ট্রেনের টিকিট কনফার্ম হয় না। ফলে বাড়ি ফিরতে তাদের সমস্য়ায় পড়তে হয়। এবার সেই দুশ্চিন্তার অবসান ঘটতে চলেছে। দীপাবলি এবং ছট পুজোর সময় বিহার (Bihar) ও উত্তরপ্রদেশের (Uttar pradesh) জন্য বিশেষ ট্রেন (Special train) চালানোর সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় রেল।
রেল সূত্রে খবর, দীপাবলি এবং ছটপুজায় বিহার এবং উত্তরপ্রদেশের ট্রেনে অতিরিক্ত ভিড়ের কথা মাথায় রেখে চণ্ডীগঢ়, ফিরোজপুর এবং বাতিন্ডা থেকে বিশেষ উৎসব ট্রেন চালু করবে ভারতীয় রেল। ফলে যে সমস্ত যাত্রীরা এখনও সাধারণ ট্রেনের টিকিট পাননি তাঁরা এই বিশেষ ট্রেনগুলিতে টিকিট বুক করতে পারবেন।
স্লিপার ও জেনারেলের ৬টি বগি থাকবে
সিনিয়র ডিসিএম রেখা শর্মার মতে, ট্রেন নম্বর 04518 চণ্ডীগড়-গোরখপুর স্পেশাল ট্রেনটি আগামী ২ নভেম্বর থেকে শুরু হবে এবং ৩০ নভেম্বর পর্যন্ত চলবে। এই ট্রেনটি চণ্ডীগঢ় থেকে ছাড়বে প্রতি বৃহস্পতিবার রাত ১১টা ১৫ মিনিটে। বিশেষ বিষয় হল, চণ্ডীগড়-গোরখপুর স্পেশাল লখনউ হয়ে পরের দিন শুক্রবার সন্ধ্যা ৬টা ২০ মিনিটে গোরখপুর পৌঁছবে। এই ট্রেনে দুটি সেকেন্ড এসি কোচ, একটি এসি ফার্স্ট কোচ ছাড়াও এসি থার্ড, স্লিপার ও জেনারেলের ৬টি বগি থাকবে।
৩ নভেম্বর থেকে কার্যক্রম শুরু হবে
০৪৫১৭ গোরখপুর-চণ্ডীগড় ফেস্টিভাল স্পেশাল ট্রেনটি ৩ নভেম্বর থেকে শুরু হবে, যা ১ ডিসেম্বর পর্যন্ত চলবে। এই ট্রেনটি গোরখপুর থেকে প্রতি শুক্রবার রাত ১০টা ৫ মিনিটে ছাড়বে এবং লখনউ পৌঁছবে রাত ৩টে। এরপর শনিবার দুপুর ২টা ১০ মিনিটে চণ্ডীগড় পৌঁছাবে। আবার 04530 বাতিন্ডা-বারাণসী স্পেশাল ট্রেনটি ৫ নভেম্বর থেকে ২৯ নভেম্বর পর্যন্ত চলবে। এই ট্রেনটি প্রতি রবি ও বুধবার রাত ৮টা ৫৫ মিনিটে ছাড়বে বাতিন্ডা থেকে এবং পরদিন সকাল সাড়ে ১১টায় লখনউ হয়ে বিকেল সাড়ে ৫টায় বারাণসী পৌঁছবে।
১২টি স্লিপার ও ৯টি সাধারণ বগি থাকবে
04529 বারাণসী-বাতিন্ডা স্পেশাল ট্রেনটি আগামী ৬ নভেম্বর থেকে ৩০ নভেম্বর পর্যন্ত প্রতি সোম ও বৃহস্পতিবার বারাণসী থেকে রাত ৮টা ৪০ মিনিটে ছাড়বে। এই ট্রেনটি লখনউ হয়ে দুপুর ১টা ৪০ মিনিটে পরদিন সন্ধ্যা ৭টা ১০ মিনিটে বাতিন্ডায় পৌঁছবে। এই ট্রেনেও একটি এসি থার্ড, ১২টি স্লিপার এবং ৯টি সাধারণ বগি থাকবে।
লখনউ হয়ে পাটনা পৌঁছবে বিকেল ৫টায়
০৪৬৭৮ ফিরোজপুরের জন্য বিশেষ ট্রেন চালু হচ্ছে। এই ট্রেনটি ২৫ অক্টোবর থেকে ২৯ নভেম্বর পর্যন্ত প্রতি বুধবার দুপুর ১টা ২৫ মিনিটে ফিরোজপুর থেকে ছাড়বে এবং লখনউ হয়ে পরদিন সকাল সাড়ে ৬ টায় পাটনা পৌঁছবে।