UIDAI update: Aadhar Card-র ছবি অপছন্দ? এক ক্লিকেই পাল্টে ফেলুন এই উপায়ে
Aadhaar Card: তবে আধার কার্ড নিয়ে অনেকেরই বিস্তর অভাব-অভিযোগ থাকে। কারও ক্ষেত্রে আধার কার্ড ভুল না আসে অথবা কারও ক্ষেত্রে জন্মতারিখেও থাকে ভুল।
বর্তমান সময়ে শুধুমাত্র পরিচয় পত্র হিসেবেই নয় আধার কার্ডের ব্যবহার সর্বত্র। আধার কার্ড প্রত্যেক নাগরিকের জন্য জরুরি দস্তাবেজ হয়ে উঠেছে। সমস্ত সরকারি স্কিম, ভর্তুকি ইত্যাদির সুবিধা পাওয়ার জন্য আধার কার্ড জরুরি। এমনকী ব্যাঙ্কের বিভিন্ন পরিষেবা পাওয়ার ক্ষেত্রে আধার কার্ড বাধ্যতামূলক। তবে আধার কার্ড নিয়ে অনেকেরই বিস্তর অভাব-অভিযোগ থাকে। কারও ক্ষেত্রে আধার কার্ড ভুল না আসে অথবা কারও ক্ষেত্রে জন্মতারিখেও থাকে ভুল। তবে এমন অনেকেই থাকেন যারা নিজেদের আধার কার্ডের ছবি নিয়ে কোনওভাবেই সন্তুষ্ট নয়। তারা সহজেই আধার কার্ডের ছবি বদলে ফেলতে পারেন। কীভাবে সহজেই আধার কার্ডের ছবি বদলে ফেলবেন, এক নজরে দেখে নেওয়া যাক…
আধার কার্ডরে ছবি কীভাবে বদলাবেন?
- আধার কার্ডের ছবি বদলাতে প্রথমেই আধারের ওয়েবসাইট uidai.gov.in-এ চলে যেতে হবে।
- এবার সেখান থেকে আধার এনরোলমেন্ট ফর্ম ডাউনলোড করে নিতে হবে।
- ফর্মে যাবতীয় তথ্য পূরণ করে নিতে হবে।
- পূরণ করা ফর্ম নিয়ে আধার এনরোলমেন্ট সেন্টারে চলে যেতে হবে।
- সেখানে আপনার নতুন ছবি তুলে নেওয়া হবে।
- আধারের ছবি বদলের জন্য আপনাকে ১০০ টাকা দিতে হবে। ১০০ টাকা ওপর জিএসটি চার্জ করা হবে।
- এরপর আপনাকে একটি স্বীকৃতি স্লিপ এবং আপডেট রিকোয়েস্ট নম্বর বা ইউআরএন নম্বর দেওয়া হবে। ভবিষ্যতে এই নম্বরটি কাজে লাগবে।
- মনে রাখা প্রয়োজন আধার কার্ডের আপডেট প্রক্রিয়া শেষ হতে ৯০ দিন লাগতে পারে।