Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

আয়কর ওয়েবসাইটে গোলমাল, ইনফোসিসের সঙ্গে বৈঠকে অর্থমন্ত্রক

ইনফোসিসের সঙ্গে ওই বৈঠকে অর্থমন্ত্রকের আধিকারিকদের থাকার কথা ছিল। সেখানে আমন্ত্রিত ছিলেন অডিটর ও কনসাল্টেন্টসরাও।

আয়কর ওয়েবসাইটে গোলমাল, ইনফোসিসের সঙ্গে বৈঠকে অর্থমন্ত্রক
ফাইল চিত্র
Follow Us:
| Updated on: Jun 15, 2021 | 11:34 PM

নয়া দিল্লি: কয়েকদিন আগেই লঞ্চ হয়েছিল আয়কর (Income Tax) দাখিলের নয়া ওয়েবসাইট। কিন্তু সেখানে গোলমাল দেখা দেয়। বেশ কিছু গ্লিচ থাকায় আয়কর দাখিলে সমস্যা হচ্ছিল। তাই সেই সমস্যা মেটাতে মঙ্গলবার ইনফোসিসের সঙ্গে বৈঠকে বসেছিল অর্থমন্ত্রক। জানা গিয়েছে, ইনফোসিসের সঙ্গে ওই বৈঠকে অর্থমন্ত্রকের আধিকারিকদের থাকার কথা ছিল। সেখানে আমন্ত্রিত ছিলেন অডিটর ও কনসাল্টেন্টসরাও।

৮ জুন লাইভ হয়েছিল আয়কর দফতরের ওই ওয়েবসাইটটি। কী কী বিশেষত্ব রয়েছে এই ওয়েবসাইটের?

১. এই ওয়েবসাইটে আয়কর দাখিল করা অত্যন্ত সহজ হবে। পাশাপাশি আয়করদাতারা রিফান্ডও পাবেন।

২. আয়কর দাখিলের সব হিসেব ও বকেয়া দেখা যাবে এই ওয়েবসাইটে। তাও শুধুমাত্র সিঙ্গল ড্যাসবোর্ডে।

৩. আয়করের হিসেব তৈরির জন্য বিনামূল্যের সফটওয়্যার থাকবে এই ওয়েবসাইটে।

৪. আয়কর সংক্রান্ত সব ফ্রিকোয়েন্টলি আস্কড কোয়েশ্চন অর্থাৎ এফএকিউ থাকবে এই নতুন ওয়েবসাইটে।

ওয়েবসাইট ছাড়াও আয়কর দাখিলের জন্য আসবে একটি মোবাইল অ্যাপও, এ কথা জানিয়েছে কেন্দ্র। কেন্দ্র এই বিষয়ে আশাবাদী, প্রথমে একটু সমস্যা হলেও পরবর্তীকালে এই ওয়েবসাইটই আয়কর দাখিলের জন্য উপযোগী হবে।

আরও পড়ুন: বড় ধাক্কা আদানি গোষ্ঠীর, তিনটি তহবিল বাজেয়াপ্ত হতেই শেয়ারে নামল ধস