IRCTC Income Source: নিত্যদিন লাখো যাত্রীকে দিতে হয় উন্নত পরিষেবা, IRCTC-র আয়ের প্রধান উৎস কী জানেন?

Indian Railways: দূরপাল্লার ট্রেনের যাতায়াতে পানীয় জল অত্যাবশ্যকীয়। যাত্রী সুবিধার কথা মাথায় রেখেই 'রেল নীর' নামে পানীয় জল বিক্রি করে আইআরসিটিসি। এই পানীয় জল বিক্রির মাধ্যমে বছরে ৩১,৪৫৬.৭৩ লাখ টাকা আয় করে আইআরসিটিসি, যা তাদের মোট আয়ের ৮.৮৪ শতাংশ।

IRCTC Income Source: নিত্যদিন লাখো যাত্রীকে দিতে হয় উন্নত পরিষেবা, IRCTC-র আয়ের প্রধান উৎস কী জানেন?
ফাইল চিত্র
Follow Us:
| Edited By: | Updated on: Jun 23, 2023 | 10:07 AM

নয়া দিল্লি: দেশের একটা বড় অংশের মানুষই যাতায়াতের জন্য় ভরসা করেন ভারতীয় রেলওয়ের (Indian Railways) উপরে। দৈনিক প্রায় কয়েক কোটি মানুষ যাতায়াত করেন রেলে। যেহেতু এত সংখ্যক যাত্রী, তাই স্বাভাবিকভাবেই দেশের অর্থনীতিতে আয়ের একটা বড় অংশই আসে রেল মন্ত্রক (Rail Ministry) থেকে। রেল পরিষেবা পরিচালনের নিয়ামক সংস্থা ইন্ডিয়ান রেলওয়ে ক্যাটারিং অ্যান্ড ট্যুরিজম কর্পোরেশন বা আইআরসিটিসি (IRCTC)। দূরপাল্লার ট্রেনে খাবার পরিবেশন থেকে শুরু করে টিকিটিং সিস্টেম, যাবতীয় পরিষেবাই পরিচালন করে আইআরসিটিসি। প্রতি বছর যাত্রীদের কাছ থেকে কয়েক হাজার কোটি টাকা উপার্জন করে আইআরসিটিসি। তবে রেলের আয়ের মূল উৎস কী জানেন?

সম্প্রতিই রেলের উপার্জনের উৎসের সুলুক-সন্ধান দেওয়া হয়। আইআরসিটিসির আর্থিক রিপোর্ট বা ফিন্যান্সিয়াল রিপোর্ট থেকে এই তথ্য সংগ্রহ করা হয়েছে। জানানো হয়েছে, টিকিট কাটা বা ট্যুরিজম পরিষেবা থেকে নয়, বরং আইআরসিটিসির সবথেকে বেশি উপার্জন হয় ক্যাটারিং পরিষেবা থেকে। আইআরসিটিসির অধীনে একাধিক পরিষেবা রয়েছে, এগুলি হল- টিকিটিং সিস্টেম, ক্যাটারিং, ট্যুরিজম, রেল নীর জল, রাজ্য তীর্থ।

আইআরসিটিসির তরফে জানানো হয়েছে, সবথেকে বেশি উপার্জন হচ্ছে ক্যাটারিং থেকে।  আইআরসিটিসির তথ্য অনুযায়ী, বছরে ১,৪৭,৬৪৮.৬৬ লাখ টাকা উপার্জন হয়। যা আইআরসিটিসির মোট আয়ের ৪১.৫১ শতাংশ।

এরপরেই রয়েছে ইন্টারনেট টিকিটিং পরিষেবা। তৎকাল ও সাধারণ টিকিট মিলিয়ে বছরে আইআরসিটিসি ১,১৯,৮০৩.৪২ লাখ টাকা উপার্জন করে। এটি আইআরসিটিসির মোট আয়ের ৩৩.৬৯ শতাংশ।

এরপরে রয়েছে আইআরসিটিসির ট্য়ুরিজম পরিষেবা। আইআরসিটিসির তরফে তীর্থ ক্ষেত্র থেকে শুরু করে দেশের বিভিন্ন দর্শনীয় স্থানে ভ্রমণের জন্য প্যাকেজ পরিষেবা আনা হয়েছে। আর্থিক রিপোর্ট অনুযায়ী,  প্রতি বছর আইআরসিটিসি ৪১,২২০.৫৯ লাখ টাকা আয় করে ট্যুরিজমের মাধ্য়মে। আইআরসিটিসির আয়ের ১১.৫৯ শতাংশ আসে ট্যুরিজম থেকে।

দূরপাল্লার ট্রেনের যাতায়াতে পানীয় জল অত্যাবশ্যকীয়। যাত্রী সুবিধার কথা মাথায় রেখেই ‘রেল নীর’ নামে পানীয় জল বিক্রি করে আইআরসিটিসি। এই পানীয় জল বিক্রির মাধ্যমে বছরে ৩১,৪৫৬.৭৩ লাখ টাকা আয় করে আইআরসিটিসি, যা তাদের মোট আয়ের ৮.৮৪ শতাংশ।

আইআরসিটিসির তরফে রাজ্য তীর্থেরও আয়োজন করা হয়। এই তীর্থ পরিষেবার মাধ্যমে  বছরে ১৫,৩৭৭.৮৩ লাখ উপার্জন করে আইআরসিটিসি। মোট আয়ের  ৪.৩২ শতাংশ আসে রাজ্য তীর্থের মাধ্যমে।