Rihanna: অম্বানীর ছেলের বিয়েতে রিহানা যে টাকা নিচ্ছেন, তাতে কিনে ফেলতে পারবেন আস্ত বিমান!
Anant Ambani-Radhika Marchent Wedding: আজ সন্ধেয় জামনগরে অম্বানীদের বাড়িতে এই অনুষ্ঠানের আসর বসবে। অনুষ্ঠানের নাম দেওয়া হয়েছে "অ্যান ইভিনিং ইন এভারল্যান্ড"। এখানেই পারফর্ম করবেন রিহানা। জানা গিয়েছে, মূলত রিহানার পোশাক, স্টেজ ইক্যুইপমেন্ট ও ব্যাকগ্রাউন্ড সিঙ্গারদের আনতেই প্রচুর টাকা খরচ হচ্ছে। গতকাল, ২৯ ফেব্রুয়ারিই জামনগরে এসে পৌঁছেছেন রিহানা।
জামনগর: খুশির হাওয়া অম্বানী পরিবারে। সাত পাকে বাঁধা পড়তে চলেছেন মুকেশ অম্বানীর ছোট ছেলে অনন্ত অম্বানী। বিখ্যাত ব্যবসায়ীর কন্যা রাধিকা মার্চেন্টের সঙ্গে তাঁর বিয়ে। ইতিমধ্যেই গুজরাটের জামনগরে শুরু হয়ে গিয়েছে প্রাক-বিবাহের অনুষ্ঠান। বিয়েতে তো চাঁদের হাট বসবেই, তার আগেও তারকায় ঝলমল করছে অতিথি তালিকা। আজ, ১ মার্চ অনন্ত অম্বানী-রাধিকা মার্চেন্টের বিয়েতে পারফর্ম করবেন গ্লোবাল পপ তারকা রিহানা।
সাধারণত ব্যক্তিগত কোনও অনুষ্ঠানে পারফর্ম করেন না রিহানা। কনসার্টই করেন মার্কিন তারকা, কিন্তু অম্বানীর প্রস্তাব ফেরাতে পারেননি রিহানা। তবে বিনামূল্যে পারফর্ম করছেন না রিহানা। মোটা অঙ্কের টাকা খরচ করছেন মুকেশ অম্বানী রিহানাকে দিয়ে পারফর্ম করানোর জন্য। সেই অঙ্কটা কত জানেন? ৮ থেকে ৯ মিলিয়ন ডলার। ভারতীয় মুদ্রায় যার অঙ্ক ৬৬ থেকে ৭৪ কোটি টাকা!
আজ সন্ধেয় জামনগরে অম্বানীদের বাড়িতে এই অনুষ্ঠানের আসর বসবে। অনুষ্ঠানের নাম দেওয়া হয়েছে “অ্যান ইভিনিং ইন এভারল্যান্ড”। এখানেই পারফর্ম করবেন রিহানা। জানা গিয়েছে, মূলত রিহানার পোশাক, স্টেজ ইক্যুইপমেন্ট ও ব্যাকগ্রাউন্ড সিঙ্গারদের আনতেই প্রচুর টাকা খরচ হচ্ছে। গতকাল, ২৯ ফেব্রুয়ারিই জামনগরে এসে পৌঁছেছেন রিহানা।
এর আগে ২০১৮ সালে ইশা অম্বানী ও আনন্দ পিরামলের বিয়েতে পারফর্ম করেছিলেন আরেক আন্তর্জাতিক তারকা বিয়ন্সে। সেই সময় বিয়ন্সে নিয়েছিলেন ৪ মিলিয়ন ডলার, ভারতীয় মুদ্রায় যার অঙ্ক ৩৩ কোটি টাকা।
রিহানা ছাড়াও আজ পারফর্ম করবেন অরিজিৎ সিং, দিলজিৎ দোসান্ত। ইতিমধ্যেই জামনগরে পৌঁছেছেন শাহরুখ খান, দীপিকা পাডুকোন, রণবীর সিং, রণবীর কাপুর, আলিয়া ভাট সহ বলিউডের একাধিক তারকা।