Gold Price Today : মঙ্গলে সস্তা হল সোনা, লাফিয়ে দাম কমল রুপোরও, কত দরে বিকোচ্ছে হলুদ ধাতু?

Gold Price Today : মঙ্গলে দাম কমল সোনা-রুপোর। এদিন ১০ গ্রাম ২২ ক্য়ারেট সোনার দাম কমেছে ১৫০ টাকা।

Gold Price Today : মঙ্গলে সস্তা হল সোনা, লাফিয়ে দাম কমল রুপোরও, কত দরে বিকোচ্ছে হলুদ ধাতু?
ছবি সৌজন্যে : Pixabay
Follow Us:
| Edited By: | Updated on: Aug 16, 2022 | 3:11 PM

কলকাতা : সোমবার সোনার দামে কোনও বদল হয়নি। তবে মঙ্গলবার বাজার খুলতেই সোনার ওঠা-নামা দেখা গেল। এদিন দাম কমল হলুদ ধাতুর। মঙ্গলে ১০ গ্রাম ২২ ক্য়ারেট সোনার দাম কমল ১৫০ টাকা। আর ১০ গ্রাম ২৪ ক্যারেট সোনার দাম কমেছে ১৭০ টাকা। সোনার সঙ্গে তাল মিলিয়ে দাম কমেছে রুপোরও। এদিন ১ কেজি রুপোর দাম কমেছে ১ হাজার ৩০০ টাকা।

মঙ্গলবার বেলা ৩ টে অনুযায়ী কলকাতায় সোনা-রুপোর দাম :

২২ ক্যারেট হলমার্ক সোনা (১ গ্রাম) : ৪,৮০০ টাকা

২২ ক্যারেট হলমার্ক সোনা (৮ গ্রাম) : ৩৮,৪০০ টাকা

২২ ক্যারেট হলমার্ক সোনা (১০ গ্রাম) : ৪৮,০০০ টাকা

২২ ক্যারেট হলমার্ক সোনা (১০০ গ্রাম) : ৪,৮০,০০০ টাকা

২৪ ক্যারেট পাকা সোনা (১ গ্রাম) : ৫,২৩৬ টাকা

২৪ ক্যারেট পাকা সোনা (৮ গ্রাম) : ৪১,৮৮৮ টাকা

২৪ ক্যারেট পাকা সোনা (১০ গ্রাম) : ৫২,৩৬০ টাকা

২৪ ক্যারেট পাকা সোনা (১০০ গ্রাম) : ৫,২৩,৬০০ টাকা

১ কেজি রুপোর বাটের দাম : ৫৮,০০০ টাকা

সোনা-রুপোর তুলনামূলক দাম :

সোমবার দাম বাড়েনি বা কমেনি সোনা-রুপোর। তবে মঙ্গলবার দাম কমল হলুদ ধাতুর। গতকাল অবধি গত দু’মাসে সর্বোচ্চ ছিল সোনার দাম। মঙ্গলবার দাম কমেছে রুপোরও। এদিন ১ হাজার ৩০০ গ্রাম সস্তা হল রুপো। মঙ্গলবার বিশ্ব বাজারে দাম কমেছে সোনার। এদিন আন্তর্জাতিক বাজারে এক ট্রয় আউন্স সোনার দাম হয়েছে ১,৭৫৫.৫৫ মার্কিন ডলার। বিশ্ব বাজারে দাম কমার কারণেই দেশীয় বাজারে দাম কমেছে সোনার।

সোনার শেয়ার বাজারের দাম :

মঙ্গলবার বেড়েছে টাইটান কোম্পানির শেয়ারের দাম। এদিন টাইটান কোম্পানির শেয়ারের দাম বেড়ে হয়েছে ২,৪৯৩.৭৫ টাকা। এদিন কল্যাণ জুয়েলারের শেয়ারের দাম রয়েছে ৭০.৫০ টাকা। আর পিসি জুয়েলারের শেয়ারের দামও বেড়ে হয়েছে ৬৩.৪৫ টাকা।