Gold Price: পুজোর মরসুমে ফ্যাঁকড়া গজাল যুদ্ধ! চড়চড়িয়ে বাড়ছে সোনার দাম
Israel-Hamas war: সোনা ও রুপোর দাম বাড়ার অন্যতম কারণ হল, মধ্যপ্রাচ্যের যুদ্ধ। ইজরায়েল ও হামাস বাহিনীর যুদ্ধের ফলে যেমন বিশ্বজুড়ে সোনা সরবরাহ চেইনে প্রভাব পড়েছে, তেমনই সোনার উপর বিনিয়োগের ঝুঁকি বেড়েছে। তার ফলে অন্যান্য দেশের মতো ভারতেও বাড়ছে সোনার দাম।
কলকাতা: আজ, শনিবার মহাসপ্তমী। বাঙালির বড় উৎসব দুর্গাপুজো। স্বাভাবিকভাবেই পুজোর আনন্দে মাতোয়ারা গোটা বাংলা। বলা যায়, পুরোদমে উৎসবের মরশুম শুরু হয়ে গেল। এই উৎসবের মরশুমে, বিশেষত দুর্গাপুজো, লক্ষ্মীপুজো বা ধনতেরাসে সোনা কেনা শুভ বলে মনে করা হয়। এই সময় সোনার গয়না প্রস্তুতকারকেরাও বিশেষ ছাড় দেন। স্বাভাবিকভাবেই এই সময়ে সোনা কেনার ঝোঁক বাড়ে। কিন্তু, এই উৎসবের মরশুমে বাড়ছে সোনার দাম (Gold price)। ষষ্ঠীর পর সপ্তমীতেও ঊর্ধ্বমুখী সোনা। এদিন ১০ গ্রাম সোনার দাম ছাড়াল ৬১ হাজার টাকা। আর ১ কেজি রুপোর দাম ছাড়াল ৭৫ হাজার টাকা। এভাবে সোনা-রুপোর দাম বাড়ার অন্যতম কারণ ইজরায়েল-হামাস যুদ্ধ (Israel-Hamas war)।
শনিবার, সপ্তমীতে সোনার বাজারদর
এদিন ২৪ ক্যারেটের ১০ গ্রাম সোনার দাম ৬১ হাজার ৭৫০ টাকা। গতকালের তুলনায় ২২০ টাকা বেশি। অন্যদিকে, ২২ ক্যারেটের ১০ গ্রাম সোনার দাম ৫৬ হাজার ৬০০ টাকা, যা গতকালের তুলনায় ২০০ টাকা বেশি।
শনিবার, সপ্তমীতে রুপোর বাজারদর
এদিন ১ কেজি রুপোর দাম ৭৫ হাজার ৩০০ টাকা। গত ২৪ ঘণ্টাতেই এক লাফে ১২০০ টাকা দাম বেড়েছে রুপোর।
চলতি মাসের গোড়া থেকেই সোনা-রুপোর দাম ঊর্ধ্বমুখী। মাঝে দুদিন সোনার দামে সামান্য পতন হলেও চতুর্থী থেকে ফের বাড়তে শুরু করেছে সোনার মূল্য। গত চারদিনে এক লাফে সোনার দাম প্রায় ২ হাজার টাকা বেড়েছে। অন্যদিকে, রুপোর দামও চড়চড়িয়ে বাড়ছে। গত তিনদিনে প্রায় ১৩০০ টাকা রুপোর দাম বেড়েছে।
সোনা ও রুপোর দাম বাড়ার অন্যতম কারণ হল, মধ্যপ্রাচ্যের যুদ্ধ। ইজরায়েল ও হামাস বাহিনীর যুদ্ধের ফলে যেমন বিশ্বজুড়ে সোনা সরবরাহ চেইনে প্রভাব পড়েছে, তেমনই সোনার উপর বিনিয়োগের ঝুঁকি বেড়েছে। তার ফলে অন্যান্য দেশের মতো ভারতেও বাড়ছে সোনার দাম।