Gold Price Today: সপ্তাহের প্রথম দিনে দর কত সোনার?
Gold Price Today: আজ অপরিবর্তিত রইল সোনার দর। রুপোর দামেও নেই কোনও হেরফের।
কলকাতা: সপ্তাহের প্রথম দিনে কিছুটা স্বস্তি ক্রেতাদের জন্য। সোমবার সোনার দামে (Gold Price Today)কোনও হেরফের লক্ষ্য করা যায়নি। আজ ১০ গ্রাম ২২ ক্যারেট সোনার দাম রয়েছে ৫২,২০০ টাকা। আর ১০ গ্রাম ২৪ ক্যারেট সোনার দাম রয়েছে ৫৬,৯৫০ টাকা। সোনার পাশাপাশি অপরিবর্তিত রয়েছে রুপোর দরও (Silver Price Today)। আজ বাজারে ১ কেজি রুপোর দাম রয়েছে ৬৮,৬০০ টাকা।
সোমবার সকাল ১০ টা অনুযায়ী কলকাতায় সোনা-রুপোর দাম :
২২ ক্যারেট হলমার্ক সোনা (১ গ্রাম) : ৫,২২০
২২ ক্যারেট হলমার্ক সোনা (৮ গ্রাম) : ৪১,৭৬০ টাকা
২২ ক্যারেট হলমার্ক সোনা (১০ গ্রাম) : ৫২,২০০ টাকা
২২ ক্যারেট হলমার্ক সোনা (১০০ গ্রাম) : ৫,২২,০০০ টাকা
২৪ ক্যারেট পাকা সোনা (১ গ্রাম) : ৫,৬৯৫ টাকা
২৪ ক্যারেট পাকা সোনা (৮ গ্রাম) : ৪৫,৫৬০ টাকা
২৪ ক্যারেট পাকা সোনা (১০ গ্রাম) : ৫৬,৯৫০ টাকা
২৪ ক্যারেট পাকা সোনা (১০০ গ্রাম) : ৫,৬৯,৫০০ টাকা
১ কেজি রুপোর বাটের দাম : ৬৮,৬০০ টাকা
সোনা-রুপোর তুলনামূলক দাম :
শনিবার অনেকটা হারে দাম বেড়েছিল সোনার। তবে সোমবার অপরিবর্তিত রইল হলুদ ধাতুর দর। এই নিয়ে পরপর দু’দিন বাজারে একই রইল সোনার দর। এদিকে গত দু’দিন ধরে অপরিবর্তিত ছিল রুপোর দর। তার আগেও পর পর তিনদিন নিম্নমুখী ছিল সোনার দাম। আর আজও সোনার দামে কোনও ওঠা-পড়া লক্ষ্য করা যায়নি। গত এক মাসে সর্বনিম্ন রয়েছে রুপোর দাম।
সোমবার বিশ্ব বাজারে ১ ট্রয় আউন্স স্পট গোল্ডের দাম রয়েছে ১,৮৪১.৭৮ মার্কিন ডলার।
সোনার শেয়ার বাজারের দাম :
সোমবার প্রতিবেদনটি লেখার সময় দাম কমেছে টাইটান কোম্পানির শেয়ারের। এ দিন এই সংস্থার শেয়ারের দাম কমে হয়েছে ২,৪৮৩.১৫ টাকা। এ দিন কল্যাণ জুয়েলারের শেয়ারের দাম বেড়ে হয়েছে ১১৫.৪৫ টাকা। আজ দাম কমেছে পিসি জুয়েলারের শেয়ারেরও। এই সংস্থার শেয়ারের দাম কমে হয়েছে ২৪.৮৫ টাকা।