AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Recurring Deposit: প্রতি মাসে সঞ্চয় করতে চান? ভরসা রাখতে পারেন পোস্ট অফিসের রেকারিং ডিপোজিটে

Post Office Scheme: প্রতি মাসে টাকা জমানোর কথা ভেবে থাকেন, তাহলে আপনার জন্য লাভজনক হতে পারে পোস্ট অফিসের এই রেকারিং ডিপোজিট স্কিম।

Recurring Deposit: প্রতি মাসে সঞ্চয় করতে চান? ভরসা রাখতে পারেন পোস্ট অফিসের রেকারিং ডিপোজিটে
প্রতীকী ছবি
| Edited By: | Updated on: Feb 21, 2023 | 8:00 AM
Share

নয়াদিল্লি: ভবিষ্যত সুরক্ষিত করতে সঞ্চয় করা মধ্যবিত্ত মানুষের স্বাভাবিক প্রবণতা। সঞ্চয়ের জন্য রাষ্ট্রায়ত্ত এবং বেসরকারি ব্যাঙ্কের বিভিন্ন স্কিম রয়েছে। অনেকে বেরসরকারি সংস্থায় টাকা জমাতে গিয়ে প্রতারণার স্বীকার হন। তাই সরকারি পোস্ট অফিস, এলআইসি-র মতো সরকারি সংস্থায় বিনিয়োগ করা লাভবান মনে করেন অনেকে। ফিক্সড ডিপোজিটের মাধ্যমে এক লপ্তে টাকা জমা দেন অনেকে। অনেকে আবার প্রতি মাসে টাকা জমা দেওয়ার স্কিম রেকারিং ডিপোজিটের মাধ্যমে বিনিয়োগ করতে চান। আপনিও যদি প্রতি মাসে টাকা জমানোর কথা ভেবে থাকেন, তাহলে আপনার জন্য লাভজনক হতে পারে পোস্ট অফিসের এই রেকারিং ডিপোজিট স্কিম। প্রতি মাসে মাত্র ন্যূনতম ১০০ টাকা জমা দিতে পারেন এই স্কিমে। টাকা জমার কোনও ঊর্ধ্বসীমা নেই। তবেই এই স্কিমে পাঁচ বছরের জন্য বিনিয়োগ করতে হবে।

পোস্ট অফিসের রেকারিং ডিপোজিট কী?

রেকারিং ডিপোজিট পোস্ট অফিসের এক ধরনের সঞ্চয় প্রকল্প। এর অধীনে প্রতি মাসে নির্দিষ্ট সময়ের মধ্যে নির্দিষ্চ অঙ্কের টাকা জমা দিতে হবে। ওই অঙ্কের টাকা প্রতি মাসে জমা দিতে হবে। পোস্ট অফিসের রেকারিং ডিপোজিট হয় পাচ বছরের জন্য। অর্থাৎ ওই নির্দিষ্ট অঙ্কের টাকা ৬০ মাস জমা দিতে হবে। ৬০ মাস পর সুদ সমেত মোট টাকা ফেরত দেবে পোস্ট অফিস।

সুদের হার কত?

ন্যূনতম পাঁচ বছরের জন্য রেকারিং ডিপোজিট হয় পোস্ট অফিসে। এই স্কিমে ৫.৮ শতাংশ সুদ দেয় পোস্ট অফিস। এই সুদ প্রতি ত্রৈমাসিকে যোগ হতে থাকে অ্যাকাউন্টে। পাঁচ বছর পর সুদ ও আসল সমেত ফেরত দেওয়া হয়।

নির্দিষ্ট সময়ে টাকা জমা

রেকারিং ডিপোজিটের মাধ্যমে সঞ্চয় করব ভাবলে ঠিক সময়ে টাকা জমা দেওয়ার বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রতি মাসের ১৫ তারিখের মধ্যে এই টাকা জমা দিতে হয় গ্রাহকদের। কোন মাসে নির্দিষ্ট সময়ের মধ্যে টাকা জমা না দিতে পারলে জরিমানাও দিতে হয়। এর পাশাপাশি পাঁচ বছর ধরে নিয়ম করে টাকা জমা দেওয়াও বাধ্যতামূলক। মেয়াদের শেষ আগে ডিপোজিট ভাঙলে টাকা ফেরত দেবে পোস্ট অফিস। তবে সে ক্ষেত্রে ৫.৮ শতাংশ সুদের হার পাওয়া যাবে না। সেভিংসের সুদের হারে টাকা ফেরত দেওয়া হবে।

কী রকম রিটার্ন পেতে পারেন?

প্রতি মাসে ন্যূনতম ১০০ টাকা জমা দেওয়া যায়। টাকা জমা দেওয়ার কোনও ঊর্ধ্বসীমা নেই। ধরুন আপনি প্রতি মাসে ১০ হাজার টাকা জমা দেওয়ার সিদ্ধান্ত নিলেন। ১০ বছরের জন্য একটি রেকারিং ডিপোজিট করলেন। ১০ বছর পর পোস্ট অফিস আপনাকে ফেরত দেবে ১৬ লক্ষ ২৬ হাজার ৪৭৬ টাকা।