Cable Operators vs Broadcasters: Zee, Sony, Star-এর কোনও চ্যানেল দেখতে পাচ্ছেন না TV-তে? আসল কারণটা কি জানেন?

Cable Operators vs Broadcasters: ট্রাইয়ের তরফে স্থানীয় কেবল অপারেটরদের ৪৮ ঘণ্টা সময় দেওয়া হয়েছিল এই নতুন ট্যারিফ বা দাম কার্যকর করার জন্য। কিন্তু সেই নিয়ম না মানায় চ্যানেলের পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছে।

Cable Operators vs Broadcasters: Zee, Sony, Star-এর কোনও চ্যানেল দেখতে পাচ্ছেন না TV-তে? আসল কারণটা কি জানেন?
প্রতীকী চিত্র
Follow Us:
| Edited By: | Updated on: Feb 21, 2023 | 8:30 AM

নয়া দিল্লি: টিভি চালালেই স্ক্রিন সাদা, চলছে না কোনও চ্যানেল। খেলা থেকে বিনোদন, যাবতীয় চ্যানেল সার্চ করলেই দেখা যাচ্ছে একটাই বার্তা, চ্যানেল বাবদ ট্রাইয়ের নির্দেশিকার সঙ্গে কেবল অপারেটররা সহমত না হওয়ায় আপাতত এই চ্যানেলগুলির অ্য়াক্সেস বন্ধ করে দেওয়া হয়েছে। জ়ি এন্টারটেইনমেন্ট, স্টার ও সোনি পিকচারসের সমস্ত চ্যানেল বন্ধ করে দেওয়া হয়েছে। কেবল অপারেটরদের তরফে জানানো হয়েছে, ১ ফেব্রুয়ারি থেকে ট্রাই-র তরফে নতুন ট্যারিফ অর্ডার ৩.০ আনা হয়েছে। এই নতুন ট্যারিফে চ্যানেলগুলি দেখার জন্য যে মূল্য ধার্য করা হয়েছে, তা মানতে সহমত নয় কেবল অপারেটররা। এরফলেই সমস্ত জনপ্রিয় চ্যানেলগুলি বন্ধ হয়ে গিয়েছে। জানা গিয়েছে, ট্রাইয়ের সঙ্গে কেবল অপারেটরদের বিরোধের কারণে ৪৫ মিলিয়ন বা ৪.৫ কোটি গ্রাহক প্রভাবিত হচ্ছেন বলে জানা গিয়েছে।

গত নভেম্বর মাসেই টেলিকম রেগুলেটরি অথারিটি অব ইন্ডিয়ার তরফে কোনও টিভি চ্যানেলের বুকেতে সর্বাধিক রিটেল মূল্য ১২ টাকা থেকে ১৯ টাকা বাড়িয়ে দেওয়া হয়। এরফলে টিভি চ্যানেল গুলির মূল্য ১০ থেকে ১৫ শতাংশ বাড়ে। বুকের বাইরে থাকা কয়েকটি চ্যানেলেরও মূল্য বৃদ্ধি পায়। ট্রাইয়ের এই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে কেরল ও কর্নাটক হাইকোর্টে মামলা করা হয়। তবে কোনও আদালতের তরফেই এখনও অবধি ট্রাই-র এই নির্দেশিকার উপরে স্থগিতাদেশ দেওয়া হয়নি।

অন্যদিকে, ট্রাইয়ের তরফে স্থানীয় কেবল অপারেটরদের ৪৮ ঘণ্টা সময় দেওয়া হয়েছিল এই নতুন ট্যারিফ বা দাম কার্যকর করার জন্য। কিন্তু সেই নিয়ম না মানায় চ্যানেলের পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছে। চ্য়ানেলের খরচ বৃদ্ধি নিয়ে ট্রাইয়ের তরফে জানানো হয়েছে, বিগত ৫ বছরে টিভি চ্যানেলের ট্যারিফে কোনও পরিবর্তন আনা হয়নি। দীর্ঘ সময় পরে ১০ থেকে ১৫ শতাংশ ট্যারিফ বৃদ্ধি করা হয়েছে যাতে এই শিল্প সুষ্ঠভাবে চলতে পারে।