Gold Price Today: লক্ষ্মীবারে সোনা কিনবেন ভাবছেন? আজ বাজারে দাম কম রয়েছে হলুদ ধাতুর

Gold Price Today: বৃহস্পতিবারে অপরিবর্তিত রয়েছে সোনার দর। এ দিন কম রয়েছে রুপোর দামও।

Gold Price Today: লক্ষ্মীবারে সোনা কিনবেন ভাবছেন? আজ বাজারে দাম কম রয়েছে হলুদ ধাতুর
প্রতীকী ছবি
Follow Us:
| Edited By: | Updated on: Jan 19, 2023 | 12:31 PM

কলকাতা: বৃহস্পতিবার মুখে হাসি ক্রেতাদের। আজ সোনার দামে (Gold Price Today) কোনও হেরফের দেখা যায়নি। এ দিন ১০ গ্রাম ২২ ক্যারেট সোনার দাম রয়েছে ৫২,০০০ টাকা। আর ১০ গ্রাম ২৪ ক্য়ারেট সোনার দাম রয়েছে ৫৬,৭৩০ টাকা। সোনার পাশাপাশি এ দিন অপরিবর্তিত রয়েছে রুপোর দামও। এ দিন ১ কেজি রুপোর দাম (Silver Price Today) রয়েছে ৭২,২০০ টাকা।

বৃহস্পতিবার সকাল ১১ টা অনুযায়ী কলকাতায় সোনা-রুপোর দাম :

২২ ক্যারেট হলমার্ক সোনা (১ গ্রাম) : ৫,২০০ টাকা

২২ ক্যারেট হলমার্ক সোনা (৮ গ্রাম) : ৪১,৬০০ টাকা

২২ ক্যারেট হলমার্ক সোনা (১০ গ্রাম) : ৫২,০০০ টাকা

২২ ক্যারেট হলমার্ক সোনা (১০০ গ্রাম) : ৫,২০,০০০ টাকা

২৪ ক্যারেট পাকা সোনা (১ গ্রাম) : ৫,৬৭৩ টাকা

২৪ ক্যারেট পাকা সোনা (৮ গ্রাম) : ৪৫,৩৮৪ টাকা

২৪ ক্যারেট পাকা সোনা (১০ গ্রাম) : ৫৬,৭৩০ টাকা

২৪ ক্যারেট পাকা সোনা (১০০ গ্রাম) : ৫,৬৭,৩০০ টাকা

১ কেজি রুপোর বাটের দাম : ৭২,২০০ টাকা

সোনা-রুপোর তুলনামূলক দাম :

জানুয়ারির প্রথম দিকে সোনার দাম বাড়লেও বিয়ের মরশুমে কমই রয়েছে হলুদ ধাতুর দর। গতকাল দাম কমেছিল সোনার দাম। এরপর বৃহস্পতিবার বাজার খোলার সময় অপরিবর্তিত রইল সোনার দাম।

বিশ্ব বাজারে সামান্য বেড়েছে স্পট গোল্ডের (Spot Gold) দাম। গতকাল বিশ্ব বাজারে ১ ট্রয় আউন্স সোনার দাম হয়েছে ১,৮৯৭.০৪ মার্কিন ডলার। এ দিন তা সামান্য বেড়েছে। আজ বিশ্ব বাজারে ১ ট্রয় আউন্স সোনার দাম রয়েছে ১,৯০৯.৬৯ মার্কিন ডলার। তবে এর কোনও প্রভাব দেশীয় বাজারে সোনার দামে পড়েনি।

সোনার শেয়ার বাজারের দাম :

বৃহস্পতিবার প্রতিবেদনটি লেখার সময় দাম কমেছে টাইটান কোম্পানির শেয়ারের। এদিন এই সংস্থার শেয়ারের দাম হয়েছে ২,৩৯৫ টাকা। এ দিন কল্যাণ জুয়েলারের শেয়ারের দাম বেড়ে হয়েছে ১১৯.৪০ টাকা। আজ দাম কমেছে পিসি জুয়েলারের শেয়ারেরও। এই সংস্থার শেয়ারের দাম কমে হয়েছে ৭২.৪০ টাকা।