Gold Price Today: বেজায় চটে ভ্যালেন্টাইন? মান ভাঙান সোনা দিয়ে, খরচও পড়বে না বেশি
Gold-Silver Rate: গতকাল যদি কোনও কারণে আপনার ভ্য়ালেন্টাইন রাগ করে থাকে, তবে তাঁর রাগ ভাঙান সোনার গহনা দিয়ে। প্রায় প্রতিদিনই সোনার দাম একটু করে কমায়, পকেটে চাপ পড়বে না বেশি। বাজেট কম থাকলে দিতে পারেন রুপোও। বুুধবারের পর আজও ফের কমল সোনার দাম।
কলকাতা: দেখতে দেখতেই চলে গেল প্রেম দিবস বা ভ্যালেন্টাইন্স ডে। তবে ভালবাসা কি আর একদিনে জাহির করার বিষয়? যেকোনও দিন, যেকোনও সময়েই মনের মানুষকে লুকিয়ে রাখা গোপন কথাটি বলে ফেলা যায়। আপনিও যদি সাহস করে এখনও মনের কথা বলে উঠতে না পারেন, তবে এবার বলেই ফেলুন। কিংবা গতকাল যদি কোনও কারণে আপনার ভ্য়ালেন্টাইন রাগ করে থাকে, তবে তাঁর রাগ ভাঙান সোনার গহনা দিয়ে। প্রায় প্রতিদিনই সোনার দাম একটু করে কমায়, পকেটে চাপ পড়বে না বেশি। বাজেট কম থাকলে দিতে পারেন রুপোও। বুুধবারের পর আজও ফের কমল সোনার দাম।
এক নজরে সোনা-রুপোর দর-
২২ ক্যারেটের সোনার দাম-
আজ কলকাতায় ২২ ক্যারেটের ১০ গ্রাম সোনার দাম রয়েছে ৫৬ হাজার ৯৯০ টাকা। গতকালের তুলনায় ১০ টাকা দাম কমেছে।
২২ ক্যারেটের ১০০ গ্রাম সোনার দাম আজ রয়েছে ৫ লক্ষ ৬৯ হাজার ৯০০ টাকা। গতকালের তুলনায় ১০০ টাকা দাম কমেছে।
২৪ ক্যারেটের সোনার দাম-
২২ ক্যারেটের মতো ২৪ ক্যারেট সোনার দামও কমেছে। ২৪ ক্যারেটের ১০ গ্রাম সোনার দাম আজ রয়েছে ৬২ হাজার ১৭০ টাকা।
২৪ ক্যারেটের ১০০ গ্রাম সোনার দাম আজ রয়েছে ৬ লক্ষ ২১ হাজার ৭০০ টাকা। গতকালের তুলনায় ১০০ টাকা দাম কমেছে।
১৮ ক্যারেটের সোনার দাম-
১৮ ক্যারেটের সোনার দামও কম রয়েছে আজ। ১০ গ্রাম সোনার দাম রয়েছে ৪৬ হাজার ৬৩০ টাকা।
১৮ ক্যারেটের ১০০ গ্রাম দাম রয়েছে ৪ লক্ষ ৬৬ হাজার ৩০০ টাকা। গতকালের তুলনায় ১০০ টাকা দাম কম রয়েছে আজ।
রুপোর দাম-
সোনার মতোই রুপোর দামও কমেছে আজ। ১০০ গ্রাম রুপোর দাম রয়েছে ৭৩৯০ টাকা। ১ কেজি রুপো কিনতে খরচ পড়বে ৭৩ হাজার ৯০০ টাকা।