Gold Price Today: পুজোর আমেজেই সুখবর! মাসের শুরুতেই সস্তা হল সোনা-রুপো, আজই কেনাকাটা সেরে ফেলুন

Gold-Silver Rate: মাসের শুরুতেই কমল সোনার দাম। সস্তা হল রুপোও। পুজোয় যদি নিজেকে সোনায় সাজাতে চান, তবে সব কাজ ছেড়ে আজই ছুটুন সোনার দোকানে।

Gold Price Today: পুজোর আমেজেই সুখবর! মাসের শুরুতেই সস্তা হল সোনা-রুপো, আজই কেনাকাটা সেরে ফেলুন
প্রতীকী চিত্রImage Credit source: Meta AI
Follow Us:
| Updated on: Sep 02, 2024 | 8:03 AM

কলকাতা: নতুন মাস পড়ে গিয়েছে। চারিদিকে পুজো পুজো গন্ধ। এর মাঝেই সুখবর। মাসের শুরুতেই কমল সোনার দাম। সস্তা হল রুপোও। পুজোয় যদি নিজেকে সোনায় সাজাতে চান, তবে সব কাজ ছেড়ে আজই ছুটুন সোনার দোকানে। তবে যাওয়ার আগে সোনা-রুপোর দর কত রয়েছে, তা জেনে নিন-

২২ ক্যারেট সোনার দাম-

আজ ২২ ক্যারেটের ১ গ্রাম সোনার দাম রয়েছে ৬৬৯৪ টাকা। ১০ গ্রাম সোনার দাম আজ রয়েছে ৬৬ হাজার ৯৪০ টাকা। ১০০ গ্রাম সোনার দাম আজ রয়েছে ৬ লক্ষ ৬৯ হাজার ৪০০ টাকা। গতকালের তুলনায় ১০০ টাকা দাম কমেছে।

২৪ ক্যারেটের সোনার দাম-

২৪ ক্যারেটের ১ গ্রাম সোনার দাম আজ রয়েছে ৭৩০৩ টাকা। ১০ গ্রাম সোনার দাম আজ রয়েছে ৭৩ হাজার ৩০ টাকা। ১০০ গ্রাম সোনা কিনতে খরচ পড়বে ৭ লক্ষ ৩০ হাজার ৩০০ টাকা। গতকালের তুলনায় ১০০ টাকা দাম কমেছে।

এই খবরটিও পড়ুন

১৮ ক্যারেটের সোনার দাম-

আজ ১৮ ক্যারেটের ১ গ্রাম সোনার দাম রয়েছে ৫ হাজার ৪৭৭ টাকা। ১০ গ্রাম সোনার দাম আজ রয়েছে ৫৪ হাজার ৭৭০ টাকা। ১০০ গ্রাম সোনার দাম রয়েছে ৫ লক্ষ ৪৭ হাজার ৭০০ টাকা। গতকালের তুলনায় ১০০ টাকা দাম কমেছে।

রুপোর দাম-

সোনার দামের পাশাপাশি আজ রুপোর দামও কমেছে। ১০০ গ্রাম সোনার দাম আজ রয়েছে ৮৬৯০ টাকা। ১ কেজি রুপোর দাম আজ রয়েছে ৮৬ হাজার ৯০০ টাকা। একদিনে ১০০ টাকা দাম কমেছে।

আরও খবর পড়তে ডাউনলোড করুন Tv9 বাংলা অ্যাপ (Android/ iOs)