Gold Price Today : পরপর দু’দিন দাম কমল সোনার, এদিন কত রয়েছে সোনা-রুপোর দর?

Gold Price Today : মঙ্গলবারের পর বুধেও দাম কমল সোনার। এদিন ২২ ক্যারেট ১০ গ্রাম সোনার দাম কমেছে ১০০ টাকা।

Gold Price Today : পরপর দু'দিন দাম কমল সোনার, এদিন কত রয়েছে সোনা-রুপোর দর?
ছবি সৌজন্যে : Pixabay
Follow Us:
| Edited By: | Updated on: Jul 13, 2022 | 1:54 PM

কলকাতা : বুধবারও বাজার খুলতেই দাম কমল সোনার। এই নিয়ে পরপর দু’দিন দাম কমল হলুদ ধাতুর। এদিন ১০ গ্রাম ২২ ক্যারেট সোনার দাম কমেছে ১০০ টাকা। আর ১০ গ্রাম ২৪ ক্যারেট সোনার দাম কমেছে ১০৪ টাকা। সোনার পাশাপাশি এদিন দাম কমেছে রুপোরও। এদিন ১ কেজি রুপোর দাম কমেছে ১০০ টাকা।

বুধবার বেলা ১ টা অনুযায়ী কলকাতায় সোনা-রুপোর দাম :

২২ ক্যারেট হলমার্ক সোনা (১ গ্রাম) : ৪,৬৭০ টাকা

২২ ক্যারেট হলমার্ক সোনা (৮ গ্রাম) : ৩৭,৩৬০ টাকা

২২ ক্যারেট হলমার্ক সোনা (১০ গ্রাম) : ৪৬,৭০০ টাকা

২২ ক্যারেট হলমার্ক সোনা (১০০ গ্রাম) : ৪,৬৭,০০০ টাকা

২৪ ক্যারেট পাকা সোনা (১ গ্রাম) : ৫,০৯৫ টাকা

২৪ ক্যারেট পাকা সোনা (৮ গ্রাম) : ৪০,৭৬০ টাকা

২৪ ক্যারেট পাকা সোনা (১০ গ্রাম) : ৫০,৯৫০ টাকা

২৪ ক্যারেট পাকা সোনা (১০০ গ্রাম) : ৫,০৯,৫০০ টাকা

১ কেজি রুপোর বাটের দাম : ৫৬,৪০০ টাকা

সোনা-রুপোর তুলনামূলক দাম :

জুলাইয়ের প্রথম দিক থেকেই ঊর্ধ্বমুখী ছিল সোনার দাম। কেন্দ্রীয় সরকার সোনার উপর আমদানি শুল্ক ৫ শতাংশ বাড়ানোর পরই দাম দেশীয় বাজারে দাম বেড়েছিল সোনার। তবে সেই আমদানি শুল্ক বাড়ানোর প্রভাব সোনার বাজারে বেশিদিন স্থায়ী হবে না বলে জানিয়েছিলেন বিশেষজ্ঞরা। কয়েকদিন ধরে সোনার দামে সেই প্রতিফলনই দেখা গিয়েছে। গতকাল কমেছিল সোনার দাম। বুধবারও সেই ট্রেন্ড বজায় রেখে কমল হলুদ ধাতুর দাম। এদিন ১০ গ্রাম ২২ ক্যারেট সোনার দাম হয়েছে ৪৬ হাজার ৭০০ টাকা। গতকালের থেকে ১০০ টাকা কম। এদিন কমেছে রুপোর দামও।

বিশ্ব বাজারে বেশ কয়েকদিন ধরেই সোনার দামে পতন দেখা গিয়েছে। বুধবার আরও কমল সোনার দাম। গতকাল বিশ্বে এক আউন্স সোনার দাম ছিল ১,৭৩৩.৫৬ মার্কিন ডলার। এদিন তা কমে হয়েছে ১,৭২৫.২৪ মার্কিন ডলার।

সোনার শেয়ার বাজারের দাম :

গতকালের পর এদিনও দাম পড়ল টাইটান কোম্পানির শেয়ারের। এদিন এই কোম্পানির শেয়ারের দাম হয়েছে ২,১১৮.৭০ টাকা। এদিন কল্যাণ জুয়েলারের শেয়ারের দাম রয়েছে ৬৩.৯৫ টাকা। এদিন পিসি জুয়েলারের শেয়ারের দাম রয়েছে ৩৭.৯৫ টাকা।