Today Gold Price: আশঙ্কা সত্যি! ইউরোপীয় ব্যাঙ্কের জন্য ভারতে বাড়ল সোনার দাম

Gold Price in India: শুধু ভারত নয়, বিদেশের বিভিন্ন বাজারেও সোনা ও রুপোর দাম বেড়েছে। নিউ ইয়র্ক কমেক্স মার্কেটে দাম বেড়েছে আউন্স প্রতি প্রায় ১১ ডলার। একই অবস্থা ব্রিটেন-সহ ইউরোপের বাজারেও। ব্রিটেনে প্রতি আউন্স সোনার দাম ৭.৬৪ পাউন্ড বেড়েছে।

Today Gold Price: আশঙ্কা সত্যি! ইউরোপীয় ব্যাঙ্কের জন্য ভারতে বাড়ল সোনার দাম
প্রতীকী চিত্রImage Credit source: Facebook
Follow Us:
| Updated on: Jun 07, 2024 | 2:06 PM

সোনার দাম বৃদ্ধির আশঙ্কা সত্যি হল। ইউরোপীয় সেন্ট্রাল ব্যাঙ্ক সুদের হার কমিয়ে দেওয়ার ঘোষণা করেছে। এর প্রভাবই পড়েছে গোটা বিশ্বের সোনার বাজারে। নিউ ইয়র্ক থেকে নয়াদিল্লি- সর্বত্রই সোনা ও রুপোর দাম বেড়েছে। তথ্য অনুযায়ী, ভারতে সোনার দাম ৫০০ টাকা পর্যন্ত বেড়েছে। একই অবস্থা রুপোর। রুপোর দাম দেড় হাজার টাকারও বেশি বেড়ে গিয়েছে।

ইউরোপীয় সেন্ট্রাল ব্যাঙ্কের এই ঘোষণা অনুযায়ী মাল্টি কমোডিটি এক্সচেঞ্জে সোনার দাম বেড়েছে। সেখানেই ট্রেডিংয়ে বেড়েছে সোনার দাম। ৪১৭ টাকা বেড়ে ৭২ হাজার ৯৩৫ টাকায় ট্রেডিং হয়েছে। ১০ গ্রাম সোনা দাম হয়েছে ৭৩ হাজার ৪৫ টাকা।

সোনার মতো রুপোর দামও বেড়েছে। মাল্টি কমোডিটি এক্সচেঞ্জে প্রতি কেজি রুপো ৯০ হাজার ৪৪৪ টাকায় ট্রেডিং হয়েছে। এমনকি ট্রেডিংয়ের সময় দাম ৯১ হাজার ৯৯৭ টাকাতেও পৌঁছে গিয়েছিল। বিশেষজ্ঞরা মনে করছেন, আগামী দিনেও রুপোর দাম বাড়তে পারে।

শুধু ভারত নয়, বিদেশের বিভিন্ন বাজারেও সোনা ও রুপোর দাম বেড়েছে। নিউ ইয়র্ক কমেক্স মার্কেটে দাম বেড়েছে আউন্স প্রতি প্রায় ১১ ডলার। একই অবস্থা ব্রিটেন-সহ ইউরোপের বাজারেও। ব্রিটেনে প্রতি আউন্স সোনার দাম ৭.৬৪ পাউন্ড বেড়েছে।