Gold Price Today: রবিবারে মাটনের দাম না কমলেও, নাগালের মধ্যে সোনার দাম, আজ না কিনলে পস্তাবেন পরে!
Gold-Silver Rate: হঠাৎ সোনার বাজারে আগুন লাগায় যেখানে সবার ঘুম উড়েছে, সেখানেই ছুটির দিন রবিবার স্বস্তির খবর। আজ নতুন করে আর বাড়ল না সোনার দাম। অপরিবর্তিত রয়েছে রুপোর দামও।
কলকাতা: বিয়ের মরশুম চলছে। এদিকে লাগামহীনভাবে বাড়ছে সোনার দাম। মধ্যবিত্তের মাথার ঘাম পায়ে ছুটছে বিয়ের গহনা কিনতে গিয়ে। উপহারেও সোনা দিতে দশবার ভাবছেন অনেকে। হঠাৎ সোনার বাজারে আগুন লাগায় যেখানে সবার ঘুম উড়েছে, সেখানেই ছুটির দিন রবিবার স্বস্তির খবর। আজ নতুন করে আর বাড়ল না সোনার দাম। অপরিবর্তিত রয়েছে রুপোর দামও। আজ যদি সোনা বা রুপোর গহনা কেনার পরিকল্পনা থাকে, তবে কলকাতায় সোনা-রুপোর দর কত রয়েছে, তা জেনে নিন-
২২ ক্যারেট সোনার দাম-
আজ, ১০ মার্চ ২২ ক্যারেটের ১ গ্রাম সোনার দাম রয়েছে ৬ হাজার ৭৫ টাকা। গতকালের তুলনায় আজ দামে কোনও পরিবর্তন আসেনি।
২২ ক্য়ারেটের ১০ গ্রাম সোনার দাম রয়েছে ৬০ হাজার ৭৫০ টাকা।
২৪ ক্যারেটের সোনার দাম-
২২ ক্যারেটের মতো ২৪ ক্যারেট সোনার দামেও আজ কোনও পরিবর্তন আসেনি। ১ গ্রাম সোনার দাম আজ রয়েছে ৬ হাজার ৬২৭ টাকা।
১০ গ্রাম ২৪ ক্যারেটের সোনার দাম ৬৬ হাজার ২৭০ টাকা।
১৮ ক্যারেটের সোনার দাম-
১৮ ক্যারেটের সোনার দামও আজ বাড়েনি। ১ গ্রাম সোনার দাম রয়েছে ৪ হাজার ৯৭০ টাকা।
১৮ ক্যারেটের ১০ গ্রাম সোনার দাম রয়েছে ৪৯ হাজার ৭০০ টাকা।
রুপোর দাম-
রবিবারে সোনার দাম যেমন বাড়েনি, তেমন রুপোর দামেও কোনও পরিবর্তন আসেনি। ১০০ গ্রাম রুপোর দাম আজ রয়েছে ৭৫৭০ টাকা। ১ কেজি রুপোর দাম ৭৫ হাজার ৭০০ টাকা।