Petrol-Diesel Price: লোকসভা ভোটের আগে কি পেট্রোল-ডিজেলের দাম কমবে? জানালেন পেট্রোলিয়াম মন্ত্রী
Petroleum Minister: প্রায় দু-বছর ধরে দেশে পেট্রোল-ডিজেলের দাম স্থবির। ২০২২-এর এপ্রিল থেকে তেল বিপণন সংস্থাগুলির দামে বিশেষ কোনও পরিবর্তন নেই। যেখানে সরকার কর কমিয়ে ২০২২ সালের মে মাসে পেট্রোল এবং ডিজেলের দাম কমিয়েছিল। এবার রান্নার গ্যাসের দাম কমানোর পর কি ফের পেট্রোল-ডিজেলের কর কমিয়ে সস্তা করবে সরকার?
নয়া দিল্লি: গত ৬ মাসে দু-বার গ্যাস সিলিন্ডারের দাম কমিয়েছে সরকার। ৩৬ মাসের মধ্যে সর্বনিম্ন হয়েছে গ্যাস সিলিন্ডারের দাম। যা নেমে এসেছে ৯০০ টাকায়। এবার পেট্রোল-ডিজেল কবে সস্তা হবে, সেই অপেক্ষায় দেশের সাধারণ মানুষ। এই পরিস্থিতিতে কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী হরদীপ সিং পুরীর একটি গুরুত্বপূর্ণ বক্তব্য সামনে এসেছে।
প্রায় দু-বছর ধরে দেশে পেট্রোল-ডিজেলের দাম স্থবির। ২০২২-এর এপ্রিল থেকে তেল বিপণন সংস্থাগুলির দামে বিশেষ কোনও পরিবর্তন নেই। যেখানে সরকার কর কমিয়ে ২০২২ সালের মে মাসে পেট্রোল এবং ডিজেলের দাম কমিয়েছিল। এবার রান্নার গ্যাসের দাম কমানোর পর কি ফের পেট্রোল-ডিজেলের কর কমিয়ে সস্তা করবে সরকার? কিন্তু, পরিস্থিতি এখন ভালো নয় বলে জানিয়েছেন পেট্রোলিয়াম মন্ত্রী।
পেট্রোল ও ডিজেলের দাম কমানোর সম্ভাবনার বিষয়ে এক প্রশ্নের জবাবে শনিবার কেন্দ্রীয় পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রী হরদীপ সিং পুরী বলেন, “পেট্রোল ও ডিজেলের দাম কমানোর সিদ্ধান্ত ভূ-রাজনৈতিক পরিস্থিতি এবং আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দামের স্থিতিশীলতার উপর নির্ভর করবে। তিনি আরও বলেন, আগে বহির্বিশ্বের পরিস্থিতি স্থিতিশীল হতে দিন, তেলের দাম স্থিতিশীল হতে দিন, তারপর এটি (পেট্রোল এবং ডিজেলের দাম কমানো) দেখা যাবে।” অর্থাৎ এখনই পেট্রোল-ডিজেলের দাম কমার কোনও সম্ভাবনা মিলল না।
তবে লোহিত সাগরে যে উত্তেজনা চলছে, তার উপর নজর রয়েছে বলেও জানান পেট্রোলিয়াম মন্ত্রী। পশ্চিম এশিয়ার বরাত দিয়ে তিনি বলেন, বর্তমানে সেখানে হামলা অব্যাহত রয়েছে। যার ফলে জ্বালানির বাজারে অস্থিরতা দেখা যাচ্ছে।
দু-বার কর কমানো হয়েছে
পেট্রোলিয়াম মন্ত্রী আরও জানান, কেন্দ্রীয় সরকার ২০২১ সালের নভেম্বর এবং ২০২২ সালের মে মাসে আবগারি শুল্ক কমিয়ে দু-বার পেট্রোল এবং ডিজেলের দাম কমিয়েছে। পেট্রোলে আবগারি শুল্ক কমানো হয়েছে প্রতি লিটারে ১৩ টাকা এবং ডিজেলের আবগারি শুল্ক কমানো হয়েছে।
প্রসঙ্গত, এদিনই এলপিজি সিলিন্ডারের দাম ১০০ টাকা কমিয়েছে কেন্দ্রীয় সরকার। এছাড়া পিএম উজ্জ্বলা যোজনায় ভর্তুকির সময় আরও এক বছর বাড়িয়ে ২০২৫-এর ৩১ মার্চ পর্যন্ত করেছে।