Gold Price Today: আজ একটু কম ছ্যাঁকা দেবে সোনা, হলুদ ধাতুর দাম কত কমল জেনে দোকানে যান…

Gold-Silver Rate: , মার্চে পারদ চড়ার সঙ্গে সঙ্গেই চড়ছে সোনার দাম। গত সপ্তাহেই রেকর্ড দাম ছুঁয়েছে সোনার দাম। রবিবার অপরিবর্তিত ছিল সোনার দাম। আজ, সপ্তাহের শুরুতে নামমাত্র কমল সোনার দাম। কমেছে রুপোর দামও।

Gold Price Today: আজ একটু কম ছ্যাঁকা দেবে সোনা, হলুদ ধাতুর দাম কত কমল জেনে দোকানে যান...
ফাইল চিত্রImage Credit source: Twitter
Follow Us:
| Updated on: Mar 11, 2024 | 8:07 AM

কলকাতা: জানুয়ারি-ফেব্রুয়ারিতে সোনার দাম নাগালে থাকলেও, মার্চে পারদ চড়ার সঙ্গে সঙ্গেই চড়ছে সোনার দাম। গত সপ্তাহেই রেকর্ড দাম ছুঁয়েছে সোনার দাম। রবিবার অপরিবর্তিত ছিল সোনার দাম। আজ, সপ্তাহের শুরুতে নামমাত্র কমল সোনার দাম। কমেছে রুপোর দামও। বিয়ের মরশুমে যদি আপনারও সোনা বা রুপোর গহনা কেনার পরিকল্পনা থাকে, তবে সোনা-রুপোর দর কত রয়েছে, জেনে নিন-

২২ ক্যারেট সোনার দাম-

সোমবার ২২ ক্যারেটের ১ গ্রাম সোনার দাম রয়েছে ৬ হাজার ৭৪ টাকা।

১০ গ্রাম সোনার দাম আজ রয়েছে ৬০ হাজার ৭৪০ টাকা। গতকালের তুলনায় ১০ টাকা দাম কমেছে।

২৪ ক্যারেটের সোনার দাম- 

আজ ২৪ ক্য়ারেটের ১ গ্রাম সোনার দাম রয়েছে ৬ হাজার ৬২৬ টাকা।

১০ গ্রাম সোনার দাম আজ রয়েছে ৬৬ হাজার ২৬০ টাকা। গতকালের তুলনায় ১০ টাকা কমেছে সোনার দাম।

১৮ ক্যারেটের সোনার দাম-

২২ ক্যারেট, ২৪ ক্যারেটের মতোই ১৮ ক্যারেটের সোনার দামও আজ সামান্য কমেছে। আজ ১৮ ক্যারেটের ১ গ্রাম সোনার দাম রয়েছে ৪৯৬৯ টাকা।

১৮ ক্যারেটের ১০ গ্রাম সোনার দাম রয়েছে ৪৯ হাজার ৬৯০ টাকা।

রুপোর দাম-

সোনার মতোই রুপোর দামও কমেছে আজ। ১০০ গ্রাম রুপোর দাম আজ রয়েছে ৭৫৬০ টাকা। ১ কেজি রুপোর দাম ৭৫ হাজার ৬০০ টাকা।