Gold Price Today : রেকর্ড দামের থেকে প্রায় ১০ হাজার টাকা সস্তা সোনা, বাড়ল রুপোর দাম
Gold Price Today : বুধবার দাম বাড়ল সোনার। পাশাপাশি দাম বেড়েছে রুপোরও। এদিন ১০ গ্রাম ২২ ক্যারেট সোনার দাম বেড়েছে ১০০ টাকা।
কলকাতা : আবার সোনার দামের খাঁড়া। পরপর দু’দিন বাড়ল সোনার দাম। বুধবার বাজার খুলতেই দাম বাড়ল হলুদ ধাতুর। এদিন ১০ গ্রাম ২২ ক্যারেট সোনার দাম বাড়ল ১০০ টাকা। আর ১০ গ্রাম ২৪ ক্যারেট সোনা দাম বাড়ল ১১০ টাকা। সোনার পাশাপাশি এদিন দাম বাড়ল রুপোরও। গতকাল দাম কমেছিল রুপোর। তবে বুধবার ১ কেজি রুপোর দাম বাড়ল ৩০০ টাকা।
বুধবার বেলা ১২ টা অনুযায়ী কলকাতায় সোনা-রুপোর দাম :
২২ ক্যারেট হলমার্ক সোনা (১ গ্রাম) : ৪,৬৪০ টাকা
২২ ক্যারেট হলমার্ক সোনা (৮ গ্রাম) : ৩৭,১২০ টাকা
২২ ক্যারেট হলমার্ক সোনা (১০ গ্রাম) : ৪৬,৪০০ টাকা
২২ ক্যারেট হলমার্ক সোনা (১০০ গ্রাম) : ৪,৬৪,০০০ টাকা
২৪ ক্যারেট পাকা সোনা (১ গ্রাম) : ৫,০৬২ টাকা
২৪ ক্যারেট পাকা সোনা (৮ গ্রাম) : ৪০,৪৯৬ টাকা
২৪ ক্যারেট পাকা সোনা (১০ গ্রাম) : ৫০,৬২০ টাকা
২৪ ক্যারেট পাকা সোনা (১০০ গ্রাম) : ৫,০৬,২০০ টাকা
১ কেজি রুপোর বাটের দাম : ৫৫,৯০০ টাকা
সোনা-রুপোর তুলনামূলক দাম :
গতকাল ১০ গ্রাম ২২ ক্যারেট সোনার দাম বেড়েছিল ১১০ টাকা। এদিনও বাজার খুলতেই ১০০ টাকা দাম বেড়েছে সোনার। এই নিয়ে পরপর দু’দিন দাম বাড়ল সোনার। সপ্তাহের প্রথমদিনে সোনার মুখ ব্যাজার থাকলেও সোনার দাম ধীরে ধীরে চড়ছে। গত পাঁচদিনে সর্বোচ্চ রয়েছে সোনার দাম। এদিন ১০ গ্রাম ২২ ক্যারেট সোনার দাম হয়েছে ৪৬ হাজার ৪০০ টাকা। এদিন ১ কেজি রুপোর দাম ৩০০ টাকা বেড়ে হয়েছে ৫৫ হাজার ৯০০ টাকা।
বেশ কয়েকদিন ধরেই আন্তর্জাতিক বাজারে সোনার দাম কমছিল। তবে এদিন বিশ্ব বাজারে সামান্য বাড়ল সোনার দাম। গতকাল আন্তর্জাতিক বাজারে ১ আউন্স সোনার দাম ছিল ১,৭০৭.৩৩ মার্কিন ডলার। এদিন বেড়ে তা হল ১,৭১০.২৫ মার্কিন ডলার।
সোনার শেয়ার বাজারের দাম :
বাড়ছে টাইটান কোম্পানির শেয়ারের দাম। বাজারে খুলতেই দাম বাড়ল টাইটান কোম্পানির শেয়ারের দাম। এদিন এই সংস্থার শেয়ারের দাম বেড়ে হয়েছে ২,২৯৪.৬০ টাকা। এদিন কল্যাণ জুয়েলারের শেয়ারের দাম বেড়ে হয়েছে ৬৫.৭৫ টাকা। আজ বাড়ল পিসি জুয়েলারের শেয়ারের দামও। এদিন পিসি জুয়েলারের দাম হয়েছে ৫৪.৭৫ টাকা।