Gold Price Today: বিয়ের মরশুমের ঠিক আগেই সস্তা হল সোনা, এমন সুযোগ হাতছাড়া করলে ‘লস’ আপনারই

Gold-Silver Price: ২০২৩ সালের শেষভাগে যেখানে ঊর্ধ্বমুখী ছিল সোনার দাম, সেখানেই ২০২৪ সালের শুরুতে ক্রমশ কমছে সোনার দাম। আজও একধাক্কায় বেশ কিছুটা কমল সোনার দাম। সামনের বিয়ের মরশুমে আপনার যদি সোনার গহনা কেনার পরিকল্পনা থাকে, তবে আজই দোকানে যান।

Gold Price Today: বিয়ের মরশুমের ঠিক আগেই সস্তা হল সোনা, এমন সুযোগ হাতছাড়া করলে 'লস' আপনারই
ফাইল চিত্রImage Credit source: Facebook
Follow Us:
| Updated on: Jan 06, 2024 | 10:43 AM

কলকাতা: নতুন বছরে সুখবর। ক্রমাগত নিম্নমুখী সোনার দাম (Gold Price)। ২০২৩ সালের শেষভাগে যেখানে ঊর্ধ্বমুখী ছিল সোনার দাম, সেখানেই ২০২৪ সালের শুরুতে ক্রমশ কমছে সোনার দাম। আজও একধাক্কায় বেশ কিছুটা কমল সোনার দাম। সামনের বিয়ের মরশুমে আপনার যদি সোনার গহনা কেনার পরিকল্পনা থাকে, তবে আজই দোকানে যান। তবে তার আগে সোনা-রুপোর দর জেনে নিন-

২২ ক্যারেট সোনার দাম- 

আজ, ৬ ডিসেম্বর ২২ ক্যারেটের ১০ গ্রাম সোনার দাম রয়েছে ৫৮ হাজার টাকা। গতকাল ১০ গ্রাম সোনার দাম ছিল ৫৮ হাজার ১০০ টাকা। একদিনে সোনার দাম ছিল ১০০ টাকা।

২২ ক্যারেটের ১০০ গ্রাম সোনার দাম ছিল ৫ লক্ষ ৮০ হাজার টাকা। গতকাল ১০০ গ্রাম সোনার দাম ছিল ৫ লক্ষ ৮১ হাজার টাকা। অর্থাৎ একদিনে ১ হাজার টাকা দাম কমেছে।

২৪ ক্যারেট সোনার দাম- 

২২ ক্যারেটের মতো ২৪ ক্যারেটের সোনার দামও কমেছে। ১০ গ্রাম ২৪ ক্য়ারেটের সোনার দাম আজ রয়েছে ৬৩ হাজার ২৭০ টাকা। গতকাল এর দাম ছিল ৬৩ হাজার ৩৮০ টাকা। অর্থাৎ একদিনে ১১০ টাকা দাম কমেছে।

২৪ ক্যারেটের ১০০ গ্রাম সোনার দাম আজ রয়েছে ৬ লক্ষ ৩২ হাজার ৭০০ টাকা। গতকালের তুলনায় আজ ১১০০ টাকা দাম কমেছে সোনার।

১৮ ক্যারেট সোনার দাম-

১৮ ক্যারেটের ১০ গ্রাম সোনার দাম আজ রয়েছে ৪৭ হাজার ৪৫০ টাকা। গতকালের তুলনায় ৯০ টাকা দাম কমেছে।

১৮ ক্যারেটের ১০০ গ্রাম সোনার দাম আজ রয়েছে ৪ লক্ষ ৭৪ হাজার ৫০০ টাকা। গতকালের তুলনায় ৯০০ টাকা দাম কমেছে আজ।

রুপোর দাম-

সোনার দাম কমলেও, অপরিবর্তিত রয়েছে রুপোর দাম। ১ কেজি রুপোর দাম আজ রয়েছে ৭৬ হাজার ৬০০ টাকা।