Gold Price Today: এতটা সস্তা! শিবরাত্রিতে নিজের পার্বতীকে দিন সোনা, ঝরে পড়বে আশীর্বাদ
Gold-Silver Rate in Kolkata: বিয়ের মরশুমে সোনা কিনতে তাই মাথার ঘাম পায়ে ছুটেছে মধ্যবিত্তের। তবে মাসের শেষে এসে মিলল কিছুটা স্বস্তি। এক ধাক্কায় বেশ কিছুটা কমল সোনার দাম। সামনেই যাদের কোনও অনুষ্ঠান রয়েছে এবং সোনার গহনা কেনার পরিকল্পনা রয়েছে, তারা আজ কেনাকাটি সারতে পারেন।

কলকাতা: গোটা ফেব্রুয়ারি মাস জুড়েই ঊর্ধ্বমুখী ছিল সোনার দাম। বিয়ের মরশুমে সোনা কিনতে তাই মাথার ঘাম পায়ে ছুটেছে মধ্যবিত্তের। তবে মাসের শেষে এসে মিলল কিছুটা স্বস্তি। এক ধাক্কায় বেশ কিছুটা কমল সোনার দাম। সামনেই যাদের কোনও অনুষ্ঠান রয়েছে এবং সোনার গহনা কেনার পরিকল্পনা রয়েছে, তারা আজ কেনাকাটি সারতে পারেন। সোনার পাশাপাশি রুপোও অনেকটা সস্তা হয়ে গিয়েছে শিবরাত্রির দিনে। তাই দোকানে যাওয়ার আগে সোনা-রুপোর দর কত রয়েছে, জেনে নিন-
২২ ক্যারেটের সোনার দাম-
আজ, ২৬ ফেব্রুয়ারি ২২ ক্যারেটের ১ গ্রাম সোনার দাম রয়েছে ৮ হাজার ৫০ টাকা। ১০ গ্রাম সোনার দাম পড়বে ৮০ হাজার ৫০০ টাকা। ১০০ গ্রাম সোনার দাম রয়েছে ৮ লক্ষ ৫ হাজার টাকা। একদিনে ২৫০০ টাকা কমেছে সোনার দাম।
২৪ ক্যারেটের সোনার দাম-
আজ ২৪ ক্যারেটের ১ গ্রাম সোনার দাম রয়েছে ৮ হাজার ৭৮২ টাকা। ১০ গ্রাম সোনার দাম রয়েছে ৮৭ হাজার ৮২০ টাকা। ১০০ গ্রাম সোনার দাম রয়েছে ৮ লক্ষ ৭৮ হাজার ২০০ টাকা। একদিনে ২৭০০ টাকা সোনার দাম কমেছে।
১৮ ক্যারেটের সোনার দাম-
১৮ ক্যারেটের ১ গ্রাম সোনার দাম আজ রয়েছে ৬ হাজার ৫৮৭ টাকা। ১০ গ্রাম সোনার দাম আজ রয়েছে ৬৫ হাজার ৮৭০ টাকা। ১০০ গ্রাম সোনার দাম পড়বে ৬ লক্ষ ৫৮ হাজার ৭০০ টাকা। একদিনো ২০০০ টাকা দাম কমেছে সোনার।
রুপোর দাম-
আজ সোনার পাশাপাশি রুপোর দামও কমেছে। ১০০ গ্রাম রুপোর দাম রয়েছে ৯৮০০ টাকা। ১ কেজি রুপো কিনতে খরচ পড়বে ৯৮ হাজার টাকা। একদিনে ৩০০০ টাকা কমেছে রুপোর দামও।





