Dividend And Retired Life: এই শেয়ার থাকলে ডিভিডেন্ডেই কাটবে অবসর জীবন, প্রায় ৬ শতাংশ পর্যন্ত ডিভিডেন্ড ইল্ড দিচ্ছে এই সংস্থা!
Indian Market: করোনা পরবর্তীতে ভারতের বাজার একটা দুর্দান্ত উত্থান দেখেছে। আর এই সময়ে অনেক সংস্থাই তাদের ডিভিডেন্ড ইল্ড হুড়মুড়িয়ে বাড়িয়ে দিয়েছে।

করোনা পরবর্তীতে ভারতের বাজার একটা দুর্দান্ত উত্থান দেখেছে। গত কয়েকটা বছরে প্রায় ২০০ শতাংশ বৃদ্ধি পেয়েছে ভারতের বেঞ্চমার্ক সূচক নিফটি ৫০। যদিও ২৬ সেপ্টেম্বর সর্বোচ্চ পয়েন্ট ছোঁয়ার পর খানিকটা পড়েছে ভারতের দুই বেঞ্চমার্ক সূচকই।
ভারতের বাজারের এই উত্থানে সবচেয়ে বেশি লাভবান অবশ্যই হয়েছে বিদেশি বিনিয়োগকারীরা। এ ছাড়াও লাভবান হয়েছে দেশের অন্যান্য বিনিয়োগকারীরা, যা মধ্যে অবশ্যই রয়েছে খুচরো বিনিয়োগকারীরা। আর এই সময়ে অনেক সংস্থাই তাদের ডিভিডেন্ড ইল্ড হুড়মুড়িয়ে বাড়িয়ে দিয়েছে। যে সব সংস্থা প্রতি বছর সময় করে ডিভিডেন্ড দেয় তার মধ্যে ডিবি কর্প, ওএনজিসি ও আইটিসি লিমিটেডের শেয়ারের ডিভিডেন্ড ইল্ড এখন বলা যায় সবচেয়ে বেশি।
ডিবি কর্প
এই সংস্থার মার্কেট ক্যাপিটালাইজেশন ৩ হাজার ৯৭৫ কোটি টাকা। আর ডিভিডেন্ড ইল্ড ৫.৮২ শতাংশ। গত অক্টোবরের ২৫ তারিখ ৫ টাকা ডিভিডেন্ড দিয়েছে এই সংস্থা।
ওএনজিসি
অয়েল অ্যান্ড ন্যাচরাল গ্যাস কর্পোরেশন ফেব্রুয়ারি মাসের ৭ তারিখ শেষবার ডিভিডেন্ড দিয়েছে। তারাও ৫ টাকা ডিভিডেন্ড দিয়েছে। ২ লক্ষ ৯৩ হাজার ৫৮ কোটি মার্কেট ক্যাপের এই সংস্থার ডিভিডেন্ড ইল্ড ৫.২৬ শতাংশ।
আইটিসি
কলকাতা থেকে যাত্রা শুরু ভারতের অন্যতম বৃহৎ বহুজাতিক সংস্থা আইটিসির। ৫ লক্ষ ৬ হাজার ৫৬৮ কোটি টাকা মার্কেট ক্যাপের এই সংস্থার ডিভিডেন্ড ইল্ড ৩.৩৯ শতাংশ। শেষবার ১২ ফেব্রুয়ারি ৬ টাকা ৫০ পয়সা ডিভিডেন্ড দিয়েছে তারা।
এমন অনেক সংস্থা রয়েছে যারা অনেক বেশি টাকা ডিভিডেন্ড দেয়। কিন্তু সেই সব সংস্থার শেয়ারের দামের তুলনায় ডিভিডেন্ডের অনুপাত অত্যন্ত কম হয়, ফলে সংস্থাগুলোর ডিভিডেন্ড ইল্ডও কম হয়। সেই কারণেই ১১০ টাকা ডিভিডেন্ড দেওয়া পি অ্যান্ড জি নেই এই তালিকায়।
শেয়ারে বিনিয়োগ করতে চাইলে সেই শেয়ারের বিষয়ে যথাযথ তথ্যানুসন্ধান ও অ্যানালিসিস করুন। এই লেখা শুধুমাত্র শিক্ষাগত উদ্দেশ্যে। TV9 বাংলা বিনিয়োগের কোনও উপদেশ দেয় না।
বিশেষ দ্রষ্টব্য: যে কোনও বিনিয়োগে বাজারগত ঝুঁকি রয়েছে। ফলে, আগে বিনিয়োগ সংক্রান্ত সমস্ত নথি সাবধানে পড়ে নেবেন। তারপর বিনিয়োগ নিয়ে সিদ্ধান্ত নেবেন।





