Gold Price Today: সোনা দিয়ে করুন সোহাগ, পকেটেও পড়বে না চাপ, জেনে নিন আজকের সোনার দর
Gold-Silver Price: আপনিও যদি পরিবারের কোনও সদস্যকে সোনা বা রুপোর গহনা দিয়ে খুশি করতে চান, তবে এখনই সুবর্ণ সুযোগ। বছর শেষে বেশ অনেকটাই কম রয়েছে সোনার দাম (Gold Price Drop)। আজ কিছুটা কমেছে রুপোর দামও (Silver Price Drop)।
কলকাতা: বছর শেষে বউ বা প্রেমিকাকে খুশি করতে চান? নারীদের মন জেতার মোক্ষম অস্ত্র হল সোনা (Gold)। গহনা পছন্দ করেন না, এমন মহিলার সংখ্যা তুলনামূলকভাবে কমই। আপনিও যদি পরিবারের কোনও সদস্যকে সোনা বা রুপোর গহনা দিয়ে খুশি করতে চান, তবে এখনই সুবর্ণ সুযোগ। বছর শেষে বেশ অনেকটাই কম রয়েছে সোনার দাম (Gold Price Drop)। আজ কিছুটা কমেছে রুপোর দামও (Silver Price Drop)। আজ, ২০ ডিসেম্বরে সোনা রুপোর দর দেখে নিন একনজরে-
২২ ক্যারেট সোনার দাম-
আজ ২২ ক্যারেট ১০ গ্রাম সোনার দাম রয়েছে ৫৭ হাজার ৪০০ টাকা। গতকালের তুলনায় আজ অপরিবর্তিত রয়েছে সোনার দাম।
২২ ক্যারেটের ১০০ গ্রাম সোনার দাম রয়েছে ৫ লক্ষ ৭৪ হাজার টাকা।
২৪ ক্যারেট সোনার দাম-
আজ ২৪ ক্যারেটের ১০ গ্রাম সোনার দাম রয়েছে ৬২ হাজার ৬২০ টাকা। গতকালের থেকে আজ সোনার দামে কোনও পরিবর্তন আসেনি।
২৪ ক্যারেটের ১০০ গ্রাম সোনার দাম রয়েছে ৬ লক্ষ ২৬ হাজার ২০০ টাকা। দামে কোনও পরিবর্তন হয়নি।
১৮ ক্যারেট সোনার দাম-
১৮ ক্যারেটের ১০ গ্রাম সোনার দাম আজ রয়েছে ৪৬ হাজার ৯৬০ টাকা। গতকালের তুলনায় আজ দাম অপরিবর্তিতই রয়েছে।
১০০ গ্রাম সোনার দাম ৪ লক্ষ ৬৯ হাজার ৬০০ টাকা।
রুপোর দাম-
আজ কিছুটা কমেছে রুপোর দাম। ১ কেজি রুপোর দাম রয়েছে ৭৭ হাজার ৫০০ টাকা। গতকালের তুলনায় ৫০০ টাকা কমেছে রুপোর দাম।
প্ল্যাটিনামের দাম-
আজ বেশ অনেকটাই বেড়েছে প্ল্যাটিনামের। ১০০ গ্রাম প্ল্যাটিনামের দাম আজ রয়েছে ২ লক্ষ ৫৪ হাজার ৪০০ টাকা। অর্থাৎ একদিনে ২৪০০ টাকা বেড়েছে প্ল্যাটিনামের দাম।