Gold Price Today : ক্রেতাদের মুখে চওড়া হাসি, বুধেও সস্তা সোনা, কত দরে বিকোচ্ছে হলুদ ধাতু?

Gold Price Today : বুধবারও কম রয়েছে সোনার দাম। আর ১ কেজি রুপোর দাম কমল ৪০০ টাকা।

Gold Price Today : ক্রেতাদের মুখে চওড়া হাসি, বুধেও সস্তা সোনা, কত দরে বিকোচ্ছে হলুদ ধাতু?
ছবি সৌজন্যে : Pixabay
Follow Us:
| Edited By: | Updated on: Sep 29, 2022 | 11:59 AM

কলকাতা : পুজো এসেই গেল। কোনও কোনও মণ্ডপে তো এখন থেকেই ভিড় জমাতে শুরু করেছেন মানুষ। কিন্তু এখনও অনেকেরই কেনাকাটা বাকি। আর যাঁরা সোনার গয়না কিনবেন ভাবছেন তাঁদের জন্য এখনই সুবর্ণ সুযোগ। কম রয়েছে সোনার দাম। এই ফাঁকে কিনে ফেলুন সোনার গয়না। বুধবার দাম বাড়েনি সোনার গয়নার। আরও কিছুটা দাম কমেছে রুপোর। এদিন ১ কেজি রুপোর দাম কমেছে ৪০০ টাকা। এদিন সোনার গয়নার দামে চোখ বুলিয়ে নিন।

বুধবার সকাল ১১ টা অনুযায়ী কলকাতায় সোনা-রুপোর দাম :

২২ ক্যারেট হলমার্ক সোনা (১ গ্রাম) : ৪,৫৮০ টাকা

২২ ক্যারেট হলমার্ক সোনা (৮ গ্রাম) : ৩৬,৬৪০ টাকা

২২ ক্যারেট হলমার্ক সোনা (১০ গ্রাম) : ৪৫,৮০০ টাকা

২২ ক্যারেট হলমার্ক সোনা (১০০ গ্রাম) : ৪,৫৮,০০০ টাকা

২৪ ক্যারেট পাকা সোনা (১ গ্রাম) : ৪,৯৯৭ টাকা

২৪ ক্যারেট পাকা সোনা (৮ গ্রাম) : ৩৯,৯৭৬ টাকা

২৪ ক্যারেট পাকা সোনা (১০ গ্রাম) : ৪৯,৯৭০ টাকা

২৪ ক্যারেট পাকা সোনা (১০০ গ্রাম) : ৪,৯৯,৭০০ টাকা

১ কেজি রুপোর বাটের দাম : ৫৫,০০০ টাকা

সোনা-রুপোর তুলনামূলক দাম :

পুজোর আগে ক্রেতাদের মুখে চওড়া হাসি। দাম কম রয়েছে সোনার। আজও গত ৬ মাসে সর্বনিম্ন রয়েছে সোনার দাম। রুপোর দামেও বড় পতন দেখা গিয়েছে এদিন। গত দুই সপ্তাহে সর্বনিম্ন রয়েছে রুপোর দাম।

মঙ্গলবার বিশ্ব বাজারে ১ ট্রয় আউন্স সোনার দাম ছিল ১,৬৩৪,৪০ মার্কিন ডলার। এদিন বিশ্ব বাজারে আরও খানিকটা দাম কমেছে সোনার। এদিন এক ট্রয় আউন্স সোনার দাম রয়েছে ১,৬২৪.৮২।

সোনার শেয়ার বাজারের দাম :

বুধবার প্রতিবেদনটি লেখার সময় দাম বেড়েছে টাইটান কোম্পানির শেয়ারের। এদিন এই কোম্পানির শেয়ারের দাম বেড়ে হয়েছে ২,৬৩০ টাকা। এদিন কল্যাণ জুয়েলারের শেয়ারের দাম বেড়ে হয়েছে ৯৭.৫০ টাকা। এদিন দাম কমেছে পিসি জুয়েলারের শেয়ারেরও। এই সংস্থার শেয়ারের দাম কমে হয়েছে ৮১.১০ টাকা।