Gold Price Today: বিয়ের শেষ মুহূর্তের কেনাকাটা করছেন? আজ সোনা কিনলে বাঁচবে অনেক টাকা, জানুন দর

Gold-Silver Price: আগামী ১৫ ডিসেম্বরই শেষ বিয়ের তারিখ। ওই তারিখে দেশজুড়ে প্রায় কয়েক লক্ষ বিয়ে হবে। আপনারও যদি পরিবারে কারোর বিয়ে থাকে, বা ঘনিষ্ঠ কারোর বিয়ের নিমন্ত্রণ থাকে, তবে সোনা কেনার জন্য ভাল দিন আজ। কারণ বিগত কয়েকদিনের তুলনায় অনেকটাই কম রয়েছে সোনার দাম। 

Gold Price Today: বিয়ের শেষ মুহূর্তের কেনাকাটা করছেন? আজ সোনা কিনলে বাঁচবে অনেক টাকা, জানুন দর
ফাইল চিত্রImage Credit source: Facebook
Follow Us:
| Edited By: | Updated on: Dec 11, 2023 | 8:19 AM

কলকাতা: প্রায় শেষ হতে চলল চলতি বছরের বিয়ের মরশুম। আগামী ১৫ ডিসেম্বরই শেষ বিয়ের তারিখ। ওই তারিখে দেশজুড়ে প্রায় কয়েক লক্ষ বিয়ে হবে। আপনারও যদি পরিবারে কারোর বিয়ে থাকে, বা ঘনিষ্ঠ কারোর বিয়ের নিমন্ত্রণ থাকে, তবে সোনা কেনার জন্য ভাল দিন আজ। কারণ বিগত কয়েকদিনের তুলনায় অনেকটাই কম রয়েছে সোনার দাম।

আজ, সোমবার, ১১ ডিসেম্বর অপরিবর্তিত রয়েছে সোনার দাম। দাম পরিবর্তন হয়নি রুপো বা প্ল্যাটিনামেরও। যেহেতু রবিবার একধাক্কায় অনেকটাই কমেছিল সোনার দাম, তাই আজও কমই রয়েছে সোনা-রুপের দর। এক নজরে দেখে নেওয়া যাক সোনার দাম-

২২ ক্যারেট-

১ গ্রাম ২২ ক্যারেট সোনার দাম রয়েছে ৫৭১৫ টাকা।

১০ গ্রাম ২২ ক্যারেটের সোনার দাম রয়েছে ৫৭ হাজার ১৫০ টাকা।

১০০ গ্রাম ২২ ক্যারেটের সোনার দাম রয়েছে ৫ লক্ষ ৭১ হাজার ৫০০ টাকা।

২৪ ক্যারেট-

২৪ ক্যারেট ১০ গ্রাম সোনার দাম আজ রয়েছে ৬২ হাজার ৩৫০ টাকা।

১০০ গ্রাম ২৪ ক্যারেট সোনার দাম রয়েছে ৬ লক্ষ ২৩ হাজার ৫০০ টাকা।

১৮ ক্য়ারেট-

১০ গ্রাম ১৮ ক্য়ারেটের সোনার দাম আজ রয়েছে ৪৬ হাজার ৭৬০ টাকা।

১০০ গ্রাম ১৮ ক্যারেটের সোনার দাম ৪ লক্ষ ৬৭ হাজার ৬০০ টাকা।

রুপোর দাম-

আজ অপরিবর্তিত রয়েছে রুপোর দামও। আজ ১ কেজি রুপোর দাম ৭৬ হাজার টাকা।

প্ল্যাটিনামের দাম-

আজ প্ল্যাটিনামের দামও অপরিবর্তিত রয়েছে। ১০০ গ্রাম প্ল্যাটিনামের ২ লক্ষ ৪৫ হাজার ৯০০ টাকা।