Gold Price Today: তিনদিন ধরে একই রইল সোনা-রুপোর দাম, গহনা কেনার এটাই সুবর্ণ সুযোগ
Gold Price Today: বিগত তিনদিন ধরে সোনা-রুপোর দাম অপরিবর্তিত রয়েছে। বিগত ১০ দিনের মধ্য়ে গত ২ জুন সর্বোচ্চ দাম বেড়েছিল সোনার দাম। ২ জুন সোনার দাম ৩০০ টাকা বেড়েছিল।
কলকাতা: সামনেই বিয়ে বা অন্য কোনও অনুষ্ঠানের জন্য গহনা কেনার পরিকল্পনা রয়েছে? তবে আপনার জন্য রয়েছে সুখবর। নতুন মাসে বেশ কিছুটা সস্তা হল সোনা-রুপোর দাম। ২ জুন সোনার দাম বেশ কিছুটা বাড়ার পরই ৩ জুন থেকে কমেছিল সোনার দাম। বিগত তিনদিন ধরে অপরিবর্তিতই রয়েছে সেই সোনার দাম। আজ কলকাতায় ২২ ক্য়ারেট ১০ গ্রাম সোনার দাম ৫৫ হাজার ৩০০ টাকা। অপরিবর্তিত রয়েছে রুপোর দামও।
৫ জুন, সোমবার ১০ টায় ২২ ক্যারেট সোনার দাম:
২২ ক্যারেট ১ গ্রাম সোনার দাম: ৫৫৩০ টাকা
২২ ক্যারেট ৮ গ্রাম সোনার দাম: ৪৪,২৪০ টাকা
২২ ক্যারেট ১০ গ্রাম সোনার দাম: ৫৫,৩০০ টাকা
২২ ক্যারেট ১০০ গ্রাম সোনার দাম: ৫,৫৩,০০০ টাকা
২৪ ক্যারেট সোনার দাম
২৪ ক্যারেট ১ গ্রাম সোনার দাম: ৬,০৩৩ টাকা
২৪ ক্যারেট ৮ গ্রাম সোনার দাম: ৪৮,২৬৪ টাকা
২৪ ক্যারেট ১০ গ্রাম সোনার দাম: ৬০,৩৩০ টাকা
২৪ ক্যারেট ১০০ গ্রাম সোনার দাম: ৬,০৩,৩০০ টাকা
রুপোর দাম-
১ গ্রাম রুপোর দাম- ৭৩ টাকা
৮ গ্রাম রুপোর দাম- ৫৮৪ টাকা
১০ গ্রাম রুপোর দাম- ৭৩০ টাকা
১০০ গ্রাম রুপোর দাম- ৭,৩০০ টাকা
১ কেজি রুপোর দাম: ৭৩,০০০ টাকা
সোনা-রুপোর তুলনামূলক দাম:
বিগত এক মাসেরও বেশি সময় ধরে নিম্নমুখী ছিল সোনা-রুপোর দর। গত মাসের শেষ সপ্তাহেও টানা তিনদিন ধরে কমেছিল সোনার দাম। যার ফলে বিক্রি-বাট্টাও বেশ বেড়েছে। তবে বিগত তিনদিন ধরে সোনা-রুপোর দাম অপরিবর্তিত রয়েছে। বিগত ১০ দিনের মধ্য়ে গত ২ জুন সর্বোচ্চ দাম বেড়েছিল সোনার দাম। ২ জুন সোনার দাম ৩০০ টাকা বেড়েছিল।
আজ বিশ্ব বাজারে দাম কমেছে স্পট গোল্ডের। আজ ১ ট্রয় আউন্স স্পট গোল্ডের দাম ১৯৪৩.১৫ মার্কিন ডলার।