আপনি কি স্বর্ণপ্রেমী? এই তথ্য জেনে রাখা জরুরি

করোনার (Covid) কোপে সারা দেশের নানা জায়গায় লকডাউন চলছে। লকডাউনের জেরে ধাক্কা খেয়েছে সোনার চাহিদা। খুচরো ব্যবসায়ীদের মতে, সোনার চাহিদা আগের থেকে কমেছে।

আপনি কি স্বর্ণপ্রেমী? এই তথ্য জেনে রাখা জরুরি
ফাইল চিত্র
Follow Us:
| Edited By: | Updated on: Aug 24, 2021 | 3:37 PM

কলকাতা: সোনার (Gold) দাম নানা সময় ওঠানামা করে। স্বর্ণপ্রেমীদের চোখ থাকে সেই দিকে। কলকাতায় (Kolkara) আজ সোনার দাম– পাকা সোনা ২৪ ক্যারেট প্রতি গ্রাম ৪৮০০ টাকা। গয়নার সোনা ২২ ক্যারেট প্রতি গ্রাম ৪৫৫৫ এবং হলমার্ক সোনা ২২ ক্যারেট প্রতি গ্রাম ৪৬২৫ টাকা।

করোনার কোপে সারা দেশের নানা জায়গায় লকডাউন চলছে। লকডাউনের জেরে ধাক্কা খেয়েছে সোনার চাহিদা। খুচরো ব্যবসায়ীদের মতে, সোনার চাহিদা আগের থেকে কমেছে। এখন বেঁচে থাকাটাই মানুষের কাছে যেন প্রধান দায় হয়ে উঠেছে। তবে বিশেষজ্ঞদের মতে, আগামী দিনে সোনার আরও দাম কমতে পারে। দ্রুতই সোনা কেনার সুবর্ণ সুযোগ আসবে। তখন সঞ্চয় করার জন্য ভাল সময় হবে। দাম কম থাকার সময় কিছুটা সোনা কিনে রাখলে লাভবান হতে পারেন।

সম্প্রতি সোনার দাম কিছুটা বেড়েছিল। সাধারণ মানুষের পক্ষে যা কিছুটা অসুবিধা হয়ে দাঁড়াবে। আবার হলুদ ধতুর দাম খানিকটা বেড়েছে। এখন পাকা সোনা ২৪ ক্যারেট ১০ গ্রাম ৪৮৬০০ টাকা। গয়নার সোনা ২২ ক্যারেট ১০ গ্রাম ৪৫৫৫০ টাকা এবং হলমার্ক সোনা ২২ ক্যারেট ১০ গ্রাম ৪৬২৫০ টাকা। আরও পড়ুন: জ্বলানির দাম নিম্নমুখী, স্বস্তিতে আমজনতা