Bank Holiday: সরকারি ব্যাঙ্কের কর্মীদের জন্য এবার সুখবর আসতে চলেছে!
Bank holiday: অল ইন্ডিয়া ব্যাঙ্ক অফিসার্স কনফেডারেশন ইতিমধ্যে সরকারি ব্যাঙ্কগুলিতে প্রতি শনিবার ছুটির অনুমোদন দিতে সম্মত হয়েছে। বর্তমানে প্রতি মাসের দ্বিতীয় ও চতুর্থ শনিবার দেশের সমস্ত ব্যাঙ্কে ছুটি থাকে। নতুন সিদ্ধান্ত বাস্তবায়িত হলে ব্যাঙ্কগুলিতে ৫ দিন ছুটি চালু হবে।
নয়া দিল্লি: লোকসভা নির্বাচনের আগে এবার সুখবর পেতে চলেছেন সরকারি ব্যাঙ্কের কর্মচারীরা। শীঘ্রই তাঁদের বেতন বাড়তে পারে। ১৭ শতাংশ বেতন বাড়তে পারে। শুধু তাই নয়, ব্যাঙ্ক কর্মচারীদের ‘সপ্তাহে ৫ কর্মদিবস’ নীতিও অনুমোদন করা যেতে পারে। এই দুই সিদ্ধান্ত কার্যকর হলে সরকারি ব্যাঙ্কের প্রায় ৮ লক্ষ কর্মী সপ্তাহে একদিনের অতিরিক্ত ছুটি ও বেতন বাড়ার সুবিধা পাবেন। IBA CEO সুনীল মেহতা ‘X’-এ লিখেছেন যে এটি ব্যাঙ্কিং সেক্টরের জন্য একটি মাইলফলক সিদ্ধান্ত।
ব্যাঙ্ক ও কর্মচারীদের মধ্যে চুক্তি হয়েছে
জানা গিয়েছে, শুক্রবার ইন্ডিয়ান ব্যাঙ্কস অ্যাসোসিয়েশন (IBA) এবং ব্যাঙ্ক কর্মচারী সংগঠনগুলির মধ্যে ১৭ শতাংশ বার্ষিক বেতন বৃদ্ধির বিষয়ে একটি চুক্তি হয়েছে। এটি কার্যকর হলে সরকারি ব্যাঙ্কের কর্মীদের বেতন এক লাফে অনেকটা বাড়ছে।
এখন প্রতি শনিবার সরকারি ব্যাঙ্ক বন্ধ থাকবে
অল ইন্ডিয়া ব্যাঙ্ক অফিসার্স কনফেডারেশন ইতিমধ্যে সরকারি ব্যাঙ্কগুলিতে প্রতি শনিবার ছুটির অনুমোদন দিতে সম্মত হয়েছে। বর্তমানে প্রতি মাসের দ্বিতীয় ও চতুর্থ শনিবার দেশের সমস্ত ব্যাঙ্কে ছুটি থাকে। নতুন সিদ্ধান্ত বাস্তবায়িত হলে ব্যাঙ্কগুলিতে ৫ দিন ছুটি চালু হবে। তবে এর জন্য ব্যাঙ্ককর্মীদের সময়সীমা বাড়বে কি না, তা এখনও চূড়ান্ত হয়নি।
মহিলারা অতিরিক্ত অসুস্থতার ছুটি পাবেন
নতুন মজুরি চুক্তির আওতায় সব মহিলা কর্মচারীকে মেডিক্যাল সার্টিফিকেট না দিয়ে প্রতি মাসে একদিন ‘অসুস্থ ছুটি’ নিতে দেওয়া হবে।
বেতনের ছুটি নিয়ে বড় সিদ্ধান্ত
বৈঠকে গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী, ব্যাঙ্ককর্মীরা তাদের বেতনের ছুটি জমা করার অধিকার পাবেন। এটি অবসর গ্রহণের সময় বা অফিসে কাজ করার সময় মৃত্যুর ক্ষেত্রে পরবর্তী ২৫৫ দিনের জন্য (বেতন হিসাবে) ব্যবহার করতে পারবেন।