এবার ঋণ দেবে Google! GPay চালু করছে ‘স্যাশে লোন’ পরিষেবা

GPay to launch sachet loans: বৃহস্পতিবার (১৯ অক্টোবর), নয়া দিল্লিতে গুগলের বার্ষিক অনুষ্ঠান, গুগল ফর ইন্ডিয়া (Google for India) অনুষ্ঠানে, তথ্য প্রযুক্তি সংস্থাটি জানিয়েছে, ভারতে ছোট ব্যবসায়ী এবং উপভোক্তাদের জন্য তারা 'স্যাশে' ঋণ দিতে চলেছে। এর জন্য ডিএমআই ফাইন্যান্সের সঙ্গে চুক্তি করেছে গুগল। ইপেলেটার (ePayLater) সংস্থার সঙ্গে অংশীদারিত্বে ছোট ব্যবসায়ীদের জন্য একটি নতুন ঋণদান পরিষেবাও চালু করল গুগল।

এবার ঋণ দেবে Google! GPay চালু করছে 'স্যাশে লোন' পরিষেবা
৫টি নতুন ঋণদান পরিষেবা চালু করল গুগল Image Credit source: Twitter
Follow Us:
| Edited By: | Updated on: Oct 19, 2023 | 5:53 PM

নয়া দিল্লি: ভারতে ঋণ দেবে গুগল। এর জন্য ব্যাঙ্ক এবং নন-ব্যাঙ্কিং আর্থিক সংস্থাগুলির সঙ্গে হাত মেলাচ্ছে ভারতের অন্যতম বৃহৎ অনলাইন পেমেন্ট পরিষেবা সংস্থা গুগল পে (Google Pay)। ফলে, জিপে (Gpay) অ্যাপের মাধ্যমেই ভারতের উপভোক্তা এবং ছোট ব্যবসায়ীরা ঋণ গ্রহণ করতে পারবেন। বৃহস্পতিবার (১৯ অক্টোবর), নয়া দিল্লিতে গুগলের বার্ষিক অনুষ্ঠান, গুগল ফর ইন্ডিয়া (Google for India) অনুষ্ঠানে, তথ্য প্রযুক্তি সংস্থাটি জানিয়েছে, ভারতে ছোট ব্যবসায়ী এবং উপভোক্তাদের জন্য তারা ‘স্যাশে’ ঋণ দিতে চলেছে। এর জন্য ডিএমআই ফাইন্যান্সের সঙ্গে চুক্তি করেছে গুগল। ইপেলেটার (ePayLater) সংস্থার সঙ্গে অংশীদারিত্বে ছোট ব্যবসায়ীদের জন্য একটি নতুন ঋণদান পরিষেবাও চালু করল গুগল। এর ফলে, পণ্য ক্রয়ের সময় ছোট ব্যবসায়ীদের মূলধনের প্রয়োজনীয়তা মিটবে বলে আশা করা হচ্ছে। অনলাইনের পাশাপাশি এবং অফলাইনেও এই পরিষেবা ব্যবহার করা যাবে।

১০,০০০ টাকা থেকে ১ লক্ষ টাকা পর্যন্ত ছোট মাপের ঋণকে বলা হয় স্যাশে ঋণ। সাধারণত, ৭ দিন থেকে ১২ মাসের মধ্যে এই ঋণ শোধ করতে হয়। এদিন গুগল ইন্ডিয়া জানিয়েছে, ভারতের ছোট ব্যবসায়ীদের প্রায়শই ছোট মাপের ঋণের প্রয়োজন হয়। তাই, এই স্যাশে ঋণ জান পরিষেবা চালু করা হল। এর ফলে, ছোট ব্যবসায়ীরা গুগল সংস্থা থেকে ১৫,০০০ টাকা এবং তার বেশি ঋণ নিতে পারবেন। মাত্র ১১১ টাকার ইএমআই-তে শোধ করা যাবে এই ঋণ। ছোট ব্যবসায় ঋণদান করে ইন্ডিফাই (Indifi) সংস্থা। গত বছরই তাদের সঙ্গে চুক্তি করেছিল গুগল। এদিন, গুগল ফর ইন্ডিয়া ইভেন্টে, সংস্থা জানিয়েছে, তারা মোট পাঁচটি নতুন ঋণ দান পরিষেবা চালু করতে চলেছে –

১. HDFC ব্যাঙ্ক লিমিটেড এবং ICICI ব্যাঙ্ক লিমিটেডের সঙ্গে যৌথ অংশীদারিতে UPI অ্যাপের সঙ্গে Rupay ক্রেডিট কার্ড এবং UPI-য়ে ঋণদান পরিষেবা লিঙ্ক করা

২. Axis ব্যাঙ্ক লিমিটেড এবং ডিএমআই ফাইনান্স লিমিটেডের সঙ্গে যৌথ অংশীদারিতে ব্যক্তিগত ঋণ দান পরিষেবা

৩. ডিএমআই ফাইনান্স, ICICI ব্যাঙ্ক এবং ইন্ডিফাই (Indifi) এর মাধ্যমে বাণিজ্যিক ঋণদান পরিষেবা

৪. ডিএমআই ফাইনান্সের সঙ্গে অংশীদারিত্বে স্যাশে ঋণ পরিষেবা

৫. ইপে লেটারের সঙ্গে অংশীদারিত্বে বাণিজ্যিক ঋণদান পরিষেবা

গুগল সংস্থা জানিয়েছে, এই ঋণদান পরিষেবাগুলির ক্ষেত্রে তথ্যের গোপনীয়তা রক্ষা, নিরাপত্তা, গ্রাহকদের সম্মতি এবং নিয়ন্ত্রণকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। তথ্য প্রযুক্তি সংস্থাটি জানিয়েছে, গোপনীয়তার সুরক্ষা বজায় রেখে, ঋণ পরিষেবাকে ডিজিটাইজ করা হচ্ছে। এর মাধ্যমে কম আয়ের বৃহত্তর অংশের গ্রাহকদের জন্য ঋণ পরিষেবার পরিসরকে প্রসারিত করতে চায় তারা। ভারতে ‘ডিজিকবচ’ নামেও একটি উদ্যোগ চালু করছে গুগল। ভারতে আর্থিক জালিয়াতি রোধ করাই এই পরিষেবার উদ্দেশ্য। গুগলের মতে, ডিজিকবচ একটি প্রাথমিক সতর্ককরণ ব্যবস্থা। বড় ক্ষতি হওয়ার আগেই আর্থিক জালিয়াতির ধরণগুলি শনাক্ত করতে পারে এই ব্যবস্থা।