GST: গত বছরের তুলনায় এ বছর সেপ্টেম্বরে জিএসটি আদায় বেড়েছে ১০ শতাংশ

অর্থ মন্ত্রকের এক বিবৃতি বলা হয়েছে, “২০২৩ সালের সেপ্টেম্বর মাসে জিএসটি রেভিনিউ গত বছর সেপ্টেম্বর মাসের তুলনায় ১০ শতাংশ বেশি। ঘরোয়া বাজার থেকে জিএসটি ১৪ শতাংশ বেশি আদায় হয়েছে। এই অর্থবর্ষে এ নিয়ে চার বার জিএসটি আদালয় ১.৬০ লক্ষ কোটির মাত্রা ছাড়াল।”

GST: গত বছরের তুলনায় এ বছর সেপ্টেম্বরে জিএসটি আদায় বেড়েছে ১০ শতাংশ
প্রতীকী ছবিImage Credit source: Twitter
Follow Us:
| Edited By: | Updated on: Oct 03, 2023 | 7:15 AM

নয়াদিল্লি: ২০২২ সালের সেপ্টেম্বর মাসের তুলনায় ২০২৩ সালের সেপ্টেম্বর মাসে জিএসটি আদায় বেড়েছে প্রায় ১০ শতাংশ। রবিবার জিএসটি কাউন্সিলের এই তথ্য প্রকাশ করেছে। এ বছর সেপ্টেম্বর মাসে জিএসটি থেকে আদায় হয়েছে ১ লক্ষ ৬২ হাজার ৭১২ কোটি টাকা। ২০২৩-২৪ অর্থবর্ষে এ নিয়ে মোট চার বার এক মাসে জিএসটি আদায় ১.৬০ লক্ষ কোটি টাকা পার করল। ২০২৩-২৪ অর্থবর্ষের প্রথম হাফে অর্থাৎ সেপ্টেম্বর মাস অবধি জিএসটি আদায় হয়েছে ৯ লক্ষ ৯২ হাজার ৫০৮ লক্ষ কোটি টাকা। যা গত বছর এই সময়কালের মধ্যেই জিএসটি আদায় হয়েছিল ৮ লক্ষ ৯৩ হাজার ৩৩৪ টাকা। অর্থাৎ গত বছর এই সময়কালের থেকে ১১ শতাংশ জিএসটি আদায় বেড়েছে।

অর্থ মন্ত্রকের এক বিবৃতি বলা হয়েছে, “২০২৩ সালের সেপ্টেম্বর মাসে জিএসটি রেভিনিউ গত বছর সেপ্টেম্বর মাসের তুলনায় ১০ শতাংশ বেশি। ঘরোয়া বাজার থেকে জিএসটি ১৪ শতাংশ বেশি আদায় হয়েছে। এই অর্থবর্ষে এ নিয়ে চার বার জিএসটি আদালয় ১.৬০ লক্ষ কোটির মাত্রা ছাড়াল।”

২০২৩-২৪ অর্থবর্ষে গড় জিএসটি আদায়ও অনেকটা বেড়েছে। গত অর্থবর্ষে যা ছিল ১.৪৯ লক্ষ কোটি। এই অর্থবর্ষে তা হয়েছে ১.৬৫ লক্ষ কোটি।