Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

HDFC Bank Interest Rates: দীপাবলি শেষ হতেই আমানতকারীদের জোড়া ‘উপহার’ HDFC-র, সুদের হার বাড়ল FD ও RD-তে

HDFC Bank Interest Rates: স্থায়ী আমানত ও রেকারিং ডিপোজিটে সুদের হার বাড়িয়েছে সুদের হার। ২৬ অক্টোবর থেকে এই নয়া সুদের হার প্রযোজ্য হয়েছে।

HDFC Bank Interest Rates: দীপাবলি শেষ হতেই আমানতকারীদের জোড়া 'উপহার' HDFC-র, সুদের হার বাড়ল FD ও RD-তে
এই ব্যাঙ্কগুলিকে RBI বিশেষ নজর দিয়ে থাকে। এই ব্যাঙ্কগুলির উপরই আবার কেন্দ্রীয় ব্যাঙ্ক কড়া নির্দেশিকা আরোপ করে থাকে। যাতে ভারতের মধ্যে তারা নিরাপদ ব্যাঙ্ক হতে পারে।
Follow Us:
| Edited By: | Updated on: Oct 27, 2022 | 8:30 AM

দীপাবলি শেষ হওয়ার পর আমানতকারীদের মুখে হাসি ফোটাতে জোড়া উপহারের ঘোষণা করল বেসরকারি ব্যাঙ্ক এইচডিএফসি (HDFC Bank)। গতকাল, ২৬ অক্টোবর ব্যাঙ্কের তরফে স্থায়ী আমানত (Fixed Deposits) এবং রেকারিং ডিপোজিটের (Recurring Deposits) সুদের হার বৃদ্ধি করা হয়েছে। ২ কোটি টাকার কম অর্থের আমানতের উপর এই নয়া সুদের হার প্রযোজ্য হতে চলেছে। এই মাসে এই নিয়ে দ্বিতীয়বার টার্ম ডিপোজিটে সুদের হার বৃদ্ধি করল বেসরকারি এই ব্যাঙ্কটি। এর আগে গত ১১ অক্টোবর ব্যাঙ্ক সুদের হার বাড়িয়েছিল।

ব্যাঙ্কের তরফে জানানো হয়েছে, ফিক্সড ডিপোজিটে সর্বোচ্চ ৫০ বেসিস পয়েন্ট বা ০.৫ শতাংশ এবং রেকারিং ডিপোজিটে সর্বোচ্চ ৪৫ বেসিস পয়েন্ট অথবা ০.৪৫ শতাংশ বৃদ্ধি করা হয়েছে ২৬ অক্টোবর থেকে। এদিকে প্রবীণ নাগরিকরা স্থায়ী আমানতের উপর অতিরিক্ত ৫০ বেসিস পয়েন্ট বা ০.৫ শতাংশ হারে সুদ পাবেন। এদিকে রেকারিং ডিপোজিটের ক্ষেত্রে প্রবীণ নাগরিকরা সর্বোচ্চ ৭৫ বেসিস পয়েন্ট বা ০.৭৫ শতাংশ অতিরিক্ত হারে সুদ পাবেন।

 ফিক্সড ডিপোজিটের নয়া হার :

৭ থেকে ১৪ দিন মেয়াদের স্থায়ী আমানতে ৩ শতাংশ হারে সুদ দেওয়া হচ্ছে। ১৫ থেকে ২৯ দিন মেয়াদের স্থায়ী আমানতে ৩ শতাংশ হারে সুদ দেওয়া হচ্ছে। ৩০ থেকে ৪৫ দিন মেয়াদের স্থায়ী আমানতে ৩.৫ শতাংশ হারে সুদ দেওয়া হচ্ছে। ৪৬ থেকে ৬০ দিন মেয়াদের স্থায়ী আমানতে ৪ শতাংশ হারে সুদ দেওয়া হচ্ছে। ৬১ থেকে ৮৯ দিন মেয়াদের স্থায়ী আমানতে ৪.৫ শতাংশ হারে সুদ দেওয়া হচ্ছে। ৯০ দিন থেকে ৬ মাস মেয়াদের স্থায়ী আমানতে ৪.৫ শতাংশ হারে সুদ দেওয়া হচ্ছে। ৬ মাস থেকে ৯ মাস মেয়াদের স্থায়ী আমানতে ৫.২৫ শতাংশ হারে সুদ দেওয়া হচ্ছে। ৯ মাস থেকে ১ বছর মেয়াদের স্থায়ী আমানতে ৫.৫ শতাংশ হারে সুদ দেওয়া হচ্ছে। ১ বছর থেকে ১৫ মাস মেয়াদের স্থায়ী আমানতে ৬.১ শতাংশ হারে সুদ দেওয়া হচ্ছে। ১৫ মাস থেকে ২ বছর মেয়াদের স্থায়ী আমানতে ৬.১৫ শতাংশ হারে সুদ দেওয়া হচ্ছে। ২ থেকে ৫ বছর মেয়াদের স্থায়ী আমানতে ৬.২৫ শতাংশ হারে সুদ দেওয়া হচ্ছে। ৫ ছেকে ১০ বছর মেয়াদের স্থায়ী আমানতে ৬.২ শতাংশ হারে সুদ দেওয়া হচ্ছে।

রেকারিং ডিপোজিটের নয়া হার:

৬ মাস মেয়াদের স্থায়ী আমানতে ৪.৫ শতাংশ হারে সুদ দেওয়া হচ্ছে। ৯ মাস মেয়াদের স্থায়ী আমানতে ৫.২৫ শতাংশ হারে সুদ দেওয়া হচ্ছে। ১২ মাস মেয়াদের স্থায়ী আমানতে ৬.১ শতাংশ হারে সুদ দেওয়া হচ্ছে। ১৫ মাস মেয়াদের স্থায়ী আমানতে ৬.১৫ শতাংশ হারে সুদ দেওয়া হচ্ছে। ২৪ মাস মেয়াদের স্থায়ী আমানতে ৬.১৫ শতাংশ হারে সুদ দেওয়া হচ্ছে। ২৭ মাস মেয়াদের স্থায়ী আমানতে ৬.২৫ শতাংশ হারে সুদ দেওয়া হচ্ছে। পাশাপাশি ৩৬, ৪৮, ৬০ মাস মেয়াদের স্থায়ী আমানতেও ৬.২৫ শতাংশ হারে সুদ দেওয়া হচ্ছে। এছাড়া ৯০ এবং ১২০ মাস মেয়াদের স্থায়ী আমানতে ৬.২ শতাংশ হারে সুদ দেওয়া হচ্ছে। রেকারিংয়ের ক্ষেত্রে ৬ থেকে ৬০ মাস মায়াদের আমানতগুলিতে প্রবীণ নাগরিকরা অতিরিক্ত ৫০ বেসিস পয়েন্ট হারে সুদ পাবেন। এদিকে ৯০ এবং ১২০ মাস মেয়াদের রেকারিং ডিপোজিটের ক্ষেত্রে প্রবীণ নাগরিকরা অতিরিক্ত ০.৭৫ শতাংশ হারে সুদ পাবেন।