Budget 2023: কেন্দ্রীয় বাজেট ২০২৩-২৪-এর মূল কথা, দেখে নিন এক নজরে

Budget 2023 highlights: বুধবার (১ ফেব্রুয়ারি), সংসদে ২০২৩-২৪ অর্থবর্ষের জন্য কেন্দ্রীয় বাজেট পেশ করলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। এক নজরে দেখে নিন এবারের বাজেটের মূল কথা।

Budget 2023: কেন্দ্রীয় বাজেট ২০২৩-২৪-এর মূল কথা, দেখে নিন এক নজরে
বাজেট বক্তৃতার সময় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন
Follow Us:
| Edited By: | Updated on: Feb 01, 2023 | 5:13 PM

নয়া দিল্লি: বুধবার (১ ফেব্রুয়ারি), সংসদে ২০২৩-২৪ অর্থবর্ষের জন্য কেন্দ্রীয় বাজেট পেশ করলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। পরিকাঠামোর উন্নয়নে এবং কৃষি ক্ষেত্রে উল্লেখযোগ্য মূলধন বরাদ্দ এবং আয়কর কাঠামোয় পরিবর্তন-সহ এদিনের বাজেটে বেশ কিছু বড় আর্থিক সংস্কারের কথা ঘোষণা করা হয়েছে। এক নজরে দেখে নেওয়া যাক, এবারের বাজেট –

– এবারের বাজেটে মোট সাতটি বিষয়ে অগ্রাধিকার দেওয়া হয়েছে। যাকে অর্থমন্ত্রী ‘সপ্তর্ষি’ বলে উল্লেখ করেছেন। এই সাতটি বিষয় হল – অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন, কৃষিক্ষেত্রে জিজিটাল পরিকাঠামো, পরিকাঠামো ও বিনিয়োগ, সম্ভাবনার উন্মোচন, গ্রিন গ্রোথ বা স্থিতিশীল বৃদ্ধি, যুবশক্তি এবং আর্থিক ক্ষেত্র।

– উচ্চ মূল্যের হর্টিকালচার ফসল উৎপাদনের জন্য ২২০০ কোটি টাকা ব্যয়-সহ আত্মনির্ভর ক্লিন প্ল্যান্ট প্রোগ্রাম চালু করা হবে।

– প্রধানমন্ত্রী আবাস যোজনার বরাদ্দ ৬৬ শতাংশ বাড়িয়ে ৭৯,০০০ কোটি করা হয়েছে।

– শহরাঞ্চল পরিকাঠামো উন্নয়ন তহবিল স্থাপন করা হবে। টায়ার ২ এবং টায়ার ৩ শহরগুলির পরিকাঠামোর উন্নয়নে এই তহবিল ব্যবহার করা হবে।

– এমএসএমই-দের সাহায্যার্থে এনটিটি ডিজি লকার স্থাপন করা হবে। বড় ব্যবসা এবং দাতব্য প্রতিষ্ঠানগুলি অনলাইনের সুরক্ষায় তাঁদের বিভিন্ন নথি জমা রাখতে পারবে এবং সেখান থেকে সেই নথিগুলি ভাগ করে নিতে পারবে।

– কোডিং, কৃত্রিম বুদ্ধিমত্তা, মেকাট্রনিক্স, আইওটি, থ্রিডি প্রিন্টিং, ড্রোনের মতো নতুন প্রযুক্তি ক্ষেত্রে লক্ষ লক্ষ যুবকের দক্ষতা বাড়াতে প্রধানমন্ত্রী কৌশল বিকাশ যোজনা ৪ চালু করা হবে। ৩০টি স্কিল ইন্ডিয়া ইন্টারন্যাশনাল সেন্টার স্থাপন করা হবে।

– গ্রামীণ এলাকায় তরুণ উদ্যোগপতিদের কৃষি স্টার্টআপ স্থাপনে উৎসাহ দিতে এগ্রিকালচার এক্সিলারেটর ফান্ড চালু করা হবে।

– মৎস্যজীবী, মাছ বিক্রেতা, এবং ক্ষুদ্র মৎস্য ব্যবসায়ীদের সাহায্যার্থে ৬,০০০ কোটি টাকার বিনিয়োগ-সহ প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ যোজনার একটি নতুন প্রকল্প চালু করা হবে।

– স্বাস্থ্য, পুষ্টি, শিক্ষা, কৃষি, জলসম্পদ, অর্থ, দক্ষতা উন্নয়ন এবং পরিকাঠামোর মতো সরকারি পরিষেবাগুলিকে ব্লক স্তরে পৌঁছে দিতে উচ্চাকাঙ্ক্ষী ব্লক প্রোগ্রাম চালু করা হচ্ছে। এই প্রকল্প দেশের ৫০০টি ব্লকে চালু করা হবে।

– তফসিলি উপজাতিদের উন্নয়নে আগামী তিন বছরে প্রধানমন্ত্রী পিভিটিজি উন্নয়ন মিশন বাস্তবায়িত করার জন্য ১৫,০০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে।

– পরিকাঠামো ক্ষেত্রে বেসরকারি বিনিয়োগের সুযোগ বাড়াতে নতুন পরিকাঠামো অর্থ সচিবালয় প্রতিষ্ঠা করা হয়েছে।

– শিক্ষকদের প্রশিক্ষণের জন্য জেলার শিক্ষা ও প্রশিক্ষণ প্রতিষ্ঠানগুলিকে ভাইব্র্য়ান্ট ইনস্টিটিউট অব এক্সেলেন্স হিসেবে গড়ে তোলা হবে।

– শিশু-কিশোরদের জন্য একটি জাতীয় ডিজিটাল গ্রন্থাগার স্থাপন করা হচ্ছে। বিভিন্ন বিষয়ের মানসম্পন্ন বই এই ডিজিটাল গ্রন্থাগারে পাওয়া যাবে।

– এক লক্ষ প্রাচীন শিলালিপির ডিজিটাইজেশন করা হবে। এর জন্য ‘ভারত শেয়ারড রিপোজিটরি অব ইনস্ক্রিপশন’ স্থাপন করা হবে।

– ‘মেক এআই ইন ইন্ডিয়া অ্যান্ড মেক এআই ওয়ার্ক ফর ইন্ডিয়া’-র দৃষ্টিভঙ্গি বাস্তবায়নের জন্য তিনটি শীর্ষস্থানীয় শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন করা হবে।

– স্টার্ট আপ এবং গবেষকদের উদ্ভাবন এবং গবেষণা প্রকাশের জন্য জাতীয় ডেটা গভর্নেন্স নীতি চালু করা হবে।

– গবেষণাগারে তৈরি হিরে ক্ষেত্রের জন্য গবেষণা ও উন্নয়নে অনুদান বরাদ্দ করা হয়েছে।

– ২০৩০ সালের মধ্যে গ্রিন হাইড্রোজেন মিশনের অধীনে ৫ মেট্রিক মিলিয়ন টন বার্ষিক উৎপাদন লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হচ্ছে।

– বিকল্প সার এবং রাসায়নিক সারের সুষম ব্যবহারে রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে উৎসাহিত করতে পিএম-প্রমাণ (PM-PRANAM) প্রকল্প চালু করা হবে।

– উপকূলরেখা বরাবর এবং লবণাক্ত জমিতে ম্যানগ্রোভ রোপণের জন্য ম্যানগ্রোভ ইনিশিয়েটিভ ফর শোরলাইন হ্যাবিট্যাটস অ্যান্ড টেঞ্জিবল ইনকামস বা মিষ্টি (MISHTI) প্রকল্প গ্রহণ করা হচ্ছে।

– চাহিদা-ভিত্তিক দক্ষতা, এমএসএমই-সহ বিভিন্ন নিয়োগকারীদের সঙ্গে সংযোগ স্থাপন এবং উদ্যোগপতিদের জন্য তৈরি প্রকল্পগুলির সুযোগ যাতে সহজে পাওয়া যায়, তার জন্য একটি ইউনিফাইড স্কিল ইন্ডিয়া ডিজিটাল প্ল্যাটফর্ম চালু করা হবে।

– তিন বছরে ৪৭ লক্ষ যুবক যুবতীকে বৃত্তি দিতে একটি সর্বভারতীয় ন্যাশনাল অ্যাপ্রেন্টিসশিপ প্রমোশন স্কিম চালু করা হবে।

– আর্থিক ও আনুষঙ্গিক তথ্যের কেন্দ্রীয় ভান্ডার হিসেবে ন্যাশনাল ফাইন্যান্সিয়াল ইনফরমেশন রেজিস্ট্রি স্থাপন করা হবে।

– আজাদি কা অমৃত মহোৎসবকে মাথায় রেখে মহিলা সম্মান সেভিংস সার্টিফিকেট চালু করা হবে। ৭.৫ শতাংশ সুদের হারে ২ বছরের মেয়াদে মহিলারা ২ লক্ষ টাকা পর্যন্ত জমা রাখা যাবে। মেয়াদের মধ্যেই এই প্রকল্পে জমা রাখা টাকা আংশিকভাবে তুলেও নেওয়া যাবে।

– নয়া কর কাঠামোয় বছরে ৭ লক্ষ টাকা পর্যন্ত আয় যাদের, তাদের কোনও কর দিতে হবে না। এর আগে এই সীমা ছিল বছরে ৫ লক্ষ টাকা। এছাড়া নতুন আয়কর কাঠামোয় মোট ছয়টি আয়ের স্ল্যাব ছিল। এদিন স্ল্যাবের সংখ্যা কমিয়ে পাঁচটি করা হয়েছে।

– নতুন আয়কর ব্যবস্থাই প্রধান কর ব্যবস্থায় হবে। তবে নাগরিকরা পুরোনো কর ব্যবস্থার সুবিধাও নিতে পারবেন।

– খেলনা, বাইসাইকেল, অটোমোবাইল এবং ন্যাপথা-সহ কিছু পণ্যের আমদানি শুল্ক, সেস এবং সারচার্জে সামান্য পরিবর্তন করা হয়েছে। বায়োগ্যাসের উপর আবগারি শুল্ক ছাড় দেওয়া হয়েছে। বৈদ্যুতিন গাড়ির লিথিয়াম-আয়ন ব্যাটারি তৈরির জন্য যন্ত্রাংশের উপর শুল্ক বাড়ানো হয়েছে।

– মোবাইল ফোনে ব্যবহৃত ক্যামেরার লেন্স এবং এর যন্ত্রাংশের উপর শুল্ক তুলে নেওয়া হয়েছে। টিভি প্যানেলের অংশগুলির শুল্ক ২.৫ শতাংশে কমানো হয়েছে। বৈদ্যুতিন চিমনি শুল্ক বাড়ানো হয়েছে। ছে।

– সিগারেটের উপর ন্যাশনাল ক্যালামিটি কন্টিনজেন্ট ডিউটি বা এনসিসিডি (NCCD) প্রায় ১৬ শতাংশ বাড়ানো হয়েছে।

ব্যাঙ্কে না গিয়েই KYC আপডেট? সাবধান, ওরা কিন্তু ফাঁদ পেতে বসে আছে...
ব্যাঙ্কে না গিয়েই KYC আপডেট? সাবধান, ওরা কিন্তু ফাঁদ পেতে বসে আছে...
বাড়িতে ঢুকে তুলে নিয়ে যাচ্ছে মহিলাদের, ধরাধামেই 'নরক দর্শন' এই দেশে
বাড়িতে ঢুকে তুলে নিয়ে যাচ্ছে মহিলাদের, ধরাধামেই 'নরক দর্শন' এই দেশে
আন্তর্জাতিক মঞ্চ কাঁপাল 'মাই নেম ইজ জান', কী বললেন অর্পিতা?
আন্তর্জাতিক মঞ্চ কাঁপাল 'মাই নেম ইজ জান', কী বললেন অর্পিতা?
মেয়ের চোখে বাবা শক্তি চট্টোপাধ্যায়
মেয়ের চোখে বাবা শক্তি চট্টোপাধ্যায়
জাস্টিন ট্রুডো কি সম্রাট নিরো হয়ে গেলেন?
জাস্টিন ট্রুডো কি সম্রাট নিরো হয়ে গেলেন?
‘জমি মাফিয়ার মাৎস্যন্যায়’, কলকাতার গুলশনে বাংলাদেশি নাগরিক?
‘জমি মাফিয়ার মাৎস্যন্যায়’, কলকাতার গুলশনে বাংলাদেশি নাগরিক?
৭টা ফর্মুলা মেনে চললেই ভোটে বারবার জিতে ফেরা কেউ আটকাতে পারবে না
৭টা ফর্মুলা মেনে চললেই ভোটে বারবার জিতে ফেরা কেউ আটকাতে পারবে না
চক-ডাস্টার কেনার পয়সাও নেই! এভাবেই চলছে স্কুল
চক-ডাস্টার কেনার পয়সাও নেই! এভাবেই চলছে স্কুল
জার্মানির মাটিতে News9 Global Summit, উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরে
জার্মানির মাটিতে News9 Global Summit, উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরে
বিয়ে ভাঙার সিদ্ধান্ত এআর রহমানের, মানসিক ভাবে বিপর্যস্ত গায়কের স্ত্রী
বিয়ে ভাঙার সিদ্ধান্ত এআর রহমানের, মানসিক ভাবে বিপর্যস্ত গায়কের স্ত্রী