নির্ঝঞ্ঝাটে অনলাইনেই মেটান ট্রাফিক চালান, ৬০ দিনের বেশি দেরি হলে কিন্তু…
Traffic challan online payment: আজ, সবজি বিক্রেতাদের থেকে বড় বড় শোরুম - সব জায়গাতেই ইউপিআই পেমেন্ট করা যায়। ট্রাফিক পুলিশও ডিজিটাল পেমেন্ট গ্রহণ করছে। দেশের অধিকাংশ শহরেই অনলাইনে ট্রাফিক চালান পেমেন্ট করা যায়। আপনিও ট্রাফিক চালান পেমেন্ট করতে পেটিএম (PayTm) বা অন্য যে কোনও ইউপিআই অ্যাপ ব্যবহার করতে পারেন। কীভাবে জেনে নিন।
কলকাতা: এটা ডিজিটাল পেমেন্টের যুগ। ২০১৬ সালের নোট বাতিলের পর থেকে ভারতে নগদবিহীন লেনদেনের পরিমাণ ব্যাপকভাবে বেড়েছিল। তারপরে কোভিড মহামারি এবং তা রুখতে শারীরিক দূরত্ব বজায় রাখা ডিজিটাল পেমেন্টকে ঘরে ঘরে পৌঁছে দিয়েছে। আজ, সবজি বিক্রেতাদের থেকে বড় বড় শোরুম – সব জায়গাতেই ইউপিআই পেমেন্ট করা যায়। ট্রাফিক পুলিশও ডিজিটাল পেমেন্ট গ্রহণ করছে। দেশের অধিকাংশ শহরেই অনলাইনে ট্রাফিক চালান পেমেন্ট করা যায়। আপনিও ট্রাফিক চালান পেমেন্ট করতে পেটিএম (PayTm) বা অন্য যে কোনও ইউপিআই অ্যাপ ব্যবহার করতে পারেন।
আপনি যদি কোনও ট্রাফিক নিয়ম ভেঙে থাকেন, তাহলে ট্রাফিক পুলিশ আপনাকে একটি ই-চালান দেবে। আপনার নিবন্ধিত মোবাইল নম্বরে এসএমএস করে বা বা আপনার বাড়ির ঠিকানায় একটি ই-চালান পাঠানো হবে। ই-চালান ইস্যু করার ৬০ দিনের মধ্যে সেই টাকা না দিলে আপনার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হতে পারে।
কীভাবে পেটিএম থেকে ট্রাফিক চালান শোধ করবেন?
– প্রথমে পেটিএম অ্যাপ খুলুন
– রিচার্জ এবং বিল পেমেন্ট বিভাগে যান
– রিচার্জ এবং বিল পেমেন্ট বিভাগে ‘ভিউ অল’-এ ক্লিক করুন
– এরপর এখানে ‘চালান’ বিভাগটি খুঁজে তাতে ক্লিক করুন
– ড্রপ ডাউন মেনু থেকে ‘ট্রাফিক অতরিটি’ বেছে নিন
– আপনার চালান যেখানে জারি হয়েছে, সেখানকার পুলিশ বিভাগ নির্বাচন
– চালান নম্বর, গাড়ির নম্বরের মতো চালানের বিবরণ দিয়ে ‘প্রসিড’-এ ক্লিক করুন
– এরপর স্ক্রিনে আপনার চালানের বিবরণ এবং পরিমাণ দেখানো হবে, ক্লিক করুন ‘নেক্সট’-এ
– এরপর ক্যাশব্যাক অফার দেখান হতে পারে, সেই ক্ষেত্রে তা বেছে নিয়ে ‘পে’-তে ক্লিক করুন
– এরপর, আপনার পছন্দের পেটিএম পদ্ধতি বেছে নিয়ে অর্থপ্রদান করুন
– সব শেষে ‘পে ট্রাফিক চালান’-এ ক্লিক করে অর্থপ্রদান প্রক্রিয়া সম্পূর্ণ করুন
সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রকের ওয়েবসাইটে গিয়েও অনলাইনে চালান দেওয়া যায়। এর জন্য আপনাকে মন্ত্রকের অফিসিয়াল ওয়েবসাইট www.echallan.parivahan.gov.in-এ যেতে হবে। এখানে, চালানের তথ্য যাচাই করতে, আপনাকে প্রথমে চালান নম্বর, গাড়ির রেজিস্ট্রেশন নম্বর বা চালকের লাইসেন্স নম্বর লিখতে হবে। এরপর, আপনাকে গেট ডিটেইলস-এ ক্লিক করতে হবে এবং ক্যাপচা পূরণ করতে হবে। এরপরই আপনি স্ক্রিনে চালানের বিবরণ দেখতে পাবেন। এরপর ওই একই ওয়েবপেজে ‘পে অনলাইন’ বিকল্পটি বেছে নিয়ে অর্থ প্রদান করতে পারবেন।