Fixed Fare for All Taxi-Cab: ট্যাক্সি-ক্যাবচালকদের জুলুমবাজির দিন শেষ, সমস্ত গাড়ির ভাড়া বেঁধে দিল সরকার

Fixed Rate: অনেক সময়ই দেখা যায়, এমনি ট্যাক্সি ও অনলাইনে বুক করা ক্যাবের ভাড়ায় বিস্তর তফাত। আবার ভিড় বেশি থাকলে বা উৎসবের মরশুমে ক্যাব-ট্যাক্সি অতিরিক্ত ভাড়া নেয়। ট্যাক্সি চালকদের এই 'জুলুমবাজি'র দিন শেষ। সরকার ভাড়া বেঁধে দিল সমস্ত ট্যাক্সি-ক্যাবের। অনলাইন ও অফলাইন- দুই ক্ষেত্রেই চালকদের এই ভাড়া মেনেই চলতে হবে।

Fixed Fare for All Taxi-Cab: ট্যাক্সি-ক্যাবচালকদের জুলুমবাজির দিন শেষ, সমস্ত গাড়ির ভাড়া বেঁধে দিল সরকার
ফাইল চিত্রImage Credit source: Twitter
Follow Us:
| Edited By: | Updated on: Feb 06, 2024 | 4:37 PM

বেঙ্গালুরু: অফিস হোক বা দূরে অন্য কোথাও, ট্যাক্সি বা ক্য়াবেই ভরসা রাখেন অনেকে। আধুনিক সময়ের সঙ্গে তাল মিলিয়ে সেখানেও এসেছে পরিবর্তন। রাস্তায় বা স্ট্যান্ডে দাঁড়িয়ে ট্যাক্সির অপেক্ষা করার ক্ষেত্রে অনলাইনে ক্যাব বুক করতেই স্বাচ্ছন্দ্য় বোধ করেন অধিকাংশ। তবে অনেক সময়ই দেখা যায়, এমনি ট্যাক্সি ও অনলাইনে বুক করা ক্যাবের ভাড়ায় বিস্তর তফাত। আবার ভিড় বেশি থাকলে বা উৎসবের মরশুমে ক্যাব-ট্যাক্সি অতিরিক্ত ভাড়া নেয়। ট্যাক্সি চালকদের এই ‘জুলুমবাজি’র দিন শেষ। সরকার ভাড়া বেঁধে দিল সমস্ত ট্যাক্সি-ক্যাবের। অনলাইন ও অফলাইন- দুই ক্ষেত্রেই চালকদের এই ভাড়া মেনেই চলতে হবে। যাত্রীদের সুবিধা ও অতিরিক্ত ভাড়ায় লাগাম টানতেই এই সিদ্ধান্ত বলে জানানো হয়েছে।

রবিবার কর্নাটক সরকারের তরফে ক্যাব-ট্যাক্সির ক্ষেত্রে নির্দিষ্ট ভাড়া নির্ধারণ করে দেওয়া হয়। ওলা-উবারের মতো অ্যাপ ভিত্তিক ক্যাব থেকে শুরু করে শহরে চলা এমনি ট্যাক্সি- সকলকেই এই নির্দিষ্ট ভাড়া মেনেই গাড়ি চালাতে হবে। ট্যাক্সি বা ক্যাবগুলিকে তিনটি শ্রেণিতে ভাগ করা হয়েছে। তার উপরে ভিত্তি করেই ট্যাক্সির ভাড়া নির্ধারণ করা হয়েছে।

ভাড়ার কাঠামো-

  • কর্নাটক সরকারের তরফে জানানো হয়েছো, যে গাড়ির দাম ১০ লক্ষ বা তার কম, সেই ক্যাবে প্রথম ৪ কিলোমিটারের ভাড়া হবে ১০০ টাকা। এরপর প্রতি কিলোমিটারে ২৪ টাকা করে চার্জ লাগবে। অর্থাৎ যদি আপনি ট্যাক্সি বা অনলাইনে বুক করা ক্যাবে ৬ কিলোমিটার যাত্রা করেন, তবে আপনাকে ১৪৮ টাকা ভাড়া দিতে হবে।
  • যে গাড়ির দাম ১০ লক্ষ থেকে ১৫ লক্ষ টাকার মধ্যে, সেক্ষেত্রে প্রথম ৪ কিলোমিটারে ভাড়া লাগবে ১১৫ টাকা। এরপরে প্রতি কিলোমিটারে ২৮ টাকা করে ভাড়া যোগ হবে।
  • ১৫ লক্ষ টাকা বা তার বেশি দামের গাড়ির ক্ষেত্রে প্রথম ৪ কিলোমিটারে ভাড়া লাগবে ১৩০ টাকা। এরপরে প্রতি কিলোমিটারে ৩২ টাকা করে ভাড়া বৃদ্ধি পাবে।

নেওয়া যাবে না অতিরিক্ত ভাড়া-

নতুন নিয়মে সাফ জানানো হয়েছে, অ্যাপ ভিত্তিক ক্যাবগুলি সারচার্জ বা অতিরিক্ত ভাড়া নিতে পারবে না। মূলত অফিস টাইমে বা উৎসবের দিনগুলিতে অ্যাপ ক্য়াবগুলি অতিরিক্ত ভাড়া চার্জ করত। তবে এখন প্রবণতা এমন দাঁড়িয়ে গিয়েছে যে ছিঁটে-ফোটা বৃষ্টি পড়লেও অতিরিক্ত ভাড়া নেয় ক্যাব। তাদের দেখাদেখি সাধারণ ট্যাক্সিগুলিও বেশি ভাড়া চায়।

  • গভীর রাতে ট্যাক্সি বা ক্যাবে যাতায়াতের ক্ষেত্রে অতিরিক্ত চার্জের উপরেও নিষেধাজ্ঞা জারি করেছে কর্নাটক সরকার। তবে রাত ১২টা থেকে ভোর ৬টার মধ্যে যাতায়াতের ক্ষেত্রে মোট ভাড়ার উপরে ১০ শতাংশ অতিরিক্ত ফি নেওয়ার অনুমতি দেওয়া হয়েছে।
  • যাত্রীদের জন্য যদি ক্যাব বা ট্য়াক্সিকে অপেক্ষা করতে হয়, তবে প্রথম ৫ মিনিট অপেক্ষা করার জন্য় কোনও চার্জ লাগবে না। এরপরে প্রতি মিনিটে ১ টাকা করে চার্জ লাগবে।
  • যাত্রীদের কাছ থেকে ৫ শতাংশ জিএসটি ও টোল চার্জও নিতে পারবে ক্যাব-চালকরা।

যাত্রীদের খরচ বাড়ল নাকি কমল?

জানা গিয়েছে, আগে ৪ কিলোমিটার পথ অতিক্রম করতে ভাড়া পড়ত ৭৫ টাকা। সরকারের তরফে এবার সেই ভাড়া বাড়িয়ে ১০০ টাকা করে দেওয়া হল। ফলে এতে যাত্রীদের খরচ কমল বই বাড়ল। তবে অতিরিক্ত চার্জের যে সমস্যা ছিল, তা অনেকটাই নির্মূল হবে।