Explained: আসছে কিউআর কোড! জানুন প্যান ২.০-এর খুঁটিনাটি
Explained: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে কেন্দ্রীয় মন্ত্রিসভা গত ২৫ নভেম্বর প্যান ২.০ প্রকল্পের সিদ্ধান্ত নেয়। এই প্রকল্পের জন্য ১৪৩৫ কোটি টাকা খরচ ধরা হয়েছে। এই প্রকল্পের কথা ঘোষণা করেন কেন্দ্রীয় তথ্যপ্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। তিনি প্যান ২.০ প্রকল্প ঘোষণা করার পরই এই নিয়ে দেশজুড়ে আলোচনা শুরু হয়। কী এই প্যান ২.০ প্রকল্প? এতে কী সুবিধা পাওয়া যাবে? পড়ুন টিভি৯ বাংলার বিশেষ প্রতিবেদন...

ডিজিটাল দুনিয়া। প্রযুক্তির হাত ধরে দ্রুতগতিতে এগিয়ে চলেছে বিশ্ব। কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ব্যবহার বাড়ছে। তার সঙ্গে তাল রেখে এবার স্থায়ী অ্যাকাউন্ট নম্বরে (PAN) কিউআর কোড যোগ করার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার। কেন্দ্রের এই সিদ্ধান্তের পর নানা প্রশ্ন উঠছে। প্যান কার্ডে কিউআর কোড যোগ করে কী সুবিধা পাওয়া যাবে? এখন যাঁদের স্থায়ী অ্য়াকাউন্ট নম্বর রয়েছে, তাঁদের কি নতুন করে প্যান কার্ডের জন্য আবেদন করতে হবে? কিউআর কোড যোগ হলে প্যান কার্ড কি আর বয়ে বেড়াতে হবে না? প্যান কার্ড কী? দেশের আয়করদাতাদের চিহ্নিত করতে আয়কর আইন মেনে প্যান কার্ড ইস্যু করা হয়। ১৯৭২ সাল থেকে আয়কর আইন মেনে প্যান কার্ডের ব্যবহার হয় দেশে। এখনও পর্যন্ত...
