AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

IncomeTax Return: ২.৩৮ কোটি করদাতা দিলেন আয়কর, ৩১ ডিসেম্বর শেষ তারিখ

IncomeTax Return: আয়কর দফতরের মতে, ২.০৮ কোটি বেশি আইটিআর ভেরিফায়েড হয়েছে। ১.৬৮ কোটি টাকার বেশি আইটিআর প্রসেস হয়েছে। অন্যদিকে ৬৪ লাখের বেশি রিফান্ড জারি করা হয়েছে।

IncomeTax Return: ২.৩৮ কোটি করদাতা দিলেন আয়কর, ৩১ ডিসেম্বর শেষ তারিখ
আয়কর রিটার্ন জমা সংক্রান্ত কিছু গুরুত্বপূর্ণ তথ্য (প্রতীকী ছবি)
| Edited By: | Updated on: Nov 09, 2021 | 1:58 PM
Share

আয়কর বিভাগের (Income Tax Department) ই-ফাইলিং পোর্টালে অ্যাসেসমেন্ট ইয়ার ২০২১-২২ এর জন্য ২.৩৮ কোটির বেশি আয়করদাতারা কর দিয়েছেন। আয়কর দপ্তর টুইট করে এই খবর দিয়েছে। অ্যাসেসমেন্ট ইয়ার ২০২১-২২ এর জন্য আয়কর রিটার্ন (IT Return) দেওয়ার শেষ তারিখ আগামী ৩১ ডিসেম্বর ২০২১। সিবিডিটির (CBDT) নির্দেশ অনুযায়ী, যদি কোনও ইন্ডিভিজুয়াল আয়করদাতা ৩১ ডিসেম্বর ২০২১ এর আইটিআর (ITR) জমা দেওয়ার সময়সীমা পার করে যান, তাহলে তাকে লেট ফাইন দিতে হবে এবং লেট আইটিআর জমা দিতে হবে।

আয়কর বিভাগ নিজেদের টুইটে বলেছে, আমরা আপনাদের কাছে ই-ফাইলিং পোর্টালে নিজেদের আইটিআর জমা দেওয়ার অনুরোধ করছি, যদি এখনও পর্যন্ত জমা দেওয়া না হয়ে থাকে। প্রথমে আইটিআর জমা দেওয়ার শেষ তারিখ ৩১ জুলাই ২০২১ ছিল, কিন্তু এখন আপনারা ৩১ ডিসেম্বর ২০২১ পর্যন্ত আইটিআর ফাইল করতে পারেন। আয়কর দফতরের মতে, ২.০৮ কোটি বেশি আইটিআর ভেরিফায়েড হয়েছে। ১.৬৮ কোটি টাকার বেশি আইটিআর প্রসেস হয়েছে। অন্যদিকে ৬৪ লাখের বেশি রিফান্ড জারি করা হয়েছে।

ITR ফাইল করার সময় এই দস্তাবেজ রাখুন নিজের কাছে

আয়কর ফাইল করার প্রক্রিয়া সহজ করার জন্য সমস্ত জরুরী দস্তাবেজ নিজের কাছে রাখা জরুরী। বেশিরভাগ মাইনে পাওয়া আয়করদাতা আইটিআর-১ আবেদনপত্রেব ব্যবহার করে থাকেন। আর তাতে বেশিরভাগ তথ্যই আগে থেকেই ভরা থাকে। সরকারের নতুন শুরু করা ই-ফাইলিং পোর্টালেও আইটিআর -১ আবেদনপত্রে ডাটা আগে থেকেই ভরা থাকে। তবে এটা মাথায় রাখা প্রয়োজন নতুন আয়কর ফাইলিং পোর্টালে বেশকিছু টেকনিক্যাল সমস্যা দেখা দিচ্ছে, যে কারণে আপনাকে আইটিআর ফর্মে আগে থেকে পূরণ করা ডাটা নিরিক্ষণ করে নিতে হবে।

আয়কর পোর্টালে দ্রুত আপডেট করুন এই তথ্য

আয়কর দফতরের নতুন পোর্টাল শুরু হওয়ার সঙ্গেই কিছু নতুন নিয়মও তৈরি হয়েছে, যা উপেক্ষা করে আইটিআর ফাইল হবে না। ইউজার যতই টেকনিক্যাল বিশেষজ্ঞ হোন, কিন্তু তাদের নতুন পরিবর্তনগুলি ভালভাবে লক্ষ্য করতে হবে। পরিবর্তনের মোতাবেক পোর্টালে আপডেটও করতে হবে, তারপরই আয়কর রিটার্ন ফাইল করা সম্ভব হবে। নতুন ইনকাম ট্যাক্স পোর্টালে আপনি ততক্ষণ আইটিআর ফাইল করতে পারবেন না, যতক্ষণ না আপনি ব্যাঙ্ক অ্যাকাউন্টের তথ্য আপডেট না করবেন। এটাই কারণ, যে বেশকিছু মানুষ বেশ কয়েকদিন ধরে নতুন পোর্টালে আইটিআর ফাইলের প্রচেষ্টা করে যাচ্ছেন। কিন্তু তাদের আইটিআর ফাইলিং এখনও আটকে রয়েছে। একবার চেক করে নিন যে নতুন পোর্টালে ব্যাঙ্ক ডিটেল আপডেট আছে কি নেই। যদি না থাকে তাহলে ব্যাঙ্ক অ্যাকাউন্ট আপডেট করে নিন, তারপর আইটিআর ফাইল করুন, তাতে আপনার কাজ সহজ হয়ে যাবে।

আরও পড়ুন: Petrol Price Today: উৎপাদন শুল্ক কম হওয়ার পর লাগাতার পঞ্চম দিন অপরিবর্তিত জ্বালানি তেলের দাম