Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Indian Billionaires: ভারতীয় ধনকুবেরদের পকেটে এত টাকা? টেক্কা দিচ্ছে আস্ত এই মুসলিম দেশটাকেও

Indian Billionaires: চলতি বছর প্রকাশিত ধনীর তালিকা অনুযায়ী, ২০২৪-২৫ অর্থবর্ষে ভারতে মোট অতিধনী ব্যক্তির সংখ্যা বেড়েছে ১৩টি। বর্তমানে দেশে মোট অতিধনীর পরিমাণ ২৮৪ জন।

Indian Billionaires: ভারতীয় ধনকুবেরদের পকেটে এত টাকা? টেক্কা দিচ্ছে আস্ত এই মুসলিম দেশটাকেও
প্রতীকী ছবিImage Credit source: PTI | Getty Image
Follow Us:
| Updated on: Mar 30, 2025 | 10:31 AM

নয়াদিল্লি: ভারতীয় ধনকুবেরদের কথা উঠলেই দু’টি নাম সবার প্রথমে মাথায় আসবে। একজন মুকেশ অম্বানি, অন্যজন গৌতম আদানি। বর্তমানে ভারতের ধনী শিল্পপতিদের মধ্যে এই দু’জনই অন্যতম। একটি পরিসংখ্যান অনুযায়ী, বর্তমানে মুকেশ অম্বানির মোট সম্পত্তির পরিমাণ প্রায় ৯ লক্ষ কোটি। আদানিদের মোট সম্পত্তির পরিমাণ ৮.৪ লক্ষ কোটি।

তবে এই দু’জন ছাড়া কি আর কোনও ধনকুবের নেই ভারতে?

এই প্রসঙ্গেই সম্প্রতি প্রকাশিত হয়েছে ‘হুরুন গ্লোবাল রিচ লিস্ট’। এই রিপোর্টে তুলে ধরা হয় বিশ্বের সকল ধনী ব্যক্তিদের তালিকা ও অন্যান্য তথ্য। চলতি বছর প্রকাশিত ধনীর তালিকা অনুযায়ী, ২০২৪-২৫ অর্থবর্ষে ভারতে মোট অতিধনী ব্যক্তির সংখ্যা বেড়েছে ১৩টি। বর্তমানে দেশে মোট অতিধনীর পরিমাণ ২৮৪ জন। যাদের মোট সম্পত্তির পরিমাণ আরব আমিরশাহির জিডিপির থেকেও বেশি।

এই সদ্য প্রকাশিত রিপোর্টে আরও বলা হয়েছে যে গত এক বছরে দেশের ধনী ব্যক্তিদের সম্পত্তির পরিমাণ বেড়েছে ১০ শতাংশ। যা কোথাও গিয়ে দেশেরও উন্নতির দিকেও ইঙ্গিত দেয়।

এই প্রসঙ্গে রিপোর্ট প্রস্তুতকারী সংস্থা ‘হুরুন ইন্ডিয়ার’ কর্মকর্তা আনাস রহমান জুনায়েদ জানাচ্ছেন, ‘ভারতীয় ধনকুবেরদের সম্মিলিত সম্পত্তির পরিমাণ ট্রিলিয়ন ডলারের মাইলফলককেও পেরিয়ে গিয়েছে। যা দেশের অন্দরে যে একটা নতুন যুগের সূচনা করছে, সেই নিয়ে কোনও সন্দেহই নেই।’

তাঁর আরও দাবি, গত এক বছরে দেশের ধনকুবের বা অতিধনীদের পরিমাণও আগের তুলনায় বেড়েছে। ২০২২ সালে গোটা দেশে অতিধনীদের সংখ্যা ছিল ২৪৯ জন। ২০২৩ সালে তা কমে দাঁড়ায় ১৮৭ জনে। ২০২৪ সালে দাঁড়ায় ২৭১ জন। অবশেষে ২০২৫ অর্থবর্ষে তা বেড়ে দাঁড়ায় ২৮৪ জনে। আর এদের সম্মিলিত সম্পত্তির পরিমাণ টেক্কা দেবে আরব আমিরশাহির জিডিপিকেও।