Asish Kacholia: একটি সংস্থায় বিনিয়োগ করেই মালামাল! ২৫ কোটি টাকা রোজগার মাত্র তিন মাসে

যে সংস্থায় বিনিয়োগ করে আশিস এই বিপুল অঙ্কের টাকা কামিয়েছেন, তার নাম বালু ফোর্জ। ওই সংস্থার ২.১৬ শতাংশ শেয়ার (অর্থাৎ ২১ লক্ষ ৬৫ হাজার ৫০০টি শেয়ার) কিনেছিলেন। ১১৫.৪৫ টাকায় কেনা সেই সব শেয়ারের এখন দাম হয়েছে ২৩০.৪৫ টাকা। এর জেরেই ২৫ কোটি টাকা রোজগার হয়েছে আশিস কাছোলিয়ার।

Asish Kacholia: একটি সংস্থায় বিনিয়োগ করেই মালামাল! ২৫ কোটি টাকা রোজগার মাত্র তিন মাসে
প্রতীকী ছবিImage Credit source: Twitter
Follow Us:
| Edited By: | Updated on: Oct 08, 2023 | 5:11 PM

মুম্বই: আশিস কাচোলিয়া ভারতের অন্যতম সফল বিনিয়োগকারী। তাঁর সম্পত্তির পরিমাণ ২০০০ কোটি টাকারও বেশি। সম্প্রতি স্টক মার্কেটে একটি বিনিয়োগ থেকে যে অঙ্কের টাকা পেয়েছেন তা অবাক করেছে সকলকে। জানা গিয়েছে, একটি স্মল ক্যাপ স্টকে বিনিয়োগ করে তিন মাসে তিনি প্রায় ২৫ কোটি টাকা রোজগার করেছেন। শুধু এই রোজগার নয়। গত কয়েক বছর ধরে ধারাবাহিক ভাবে বেড়েছে আশিসের সম্পত্তি। গত তিন বছরে এই বৃদ্ধির পরিমাণ প্রায় ১৩৪.৭১ শতাংশ।

যে সংস্থায় বিনিয়োগ করে আশিস এই বিপুল অঙ্কের টাকা কামিয়েছেন, তার নাম বালু ফোর্জ। ওই সংস্থার ২.১৬ শতাংশ শেয়ার (অর্থাৎ ২১ লক্ষ ৬৫ হাজার ৫০০টি শেয়ার) কিনেছিলেন। ১১৫.৪৫ টাকায় কেনা সেই সব শেয়ারের এখন দাম হয়েছে ২৩০.৪৫ টাকা। এর জেরেই ২৫ কোটি টাকা রোজগার হয়েছে আশিস কাছোলিয়ার। এই সংস্থাটি বেলজিয়ামের। ১৯৯০ সালে প্রতিষ্ঠিত হওয়া সংস্থাটি যানবাহনের যন্ত্রপাতি তৈরি করে।

অপর একটি স্টক থেকেও কাচোলিয়া বিপুল অঙ্কের লাভ করেছেন বলে জানা গিয়েছে। ভারত বিজলি নামের এক সংস্থার শেয়ার ৪৯৮ টাকা দরে কিনেছিলেন তিনি। সেই শেয়ারের দাম হয়েছে ৩৮৫০ টাকা। অর্থাৎ প্রায় ৭ গুণ রিটার্ন পাচ্ছেন তিনি। কাচোলিয়া ১ লক্ষ ১ হাজার ৩৫০টি সংস্থার শেয়ারের মালিক বলে জানা গিয়েছে।