Health Insurance: স্বাস্থ্যবিমা করাবেন ভাবছেন? ৫ লক্ষ টাকার বিমা কি যথেষ্ট চিকিৎসার জন্য?
Health Insurance: বর্তমানে সকলেই নিজেদের আর্থিক খরচ নিয়ে সতর্ক। এই আর্থিক পরিকল্পনার মধ্যে স্বাস্থ্যবিমাও থাকে। যদি আপনি ছোট কোনও শহরে থাকেন, তবে আপনার ৫ লক্ষ টাকার বিমার কভারেজ সাধারণ চিকিৎসার জন্য পর্যাপ্ত হতে পারে।
নয়া দিল্লি: স্বাস্থ্যই সম্পদ, এই কথা সকলেই জানেন। তবে স্বাস্থ্যের দিকে নজর দেন কতজন? যতক্ষণ না কেউ গুরুতর অসুস্থ হন, ততক্ষণ অবধি স্বাস্থ্য নিয়ে সচেতন হন না। তবে করোনা সংক্রমণের পর আমাদের জীবনে একাধিক পরিবর্তন এসেছে। স্বাস্থ্য়কে গুরুত্ব দিচ্ছেন, প্রয়োজনের সময়ে চিকিৎসার জন্য যাতে হাসপাতালের দরজায় ঘুরতে না হয়, তার জন্য আগে যারা স্বাস্থ্যবিমা করাননি, তারাও বর্তমানে স্বাস্থ্যবিমা করাচ্ছেন। করোনা সংক্রমণের সময়ে দেশ তথা গোটা বিশ্বের স্বাস্থ্য পরিকাঠামো এমনভাবে ভেঙে পড়েছিল যে যাদের স্বাস্থ্যবিমা রয়েছে, তারাও ভীত যে চিকিৎসার খরচ এই বিমার টাকায় কুলোবে কি না।
বাজার বিশেষজ্ঞদের মতে, অধিকাংশ মানুষই যারা স্বাস্থ্য়বিমা করিয়েছেন, তাঁরা ৫ লক্ষ টাকার কভারেজের বিমাগুলিকেই বেছে নেন। কিন্তু এই মূল্যবৃদ্ধির বাজারে যেখানে সমস্ত জিনিসেরই দাম বাড়ছে, সেখানে চিকিৎসা পরিষেবাও খরচ সাপেক্ষ হয়ে উঠছে। তাই প্রশ্ন উঠছে যে এই ৫ লক্ষ টাকার বিমা কি জরুরি চিকিৎসার পরিষেবা দিতে সক্ষম হবে?
বর্তমানে সকলেই নিজেদের আর্থিক খরচ নিয়ে সতর্ক। এই আর্থিক পরিকল্পনার মধ্যে স্বাস্থ্যবিমাও থাকে। যদি আপনি ছোট কোনও শহরে থাকেন, তবে আপনার ৫ লক্ষ টাকার বিমার কভারেজ সাধারণ চিকিৎসার জন্য পর্যাপ্ত হতে পারে। তবে আপনি যদি বড় কোনও মেট্রো শহরে থাকেন, তবে আপনার চিকিৎসার জন্য আরও বেশি বিমার কভারেজের প্রয়োজন।
স্বাস্থ্যবিমা করানোর আগে কী কী বিষয় মাথায় রাখবেন?
স্বাস্থ্যবিমা করানোর আগে আপনাকে নিজের চাহিদা সম্পর্কে জানা উচিত। অসুস্থ হলে আপনি কি আলাদা রুমে থাকতে চান নাকি বাকি রোগীদের সঙ্গে থাকতে রাজি, সাধারণ চিকিৎসা করাবেন নাকি বিশ্বমানের চিকিৎসা চান, এই সমস্ত বিষয় ও পরিস্থিতির উপরই নির্ভর করে আপনার স্বাস্থ্যবিমার কভারেজ নির্ভর করবে।
রোগের ইতিহাস-
যদি আপনার একাধিক রোগ থাকে, তবে আপনার স্বাস্থ্যবিমার বেশি কভারেজের প্রয়োজন। এছাড়া বয়স বেশি হলেও, রোগের বহরও বাড়তে থাকে। সেই কারণেই আপনার স্বাস্থ্য়বিমার কভারেজ বেশি থাকা প্রয়োজন। ৫ লক্ষ টাকার বিমাতে আপনার চিকিৎসার কভারেজ হওয়া কার্যত অসম্ভব।