Isha Ambani: ইশা অম্বানীর এই জামার দাম আমার-আপনার বার্ষিক বেতনের থেকেও বেশি!

Chanel Dress: কৃষ্ণ ও আদিয়ার প্রথম জন্মদিনের থিম ছিল কাউন্টি ফেয়ার। থিম অনুযায়ী বিশ্বের নানা প্রান্ত থেকে উড়িয়ে আনা হয়েছিল নানা পশু। দেশের বড় বড় ব্যবসায়ী থেকে শুরু করে বলিউডের অভিনেতারা হাজির ছিলেন এই পার্টিতে। কার্যত তাঁরার হাট বসেছিল জিও গার্ডেনে। তবে এত কিছুর মধ্যেও নজর কেড়েছিল ইশা অম্বানীর পোশাক।

Isha Ambani: ইশা অম্বানীর এই জামার দাম আমার-আপনার বার্ষিক বেতনের থেকেও বেশি!
এই জামার দাম কত জানেন?Image Credit source: Twitter
Follow Us:
| Edited By: | Updated on: Nov 27, 2023 | 7:59 AM

মুম্বই: দেশের সবথেকে ধনী ব্যক্তি তাঁর বাবা। বিশ্বের সবথেকে ধনী ব্যক্তিদের তালিকাতেও প্রথম ১০ জনের মধ্যেই থাকে মুকেশ অম্বানীর নাম। তাঁর একমাত্র কন্যা ইশা অম্বানী। সম্পত্তির বহরে বাবার সমান না হলেও, কম কিছু যান না তিনি। তাঁর সম্পত্তির আনুমানিক পরিমাণ ১০০ মিলিয়ন ডলার। ভারতীয় মুদ্রায় যার পরিমাণ ৮২৯.৫ কোটি টাকা। সম্প্রতিই ইশা অম্বানী ও আনন্দ পিরামলের যমজ সন্তানের প্রথম জন্মদিন ছিল। জিও ওয়ার্ল্ড গার্ডেনে আয়োজন করা হয়েছিল এই জন্মদিনের পার্টির।

কৃষ্ণ ও আদিয়ার প্রথম জন্মদিনের থিম ছিল কাউন্টি ফেয়ার। থিম অনুযায়ী বিশ্বের নানা প্রান্ত থেকে উড়িয়ে আনা হয়েছিল নানা পশু। দেশের বড় বড় ব্যবসায়ী থেকে শুরু করে বলিউডের অভিনেতারা হাজির ছিলেন এই পার্টিতে। কার্যত তাঁরার হাট বসেছিল জিও গার্ডেনে। তবে এত কিছুর মধ্যেও নজর কেড়েছিল ইশা অম্বানীর পোশাক।

পিঙ্ক রঙের একটি ঢিলেঢালা ম্যাক্সি ড্রেস পরেছিলেন ইশা অম্বানী। ফ্রিল দেওয়া ও নুডল স্ট্রাপের পোশাকটির দাম মাত্র ১২ লক্ষ ৫২ হাজার টাকা। এত দামের কারণ কী জানেন? জামাটি শ্যানেল ব্রান্ডের। চলতি বছরের সামার কালেকশনে শোকেস করা হয়েছিল এই জামাটি।

মেয়ের সঙ্গে পাল্লা দিয়েছিলেন মা নীতা অম্বানীও। সামুদ্রিক নীল রঙের যে লেসের পোশাক পরেছিলেন অম্বানী-পত্নী, তাঁর দাম ২ লক্ষ টাকা।