LIC Bima Ratna Policy: মেয়াদের তুলনায় ৫ বছর কম দিতে হবে প্রিমিয়াম, LIC-র নতুন ‘বিমা রত্ন’ সম্পর্কে জানেন?
LIC Bima Ratna Policy: এলআইসি সংস্থার তরফে নতুন একটি বিমা প্রকল্প আনা হল। এই প্রকল্পের নাম বিমা রত্ন। এই প্রকল্পের অধীনে একাধিক আর্থিক সঞ্চয় ও সুরক্ষার গ্যারান্টি দেওয়া হচ্ছে।
নয়া দিল্লি: জীবনবিমা বলতেই আমাদের মাথায় প্রথমেই আসে লাইফ ইনসিওয়েন্স কর্পোরেশন অব ইন্ডিয়া বা এলআইসির নাম। শুক্রবার এলআইসি সংস্থার তরফে নতুন একটি বিমা প্রকল্প আনা হল। এই প্রকল্পের নাম বিমা রত্ন। এই প্রকল্পের অধীনে একাধিক আর্থিক সঞ্চয় ও সুরক্ষার গ্যারান্টি দেওয়া হচ্ছে। এলআইসি সংস্থার তরফে জানানো হয়েছে, বিমা রত্ন প্ল্যান মূলত গোটা পরিবারকে আর্থিক সুরক্ষা দেওয়ার লক্ষ্যেই তৈরি করা হয়েছে। বিমা গ্রহীতার যদি হঠাৎ কোনও কারণে মৃত্যু হয়, তবে তার পরিবার ওই টাকা পাবেন। একইসঙ্গে নির্দিষ্ট সময় অন্তর বিমা গ্রহীতারা টাকাও পেয়ে থাকেন।
কর্পোরেট এজেন্ট, ইনসিওরেন্স মার্কেটিং ফার্ম, ব্রোকার সহ একাধিক সংস্থার মাধ্যমে এই বিমায় নিজের নাম নথিভুক্ত করা সম্ভব। কী কী সুবিধা পাওয়া যাবে এই বিমার অধীনে, এক নজরে দেখে নিন-
১. ডেথ বেনেফিট-
বিমা রত্ন নামক এলআইসি প্রকল্পে যদি বিমা গ্রহীতার আকস্মিক মৃত্যু হয়, সেক্ষেত্রে বিমা গ্রহীতার জমা করা টাকা, যা বেসিক সাম বলে গণ্য করা হয়, তার প্রায় ১২৫ গুণ বা বার্ষিক প্রিমিয়ামের সাতগুণ বেশি টাকা ফেরত পাওয়া যাবে। বিমা গ্রহীতা যে ক’টি দফার প্রিমিয়াম দেবেন, তার উপর ভিত্তি করেই এই বেনেফিট পেমেন্ট ধার্য করা হবে।
২. সার্ভাইভাল বেনেফিট-
যদি বিমার মেয়াদ ১৫ বছর হয়, তবে বিমা গ্রহীতাকে বেসিক সামের বা অর্থের ২৫ শতাংশ দিতে হবে। যদি বিমার মেয়াদ ২০ বছর হয় এবং তা পূরণ করা হয়, তবে এলআইসির তরফে বেসিক সামের ২৫ শতাংশ দেওয়া হবে ১৮ ও ১৯ তম বর্ষে। একইভাবে ২৫ বছরের মেয়াদের বিমার ক্ষেত্রে ২৩ ও ২৪ তম বর্ষে এলআইসির তরফে ২৫ শতাংশ বেসিক সাম দেওয়া হবে।
৩. ম্যাচুরিটি বেনেফিট-
বিমা রত্ন প্রকল্পের অধীনে কোনও বিমা গ্রহীতার বিমার মেয়াদ যদি পূর্ণ হয়ে যায়, তবে ম্যাচুরিটির পর ধার্য অর্থের পাশাপাশি গ্যারান্টি হিসাবে অতিরিক্ত অর্থও দেওয়া হবে। এক্ষেত্রে “সাম অ্যাসিওরড অন ম্যাচুরিচি” বেসিক সামের ৫০ শতাংশ।
৪. গ্যারান্টিড অ্যাডিশন-
প্রথম থেকে পঞ্চম বর্ষের মধ্যে বেসিক সামের উপর প্রতি ১ হাজার টাকায় ৫০ টাকা করে দেওয়া হবে এলআইসির তরফে। ষষ্ঠ থেকে দশম বছর অনধি এলআইসি ৫৫টাকা করে দেবে। একাদশ থেকে ২৫ তম বর্ষ অবধি এলআইসি প্রতি ১ হাজার টাকা বাবদ ৬০ টাকা করে দেবে।
বিমা রত্ন প্রকল্পে ন্যূনতম ৫ লক্ষ টাকা জমা রাখতে হবে। ১৫, ২০ ও ২৫ বছরের জন্য এই বিমা করা যাবে। বিমার মেয়াদ অনুযায়ী ন্যূনতম টাকার সীমারেখা ২৫ হাজার টাকা করে বাড়ানো হবে। যদি ১৫ বছরের জন্য বিমা করেন, তবে মাত্র ১১ বছর বিমার প্রিমিয়াম দিতে হবে। ২০ বছরের ক্ষেত্রে ১৬ বছর এবং ২৫ বছরের মেয়াদের ক্ষেত্রে ২০ বছর প্রিমিয়াম দিতে হবে।