LIC Share Price: অভিষেকেই মুখ থুবড়ে পড়েছিল, আজ সোজা হয়ে দাঁড়াল LIC-এর শেয়ার

নভেম্বর থেকে ধারাবাহিক বৃদ্ধির পর ২৩ জানুয়ারি আইপিও-র দাম প্রথম বারের জন্য ছাড়িয়ে যায়। এলআইসি-র আইপিও দাম ছিল ৯৪৯ টাকা। কিন্তু সেই দাম থেকে অনেক নীচে ছিল শেয়ার দর। শুরুতে কিছুটা মুখ থুবড়ে পড়লেও ধারাবাহিক বৃদ্ধিতে ফের ফুলে ফেঁপেছে এই শেয়ার দর।

LIC Share Price: অভিষেকেই মুখ থুবড়ে পড়েছিল, আজ সোজা হয়ে দাঁড়াল LIC-এর শেয়ার
এলআইসি-র শেয়ার দর
Follow Us:
| Updated on: Feb 06, 2024 | 7:30 AM

নয়াদিল্লি: লাইফ ইনস্যুরেন্স কর্পোরেশন অব ইন্ডিয়া (LIC)-র শেয়ার দর চড় চড় করে বাড়ছে। প্রথম বার এই বিমা সংস্থার শেয়ার দর ১০০০ টাকা ছাড়িয়ে গিয়েছে। এখন এলআইসি-র শেয়ার দর ৮.৮ শতাংশ বৃদ্ধি পেয়ে হয়েছে ১০২৮ টাকা। গত বছর নভেম্বর মাস থেকেই এলআইসি-র শেয়ার দর বাড়তে শুরু করেছে। নভেম্বরে তা বেড়েছিল ১২.৮৩ শতাংশ। ডিসেম্বরেও সেই বৃদ্ধির ধারা অব্যাহত ছিল। ২২.৫২ শতাংশ বেড়েছিল ২০২৩ সালের শেষ মাসে। জানুয়ারিতে বৃদ্ধির হার একটু কম থাকলেও বৃদ্ধির ধারা অব্যাহত ছিল। জানুয়ারিতে ১৪ শতাংশ বেড়েছে এলআইসি শেয়ার।

নভেম্বর থেকে ধারাবাহিক বৃদ্ধির পর ২৩ জানুয়ারি আইপিও-র দাম প্রথম বারের জন্য ছাড়িয়ে যায়। এলআইসি-র আইপিও দাম ছিল ৯৪৯ টাকা। কিন্তু সেই দাম থেকে অনেক নীচে ছিল শেয়ার দর। শুরুতে কিছুটা মুখ থুবড়ে পড়লেও ধারাবাহিক বৃদ্ধিতে ফের ফুলে ফেঁপেছে এই শেয়ার দর। শেয়ারের দর বৃদ্ধিতে এলআইসি-র মার্কেট ক্যাপিটালাইজেশন সাড়ে ৬ লক্ষ কোটিতে পৌঁছেছে। যা সর্বকালীন রের্কড।

শেয়ার দর সংক্রান্ত এই প্রতিবেদন বাজার বিষয়ে ধারণা তৈরির জন্য। এই প্রতিবেদন কোনও ভাবেই শেয়ার কেনা-বেচায় উৎসাহিত করা বা নির্দিষ্ট শেয়ারের পক্ষে সওয়াল করে না। শেয়ার বাজারে বিনিয়োগ ঝুঁকিপূর্ণ। তাই শেয়ারে লগ্নির আগে সব কিছু ভালভাবে জেনে নিয়ে লগ্নি করা বুদ্ধিমানের কাজ।