Aadhaar-Pan Link: আধার ও প্যান কার্ড লিঙ্ক করাতে ৭ মাসে কেবল জরিমানা থেকে সরকারের কত আদায় হল জানেন?
Aadhaar-Pan link: সম্প্রতি আধার ও প্যান কার্ডের লিঙ্ক করা বাধ্যতামূলক বলে ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকার। আধার কার্ড ও প্যান কার্ড লিঙ্কের সময়সীমা ছিল গত বছরের ৩০ জুন। পরবর্তীতে সেটি বাড়িয়ে চলতি বছরের ২১ মার্চ করা হয়েছে। তবে এখন আধার ও প্যান কার্ড লিঙ্ক করার জন্য জরিমানা দিতে হচ্ছে। আর জরিমানা দিয়ে নির্দিষ্ট সময়ের মধ্যে আধার কার্ড ও প্যান কার্ড লিঙ্ক না করালে সেগুলি বাতিল হতে পারে।
নয়া দিল্লি: রান্নার গ্যাস নেওয়া, ফোনের সিম নেওয়া থেকে শুরু করে বিভিন্ন ক্ষেত্রে এখন আধার কার্ড বাধ্যতামূলক। আবার ব্যাঙ্ক বা অর্থনৈতিক লেনদেনের যে কোনও কাজে আধারের সঙ্গে প্যান কার্ড বাধ্যতামূলক। সম্প্রতি আধার ও প্যান কার্ডের লিঙ্ক করা বাধ্যতামূলক বলে ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকার। আধার কার্ড ও প্যান কার্ড লিঙ্কের সময়সীমা ছিল গত বছরের ৩০ জুন। পরবর্তীতে সেটি বাড়িয়ে চলতি বছরের ২১ মার্চ করা হয়েছে। তবে এখন আধার ও প্যান কার্ড লিঙ্ক করার জন্য জরিমানা দিতে হচ্ছে। আর জরিমানা দিয়ে নির্দিষ্ট সময়ের মধ্যে আধার কার্ড ও প্যান কার্ড লিঙ্ক না করালে সেগুলি বাতিল হতে পারে।
কত টাকা জরিমানা দিতে হবে?
সাধারণত, আধার কার্ড ও প্যান কার্ডের লিঙ্ক করা না হলে প্যান কার্ড নিষ্ক্রিয় হবে বলে জানাচ্ছেন আয়কর দফতরের কর্তারা। পরে অবশ্য প্যান কার্ড সক্রিয় করা যেতে পারে। তবে তার জন্য ১০০০ টাকা জরিমানা দিতে হবে।
জরিমানা হিসাবে কত টাকা আয় হয়েছে?
সংসদে এক প্রশ্নের জবাবে অর্থ প্রতিমন্ত্রী পঙ্কজ চৌধুরী জানিয়েছেন, ১ জুলাই, ২০২৩ থেকে ৩১ জানুয়ারী, ২০২৪ পর্যন্ত জরিমানা হিসাবে আধার কার্ড ও প্যান কার্ডের লিঙ্ক করার জন্য ৬০১.৯৭ কোটি টাকা সংগ্রহ করা হয়েছে।
এখনও পর্যন্ত কত প্যান কার্ড লিঙ্ক বাকি?
সংসদে এক প্রশ্নের জবাবে অর্থ প্রতিমন্ত্রী পঙ্কজ চৌধুরী জানিয়েছেন, এখনও পর্যন্ত প্রায় ১১.৪৮ কোটি প্যান কার্ড আধার কার্ডের সঙ্গে লিঙ্ক করা বাকি আছে।
আয়কর ই-ফাইলিং পোর্টাল https://incometaxindiaefiling.gov.in/ -এ গিয়ে আধার ও প্যান কার্ড লিঙ্ক করতে হবে।