Meta-এ ফের কর্মী ছাঁটাই! এক ধাক্কায় পথে বসলেন ১০ হাজার কর্মী, ছাঁটাই ভারতের শীর্ষ কর্তারাও

TV9 Bangla Digital

TV9 Bangla Digital | Edited By: ঈপ্সা চ্যাটার্জী

Updated on: May 26, 2023 | 9:50 AM

Meta Layoff: মেটার তরফে বৃহস্পতিবার কর্মী ছাঁটাইয়ের কথা ঘোষণার পরই সংস্থার মার্কেটিং, সাইট সিকিউরিটি, এন্টারপ্রাইজ ইঞ্জিনিয়ারিং, প্রোগ্রাম ম্যানেজমেন্ট, কনটেন্ট স্ট্রাটেজি ও কর্পোরেট কমিউনিকেশন বিভাগের বহু কর্মীরা লিঙ্কডইনে পোস্ট করে জানান, তাদের রাতারাতি ছাঁটাই করা হয়েছে।

Meta-এ ফের কর্মী ছাঁটাই! এক ধাক্কায় পথে বসলেন ১০ হাজার কর্মী, ছাঁটাই ভারতের শীর্ষ কর্তারাও
ফাইল চিত্র

Follow us on

নিউইয়র্ক: করোনাকালে আর্থিক মন্দার জেরে শুরু হয়েছিল কর্মী ছাঁটাই, সেই ধারা এখনও বজায় রয়ে গিয়েছে। সংক্রমণ কমে গেলেও বড় বড় সংস্থাগুলি আর্থিক ক্ষতির কারণ দর্শিয়ে ক্রমাগত কর্মী ছাঁটাই করে চলেছে। এবার ফেসবুকের কর্ণধার সংস্থা মেটা প্ল্যাটফর্মের তরফে ফের একবার নতুন করে কর্মী ছাঁটাইয়ের কথা ঘোষণা করা হল। সংস্থার তরফে জানানো হয়েছে, তৃতীয় দফায় বিজনেস ও অপারেশন বিভাগে কর্মী ছাঁটাই করা হবে। এক ধাক্কায় এবার চাকরি খোয়াতে চলেছেন ১০ হাজার কর্মী। এর মধ্যে ভারতীয় কর্মীরাও রয়েছেন বলেই জানা গিয়েছে।

মেটার তরফে বৃহস্পতিবার কর্মী ছাঁটাইয়ের কথা ঘোষণার পরই সংস্থার মার্কেটিং, সাইট সিকিউরিটি, এন্টারপ্রাইজ ইঞ্জিনিয়ারিং, প্রোগ্রাম ম্যানেজমেন্ট, কনটেন্ট স্ট্রাটেজি ও কর্পোরেট কমিউনিকেশন বিভাগের বহু কর্মীরা লিঙ্কডইনে পোস্ট করে জানান, তাদের রাতারাতি ছাঁটাই করা হয়েছে।  জানা গিয়েছে, ভারতের মার্কেটিং বিভাগের ডিরেক্টর অবিনাশ পন্থ ও মিডিয়া পার্টনারশিপ বিভাগের প্রধান সাকেত ঝা সৌরভকেও সংস্থা থেকে ছাঁটাই করা হয়েছে বলেই খবর।

ডাবলিনে মেটার আন্তর্জাতিক হেডকোয়ার্টার থেকেও ২০ শতাংশ কর্মী অর্থাৎ ৪৯০ জন কর্মীকে ছাঁটাই করা হয়েছে বলে জানানো হয়েছে।

উল্লেখ্য, ২০২০ সালে, করোনাকালে ফেসবুক সহ অন্যান্য় সোশ্য়াল মিডিয়ার ব্যবহার বাড়ায় বিপুল সংখ্যক কর্মী নিয়োগ করেছিল মেটা। কিন্তুল সংক্রমণের ফাঁড়া কাটতেই ধীর হয় সংস্থার লাভের গতি। আর্থিক মন্দা থেকে বাঁচতে ২০২১ সালের শেষ ভাগে কর্মী ছাঁটাই শুরু করে মেটা। এরপরে চলতি বছরের শুরুতেই মেটা সংস্থার তরফে জানানো হয়েছিল তারা দ্বিতীয় দফায় কর্মী ছাঁটাই করতে চলেছে। সেই সময় ১১ হাজার কর্মীকে ছাঁটাই করা হয়। এরপরে আবার নতুন করে আরও ১০ হাজার কর্মীকে ছাঁটাই করার কথা ঘোষণা করা হল। এবারের ছাঁটাইয়ে নন-ইঞ্জিনিয়ারিং বিভাগ থেকেই মূলত কর্মী ছাঁটাই করা হবে জানানো হয়েছে।

Latest News Updates

Related Stories
Most Read Stories

Click on your DTH Provider to Add TV9 Bangla